আপনি এবং আপনার দুই ননদ আপনারা তিনজন একেবারে তিন বোনের মতো এটা জেনে খুবই ভালো লাগলো। আসলে গ্রামের বিয়ে বাড়িতে হলেই বেশ মজার হয়। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনের ভেতরে। স্টেজটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখছি। আসলে কেকটাও খুবই ভালো ছিল। সকল ছেলেরা আকাশী কালারের পাঞ্জাবি পড়েছে একসাথে দেখতে ভীষণ ভালো লাগছে। যাইহোক ভীষণ ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট করে। আপনার ননদ যেন নতুন জীবন বেশ ভালোভাবে কাটাতে পারে সেই কামনা করি।
জ্বী আপু আমার দুই ননদ এবং আমি আমরা তিনটি বোনের মতোই সব সময় চলে আসছি। আসলে খুব ভালো ভাগ্য হলেই এমন ননদ পাওয়া যায়। আর যেহেতু এটি আমাদের পরিবারের সবচেয়ে শেষ বিয়ে তাই আমরা চেষ্টা করেছি একটু সুন্দরভাবে আয়োজন করার।