সালামি দেওয়া এবং নেয়ার মধ্যে যেই আনন্দটা আমরা পেয়েছি সেটা সত্যিই বাঁধিয়ে রাখার মতন ছিল। যার যেমন সামর্থ্য তার কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করাটাও এক প্রকার জুলুম।
বিষয়টা একদম যথার্থ বলেছেন। আগের দিকে যখন সালাম দেওয়া নেওয়া হতো তখন অনেক বেশি আনন্দ লাগত। কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যায় জোর করে সালাম এই আদায় করা হয়। এমনকি নির্দিষ্ট একটা এমাউন্ট নির্ধারণ করে দেয় যাতে এটাই দিতে হবে। এতে তো কোনো আনন্দ নেই উল্টো আরো মনে কষ্ট। আর একটা কথা ঠিকই বলেছেন আগেকার সময় আমরা ঈদের সালামি দিয়ে প্রায় অনেকগুলো দিন খুব আরাম আয়েশের কাটিয়ে দিতাম। বিষয়টি এই ভাবে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।