চিকলি ওয়াটার পার্কে গিয়ে আপনারা সবাই মিলে দেখছি বেশি ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন। খুবই সুন্দর একটা ব্লগ ও করেছেন দেখছি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তারপরে দেখছি চা ও খেয়েছিলেন আপনারা সবাই মিলে। চায়ের কালার দেখে বুঝতে পারছি বেশ মজা করে খেয়েছিলেন এবং বেশ মজাদার ছিল চা টি। এত সুন্দর একটা কাটানো মুহূর্ত সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।
চা তো আপু অনেক পছন্দ করি তাই যেখানেই যাই কিছু খাই আর না খাই কিন্তু চা খাই।ভিডিও টি করেছি যাতে সবাই চিকলির সৌন্দর্য উপভোগ করতে পারে।হ্যাঁ আপু সবাই মিলে অনেক অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছি।ধন্যবাদ আপু।