আসলে ঠিক বলেছেন ট্রেন জার্নির ক্ষেত্রে একা একা যেতে ভালো লাগেনা। সাথে কেউ থাকলেই ভালো লাগে। ভালোই হয়েছে আপনার নিশাদের সাথে দেখা হয়ে গেল। আর আমার কাছেও মনে হয় বাস জার্নি থেকে ট্রেন জার্নি বেশ ভালো। তবে ট্রেনে দাঁড়িয়ে যেতেও ভালো লাগে অবশ্য এটার অভিজ্ঞতা নেই। তবে বেশ ভালই অভিজ্ঞতা হয়েছে দেখছি আপনার। আপনারা ট্রেন জার্নির অভিজ্ঞতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। কারণ অনেক কিছুই জানতে পারি।
জি আপু! একা গেলে বোরিং লেগে যাবে একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 💟