DIY || এসো নিজে করি | মাইক্রোসফট দিয়ে দৃশ্য দেখার মুহূর্তের ডিজিটাল আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

udngfg.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মাইক্রোসফট দিয়ে দৃশ্য দেখার মুহূর্তের ডিজিটাল আর্ট।

আজকে কয়েকদিন আমি চিন্তাভাবনা করে কিছু দৃশ্য আঁকার চেষ্টা করছি। এই জন্য আজকে এরকম একটা দৃশ্য উপস্থাপন করলাম। যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে মাইক্রোসফ্ট দিয়ে কিছু দেখার চেষ্টা করছে। তাও কিন্তু একটা বিশাল জগত। বলতে গেলে এটা আলাদা একটা দৃশ্য। বিষয়টা রাতের দৃশ্যের মত হয়ে গেছে। কিন্তু মাইক্রোসফট-এর যে বিষয়টা দেখা যাচ্ছে তা অনেক দূরের একটা সমুদ্রে পাড়ের দৃশ্য। এরকম দূরের সমুদ্র দেখার অনুভূতি বেশ ভালোই লাগবে। এই সবকিছু নিয়ে আজকের দৃশ্যটা সাজানো হলো।

তো আজকের কাজ শুরু করলাম। আজকের এই ডিজিটাল আর্ট আমি ইনফিনিটি পেইন্টিং অ্যাপস ব্যবহার করেছি। তাছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডিজিটাল আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

udngfg.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


🎇 আঁকার উপকরণ 🎇

• ইনফিনিটি পেইন্টিং অ্যাপস

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

🎇 আঁকার বিবরণ : 🎇

✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ :

প্রথমে আমি একটি সাদা পেজ সিলেক্ট করলাম। এরপর এরপর আমি ব্রাশ টুলস থেকে পেন সিলেক্ট করলাম। এরপরে নিচের অংশে চিকন করে ঢেউয়ের মতো করে কালো রং করে নিলাম।

ugfip.jpg


✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ :

এরপরের উপরের অংশে নীল রং দিয়ে ঢেউয়ের মতো করে এঁকে নিলাম। এবার কালো রং দিয়ে একটি ছোট মেয়েকে এবং একটা মাইক্রোসফট এঁকে নিলাম।

ngfhk.jpg


✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ :

মেয়েটির সামনের অংশের নীল এবং ফ্রেশ কালার দুইটা কালার দিয়ে রং করে নিলাম।

nvjhvg.jpg


✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ :

এরপর মেয়েটার পেছনের অংশে একভাবে দুইটা কালার দিয়ে রং করে নিলাম।

ufgmc.jpg


✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ :

তারপরে আমি কালো রঙ দিয়ে উপরের অংশটি আঁকলাম। তারপর একটা চাঁদ আঁকলাম।

ufkjg.jpg


✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ :

তারপর মাইক্রোসফটের সাথে দেখা অংশের ভিতরে একটি গাছের ডাল আঁকলাম।

ufnbcc.jpg


✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ :

তারপর আমি ভিতরে এবং পাহাড়ের উপর একটি দোলনা আঁকা।

hcjkcy.jpg

✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ :

এরপর এর ভেতরের অংশে কমলা এবং হলুদ দুইটা কালার দিয়ে রং করে নিলাম।

jyhlh.jpg


✴️ শেষ ধাপ ✴️ :

এরপর এখানে সমুদ্রের কিছু ঢেউ এঁকে নিলাম। তার সাথে দূরের একটা সূর্য। এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

udngfg.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

Sort:  
 2 years ago 

আপনার এই আর্টের ইউনিক আইডিয়া গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকেও অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন আপু। আমি দেখে মুগ্ধ হয়েছি। অনেক শুভকামনা রইল আপু এভাবেই সামনে এগিয়ে যান।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

বাহ আপু বেশ চমৎকার ভাবে ডিজিটাল আর্ট একেছেন। সত্যি আপু খুবই সুন্দর হয়েছে, আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্ট আকার প্রশংসা করতেই হয়,অনেক অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটা ডিজিটাল আর্ট উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এত প্রশংসা পেয়ে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকার একটি অঙ্কন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আমি সত্যিই আপনার এই অংকন দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি। দক্ষতার সঙ্গে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার আজকের আর্টের আইডিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মাইক্রোসফট এর মাধ্যমে সমুদ্র পাড়ের দৃশ্য দেখছে একটি মেয়েটি সে বিষয় টি আপনি খুব সুন্দর ভাবে আপনার আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর্টটি খুবই চমৎকার হয়েছে।

 2 years ago 

আপনার কাছে চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার চিন্তাধারার গভীরতা এবং নতুনত্ব সত্যিই প্রশংসারযোগ্য। আপনার ডিজিটাল আর্ট আমায় মুগ্ধ করেছে। তবে দলনতে যদি একটি মেয়ে খোলা চুলে বসে থাকতো তবে আরো সুন্দর হতো আর্টটি।

 2 years ago 

হয়তো ঠিক বলেছেন দোলনাতে একটি মেয়ে দিলে বেশ ভালো লাগতো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বর্তমানে তোমার ডিজিটাল আর্ট গুলো খুব অসাধারণ হয়ে থাকে। আমার ভীষণ ভালো লাগে কাজ গুলো দেখলে। অনেক সময় দিয়ে এ কাজগুলো করে থাকো তুমি। এভাবে অনেক দূর এগিয়ে যাও তোমার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাইক্রোসফট দিয়ে দৃশ্য দেখার মুহূর্তের ডিজিটাল আর্ট দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে এমন দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আপনি সবসময় আমাদের সাথে খুব সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করে যাচ্ছেন। আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাইক্রোসফট দিয়ে দূরবর্তী দৃশ্য দেখার মুহূর্তটি খুব সুন্দর ডিজিটাল করেছেন যা দেখে সত্যিই ভালো লাগছে। অসাধারণ ছিল আপনার ডিজিটাল আর্ট। আপনি প্রতিনিয়ত আমাদেরকে দিয়ে যাচ্ছেন নতুন নতুন ডিজিটাল আর্ট। আজকের এই আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

নতুন নতুন আর্ট শেয়ার করতে আমার কাছেও ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নতুন নতুন ডিজিটাল আর্ট করতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

খুবই সুন্দর হয়েছে আপু। মাইক্রোসফট দিয়ে কোন একটি দৃশ্য দেখার মুহূর্তের চিত্রটি আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে যে এভাবে ফুটিয়ে তুলতে পারবেন তা সত্যিই আমি ভাবি নি। কারণ এত কঠিন একটি বিষয় এটি।আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক চমৎকার একটি ইউনিক পোস্ট দেখতে পেলাম। অনেক ভাল একেছেন ডীজিটাল আর্ট টি। সুন্দর এই আর্ট গুলো প্রতিনিয়ত আমাদের উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58949.08
ETH 2306.78
USDT 1.00
SBD 2.47