এইটুকু বয়সে দেখছি ম্যাডামের পেছনে কম কিছু করলেন না। কিভাবে যে আপনারা এতটা দুষ্টু বুঝি না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাডাম আপনার লেখাটা পড়ে একেবারে পছন্দ করে নিল। যাক একদিনের জন্য হলেও ম্যাডামের সাথে আইসক্রিম খাওয়া এবং কথা বলতে পেরেছেন। আর ম্যাডামকে দেখে সালাম দেওয়া আর মুচকি হাসি ছাড়া তো কিছুই করার নেই।
আসলে সব বন্ধুরা বেশ দুষ্টু ছিলাম আগে থেকেই। তাই এসব চলতো বেশ। ঐ সময় কার ঐ দুষ্টুমি গুলোই আজ মিষ্টি স্মৃতি হয়ে আছে। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।