আপনি প্রথম থেকে যেভাবে বললেন আমি তো ভেবেছিলাম নিজের কথাই বলছেন। এখন তো দেখলাম আপনার চাচাতো ভাইয়ের কথা বললেন। আসলে ১০-১১ হাজার টাকা ওনার বাজেট, আর সেই বাজেট অনুসারে আপনি যে realme ব্যান্ডের একটা ফোন ঠিক করেছেন এটা দেখে ভালো লাগলো। তবে হ্যাঁ realme আমি নিজেও ইউজ করি। আমার হাতেরটা realme note 9। আপনার পছন্দ দেখছি 11 pro lite 5G। মনে হচ্ছে আপনি যদি কিনেন তাহলে বেশ ভালই হবে। আর শেষমেষ আপনার চাচাতো ভাইয়ের জন্য একটা ফোন কিনতে পেরেছেন দেখে ভালো লাগলো।