আর্ট :- ক্যানভাসে সুন্দর একটি গ্রামের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ17 hours ago

20241208_150225.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সমুদ্র এবং পাহাড়ের দৃশ্য পেইন্টিং করলাম।

এই পেইন্টিংটা বেশ কিছুদিন আগে করেছিলাম। এটা মূলত আমরা কুষ্টিয়া ঘুরতে যাওয়ার আগে করেছিলাম। এটা সহ আরো কয়েকটা পেইন্টিং তখন করা হয়েছিল। অবশ্য এই পেইন্টিংটা এখন আর আমার কাছে নেই। এই পেইন্টিংটা গিফট করা হয়েছে আমাদের আমার বাংলা ব্লগের ব্লগারকে। আশা করব যে গিফট হয়েছে সে নিশ্চয়ই খুশি হয়েছে। তবে এই পেইন্টিং এর মধ্যে আমি একটা সুন্দর গ্রামের দৃশ্য আঁকার চেষ্টা করলাম। এখানে ছিল খুব সুন্দর একটা নদী আর নদীর পাশে একটা বাড়ি। বাড়ির চার পাশে ছিল গাছপালা এবং সবুজে ঘেরা। এখানে ছিল খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। তার সাথে নদীতে হাঁসেরা খেলতেছে। সবকিছু মিলিয়ে দৃশ্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20241208_150255.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি উপরের অংশে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250310-WA0000.jpg

ধাপ - ২ :

এরপরে আমি মাঝখানের অংশে আকাশী কালার এবং সাদা কালার দিয়ে নদীর পানিটা রং করে নিলাম।

IMG-20250310-WA0001.jpg

ধাপ - ৩ :

এরপর আমি সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে দুই পাশের সবুজ অংশগুলোতে প্রথমে একটা লেয়ার রং করে দিলাম।

IMG-20250310-WA0003.jpg

ধাপ - ৪ :

এরপর আমি এক পাশের অংশে খুব সুন্দর একটা ঘর এঁকে নিলাম।

IMG-20250310-WA0004.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি সবুজ অংশগুলোকে আরো একটু সবুজ কালার দিয়ে হাইলাইটস করে নিলাম।

IMG-20250310-WA0005.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি এক পাশের অংশে কয়েকটা ফুল গাছ এঁকে নিলাম। এরপরে নদীতে দুইটা হাঁস আঁকা শুরু করি।

IMG-20250310-WA0006.jpg

ধাপ - ৭ :

এরপর আমি খুব সুন্দর ভাবে হাঁসগুলোকে এঁকে নিলাম।

IMG-20250310-WA0007.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241208_150255.jpg

20241208_150205.jpg

20241208_150225.jpg

20241208_150313.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 14 hours ago 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই পেইন্টিং। তোমার পেইন্টিংটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর পেইন্টিং গুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের পেইন্টিং গুলো দেখতে খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে পেইন্টিংটি করেছ। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 17 hours ago 

ক্যানভাসে সুন্দর একটি গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার প্রতিটি পেইন্টিং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আমার কাছে আপনার প্রতিটি পেইন্টিং অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে পেইন্টিং করেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেন।এ ধরনের পেইন্টিং তৈরি করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।

 16 hours ago 

অও,অসাধারণ হয়েছে পেইন্টিংটি আপু।আপনার
পেইন্টিংগুলি বরাবরই আমার কাছে ভালো লাগে।একদমই সত্যিকারের মতোই ফুটিয়ে তুলেছেন সবকিছু, গাছের পাতাগুলো ও হাঁস দুটি আমার কাছে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 16 hours ago 

আপনার হাতে আর্ট করা পেইন্টিং গুলো আসলেই অনেক চমৎকার। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্যানভাসে সুন্দর একটি গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে পেইন্টিং টি মন্তব্য সম্পন্ন করেছেন।

 14 hours ago 

আপনার ক্যানভাসে ফুটিয়ে তোলা গ্রামের দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর ।প্রতিটি আঁচড়েই আপনার ধৈর্য, নিখুঁত শৈলী ও যত্নের ছাপ স্পষ্ট। আপনার প্রতিটি পেইন্টিংই এক অনন্য সৃষ্টি, যা হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে ধাপে ধাপে আমাদের সঙ্গে শেয়ার করার বিষয়টি দারুণ লাগে। এত সময় ও মনোযোগ দিয়ে এমন চমৎকার শিল্পকর্ম তৈরি করা সত্যিই প্রশংসার যোগ্য।

 14 hours ago 

অসাধারণ একটি পেইন্টিং তুলে ধরেছেন আপু। আপনার করা পেইন্টিং টি দেখতে দুর্দান্ত হয়েছে। এ ধরনের পেন্টিং গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি বরাবরই অনেক সুন্দর ছবি এঁকে থাকেন। আজও আপনি মন ছোঁয়ার মত একটি ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 17 hours ago 

Screenshot_2025-03-10-11-34-10-59_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-10-11-32-31-51_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 12 hours ago 

আপু আপনার এই পেইন্টিং যে পেয়েছে সে খুবই লাকী এবং নিশ্চয়ই এত সুন্দর পেইন্টিং পেয়ে সে খুব খুশি হয়েছে। তাছাড়া এমন সুন্দর পেইন্টিং হাতে পেলে খুশি না হয়ে থাকা যায় না। আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই পেইন্টিং অসাধারণ হয়েছে। গ্ৰামের দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 12 hours ago 

ক্যানভাসে সুন্দর একটি গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন আপু।গ্রামের দৃশ্য ফুটিয়ে তুলেছেন আর্টটি তে। সব থেকে সুন্দর হয়েছে মুখোমুখি হাস দু'টো দেখতে।ধন্যবাদ চমৎকার সুন্দর ক্যানভাসে সুন্দর একটি গ্রামের দৃশ্য পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79489.17
ETH 1885.78
USDT 1.00
SBD 0.81