You are viewing a single comment's thread from:

RE: নিরুপমা||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথম থেকে গল্পটা পড়ে নিরুপমার কথাগুলো শুনে বেশ ভালোই লাগছিল। পরবর্তীতে যখন নিরুপমার শহরে বিয়ে হয়ে যাওয়ার পর ওর কষ্টের দিন শুরু হলো তখন সত্যি ভীষণ খারাপ লাগলো। কষ্টের দিন কেবলই বাড়তে বাড়তে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি থেকে বের হতে হলো। তাও নিজের বাবার বাড়িতে না গিয়ে মাদ্রাসায় চাকরি করে নিজের সন্তানকে জন্ম দেয়। আর সেখানে থেকেই নিজের সন্তানকে বড় করতে লাগলো। শেষে গিয়ে একদম অবাক হয়ে গেলাম। যে তার স্বামী আরেকটা বিয়ে করলো, কিন্তু তাদের কোন সন্তান নেই। এটাই হওয়ার ছিল। যারা প্রথমে থাকতেই যে জিনিসের মূল্য বোঝে না পরবর্তীতে তারা সেটা হাজারো খোঁজে পাবে না। গল্পের শেষটা বেশ ভালই লেগেছে।

Sort:  
 3 years ago 

আমাদের সমাজে এমন অনেক নিরুপমা আছে যারা অবহেলার শিকার হয়। তবে নিরুপমা তার সেই জীবন থেকে বেরিয়ে এসে। নতুন জীবন শুরু করেছে। তবে তার স্বামী অনেক কিছু অবহেলায় হারিয়ে ফেলেছে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 83655.54
ETH 1576.76
USDT 1.00
SBD 0.78