এই কথাটা একদম ঠিক বলেছেন আপু, ব্যস্ততা মানুষকে আলাদা রকম ভাবে এনার্জি দেয়। আর সত্যিই এখন ব্যস্ততার কারণে কখন রাত হচ্ছে আর দিন হচ্ছে সেটা বুঝতে পারছি না। এজন্য একটু ফ্রী সময় কাটাতে চাই। আমারও একই অবস্থা ফ্রি সময় একদমই কাটাতে পারি না, আর এমনিতে কাজ ছাড়া সময় কাটালে অনেকটা অলস হয়ে যায়। আমার জন্য ব্যস্ত সময় কাটালেই ভালো লাগে। কোন কাজে না থাকলে কিন্তু তখন আবার সময় যেন কাটতে চায় না। এইজন্য আমি মনে করি ব্যস্ততা এবং কোন কাজের মধ্যে থাকাই ভালো।
হ্যা,আর এই এনার্জিটা একেবারে নেই হয়ে যায় খামোখা অলস বসে থাকলে।