কি বলেন আপনি একেবারে চা খেতে বসেই কবিতা লিখে ফেলেছেন। আমার তো কবিতা লিখতে বেশ সময় লাগে। আমি কবিতা লিখতে বসলে অনেকটা সময় লাগে শুধুমাত্র ভাবতে। চা খেতে বসে বেশ সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। বিশেষ করে প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। লাইনগুলো পড়তে ভীষণ ভালো লাগছিল।
চা খেতে খেতে লিখেছি কিন্তু সময় লেগেছিল আপু৷
কবিতাটি নিয়ে অনেকক্ষণ ভেবেছিও। যাইহোক আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। ধন্যবাদ আপু৷