You are viewing a single comment's thread from:
RE: এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)
এ সপ্তাহে জনের মধ্যে আসতে পেরে ভীষণ ভালো লেগেছে। এমনকি আমার ভুলটা দেখতে পেয়ে আরও ভীষণ ভালো লাগলো। পরবর্তীতে ভুলটা সংশোধন করে কাজ করার চেষ্টা করব। কিন্তু একটা কথা জানার ছিল আপু।
এখানে তো আমার ভুল হিসেবে পাওয়ার আপ পোস্ট এবং রিভিউ পোস্ট ধরা হয়নি। যদি কবিতা পোস্ট করি তাহলে কি সেটা পোস্ট হিসেবে গণ্য করা হবে?
এই বিষয়টা আমাকে একটু জানালে বেশ উপকৃত হতাম।