আপনার বন্ধু একদমই ঠিক বলেছে মোবাইল এবং মানিব্যাগটাই সাবধানে রাখার দরকার। কারণ এইরকম অবস্থায় সেগুলো নিতে একদমই কম সময় লাগবে। আসলেই আপনার মত আমিও ভয় পেয়ে গেলাম এত ভিড় দেখে। কিন্তু ভিড়ে দাঁড়িয়ে একটা খেলার সাথেই ভিতরে ঢুকে পড়লেন এই বিষয়টা অবাক লাগলো। আর ভেতরটা আমার অসাধারণ লেগেছে। মনে হচ্ছিল আমি যদি এরকম একটা জার্নি করতে পারতাম বেশ ভালই লাগতো।
আপু কয় দিন পর আমাদের দেশেই মেট্রো সার্ভিস শুরু হবে। আশা করি আমরা সবাই এই মজা টা নিতে পারবো। অনেক ভালো থাকবেন।