You are viewing a single comment's thread from:

RE: ফানল্যান্ড পার্কের কিছু আলোকচিত্র। 10% Beneficiary To @shy-fox 🦊}]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে আপু বিদ্যুতের সমস্যাটা এখন প্রায় সবদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আপু যেহেতু আমরা সারা বছর বিদ্যুৎ ব্যবহার করছি সে ক্ষেত্রে একটু সমস্যা হলে সেটা ধৈর্য নিয়ে মোকাবেলা করা উচিত। আপনার মত আমিও গতকালকে মোবাইলে চার্জ ও দিতে পারিনি এজন্য পোস্ট, কমেন্ট সবকিছু করতে একেবারে অসুবিধা হয়ে গেছিল। আসলে কারেন্ট এখন আমাদের পেশার সাথে জড়িয়ে গেছে। কিন্তু আপনি আগে থেকে লিখে রেখেছেন এটা বেশ ভালো বুদ্ধি ছিল। আমিও মাঝেমধ্যে এরকম করে থাকি। আর ২০২০ সালের ছবি আপনার ছেলেকে বেশ কিউট লাগছে। ছোট মানুষ সত্যিই ডাইনোসর আর মিথ্যা ডাইনোসর বুঝতে পারেনি। আর ওর বাবার সাথে বেশ ভালো লাগছিল দেখতে।

Sort:  
 2 years ago 

আমাদের পেশার সাথে জড়িত দেখেই তো সম্যাসা তা নাহলে তো হতোই। আসলেই ছোট মানুষ তো তাই আসল নকল বুঝে না।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 99591.56
ETH 3097.25
SBD 3.71