স্বরচিত কবিতা : " স্নিগ্ধ জীবন "

in আমার বাংলা ব্লগ2 days ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250108_211143_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

মানুষের জীবনে আবেগ অনুভূতি সবকিছুই আসলে রয়েছে। তবে এক একটা বিষয় এক একটা ক্ষেত্র বিশেষে জীবনটাকে পরিপূর্ণ করে তোলে। দেখা যায় আবার জীবনটাকে একরকম করে সাজালে হয়ে যায় অন্যরকম। কিছু কিছু স্মৃতি হয়ে সেটা পরিপূর্ণ হয়ে থেকে যায়। আমার জীবনে সুন্দর এবং শান্তি থাকলেও দেখা যায় জীবনে অনেক অপূর্ণতা থেকে যায়। জীবনটা সত্যিই অন্যরকম একটা বিষয়। যেটাকে চাইলেও আমরা ভুলতে পারিনা। জীবনের কিছু কিছু আবেগ অনুভূতি সত্যিই অন্যরকম ভূমিকা পালন করে। অনেক সময় আমরা ভাবি একরকম, হয়ে যায় অন্যরকম। আমাদের ব্যস্ততার মধ্যে আমরা সুন্দর মুহূর্তগুলোকে খোঁজার চেষ্টা করি। এই সব কিছু মিলিয়ে আমরা জীবনটাকে গোছানোর চেষ্টা করি।

" স্নিগ্ধ জীবন "

মনের অনুভূতিতে,
স্নিগ্ধ হয়েছে জীবন।
হৃদয়ের আবেগে,
পরিপূর্ণ হয়েছে এই মন।

শীতলতার পরশে,
ছুঁয়ে গেছে স্পন্দন।
মাধুরতার মায়াতে,
আটকে পড়েছে জীবন।

পাওয়ার আশাতে,
অপেক্ষায় কাটে সময়।
হারানোর ভয়ে,
মানিয়ে নিয়েছি বিস্ময়।

চাহিদার মাঝে,
ডুবে গেছে হাসিখুশিময়।
হাসির আড়ালে
লুকিয়ে আছে দুঃখময়।

স্মৃতির মাঝে,
হারিয়ে গেছে পরিপূর্ণতা।
ভালোবাসার মাঝে,
রয়ে গেছে অপূর্ণতা।

শান্তির মাঝে,
দুশ্চিন্তায় ভরা জীবন।
ব্যস্ততার মাঝে,
খুঁজে বেড়ায় প্রিয়জন।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 days ago 

খুব চমৎকার একটা কবিতা লিখেছেন আপু। কবিতার মূলভাবটা পড়ার কারণে আরো বেশি ভালো লেগেছে। খুব সুন্দর শব্দ এবং ছন্দ সাজিয়ে কবিতা লিখেছেন। অনেক ধন্যবাদ আপু এত চমৎকার একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 hours ago 

আমার কবিতা এতটা চমৎকার ছিল শুনে ভালো লাগলো।

 2 days ago 

Screenshot_2025-01-09-10-43-27-65_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-01-09-10-46-59-56_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-14-23-35-33-05_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 2 days ago 

ঠিক বলেছেন আপু কবিতা লিখতে গেলে অনেক অনুভূতি ও সময়ের প্রয়োজন আসলে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 hours ago 

আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 days ago 

একটা সময় পর এসে মানুষের জীবনটা একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে। তাইতো আমরা যেভাবে জীবনটাকে সাজাতে চাই সেভাবে আর হয়ে উঠে না। তবে ফেলে আসা দিনগুলো স্মৃতির পাতায় জমা পড়ে যায় যা কখনও ভুলা যায় না। আমাদের জীবনে আবেগ অনুভূতির শেষ নেই তবে সেই অনুভূতি একেকরকম হয়ে থাকে। যাই হোক আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 hours ago 

এত সুন্দর একটা কবিতা লিখতে পেরে অনেক ভালো লেগেছিল।

 2 days ago 

অনুভূতি ছাড়া কবিতা হয় না।কবিতা লেখার জন্য অনুভূতি প্রয়োজন আর অনুভূতিগুলোকে সাজিয়ে লেখার জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন। খুব সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আশাতেই মানুষ বাঁচে, পাওয়ার আশা নিয়ে অপেক্ষা করার মধ্যে আনন্দ আছে। পরিপূর্ণতা গুলো স্মৃতিতে আটকে গেছে। অসাধারণ হয়েছে আপু। কবিতাটি খুব ভালো লাগলো।

 2 hours ago 

সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য।

 2 days ago 

তোমার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। তোমার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। তোমার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবে।

 2 hours ago 

আমার কবিতা পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

জীবন খুবই বিচিত্র ধরনের আপু একেকজনের কাছে একেক রকমের হয়ে থাকে। কারো কাছে জীবন স্নিগ্ধ ভাবে যায়। আবার কারো কাছে খুবই কষ্টের হয়। সুন্দর কবিতা লিখলেন আপনি জীবনের অভিজ্ঞতা দিয়ে পড়ে দারুণ লেগেছে।

 2 hours ago 

এই টপিক নিয়ে কবিতা লিখতে পেরে ভালো লেগেছিল।

 2 days ago 

এটা ঠিক আপু, আমরা এক সময় ভাবী একটা কিন্তু হয় আরেকটা। তবে এটা মেনে নিতে হবে। সৃষ্টিকর্তা যা দেয় তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আজকের কবিতাটি দারুণ লিখেছেন আপু। ভালো লেগেছে আমার কাছে

 2 hours ago 

সব সময় দারুন দারুন কবিতা লেখার চেষ্টা করে যাবো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94446.32
ETH 3275.56
SBD 6.71