প্রথমেই দোল উৎসবের শুভেচ্ছা জানাই দাদা। আপনাদের জন্য তো এটা অনেক আনন্দের একটা উৎসব।‘হোলিকা দমন প্রথা’, সম্পর্কে আমার সেরকম কোন আইডিয়া ছিল না। আপনার পোস্ট পড়ে আজকে অনেক কিছুই জানতে পারলাম। তবে আপনাদের হোলি উৎসবটা আমার ভীষণ ভালো লাগে। সবাই খুব সুন্দর রং নিয়ে খেলা করে। সেই দিনটা মূলত রঙিন হয়ে ওঠে। তবে এই দিনে রং না খেলে কোথায় যাবেন। বেশ ভালো লেগেছে আপনার বোন সকাল সকাল এসেই আবির ঢেলে দিল। তবে সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটিয়েছেন। পরবর্তী বছরেও আশা করি এই দিনটা খুব সুন্দর সময় কাটাবেন।