মনে হচ্ছে রাজশাহীতে এত বেশি ট্রাফিক জ্যাম হয় না। আমার কাছে কিন্তু আপনার পোস্টে তুলে ধরা অনেক কিছুই ভালো লেগেছে। আপনারা সেদিন কলাই রুটি খেতে গিয়েছিলেন। তাও রাজশাহীর বিখ্যাত রুটি নাকি লবণ ছাড়া। এরকম বিষয়গুলো কিন্তু বেশ ভালই ছিল। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে পারেন রাজশাহীতে আপনার ভাইয়ের বাসায় গিয়ে। এরকম বিষয়গুলো পড়ে একটু বেশি খুশি হলাম ধন্যবাদ।
রাজশাহীতে কোন জ্যাম নেই, রাজশাহীর শহরের রাস্তায় কোন বাস চলে না সব জায়গায় অটো কিংবা রিক্সা চলে আপু।