আমি তো ভাবছিলাম আরো বেশি দেরি হয়ে গিয়েছে মনে হয়। এখন তো দেখছি এত বেশি দেরি হয়নি বেশি রাত হওয়ারর আগেই ফিরে এসেছেন বাড়িতে। আসলে ঠিকই বলেছেন রাত্রিবেলায় ঢাকা একেবারে সেইফ না। শেষ পর্যন্ত তাহলে ট্রেন ছাড়লো। অনেক টেনশন হওয়ারই কথা কারণ ফেরার কথা একসময় ফিরলেন আরেক সময়। আপনার ভাইয়াকে ফোন দিয়ে ভালই করেছেন না হলে আরো বেশি টেনশন করত। আমার মতে বাসে না যাওয়াটাই বেটার হয়েছে। বাসে যাওয়ার ফলে অনেক ট্রাফিক জ্যাম দেখা দেয়। আসলেই এখন তো বৃদ্ধ ছোট ছেলে মেয়ে সবাই অনেক জ্ঞানী।
জি আপু! বাসে গেলে জ্যামের কবলে পরে যেতাম। একটু বসে থাকতে হয়েছিল।