নাটক রিভিউ :- " ফকির গ্রাম " ( পর্ব ৫৭ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফকির গ্রাম " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ৫৭ তম পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফকির গ্রাম। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
প্রযোজনা সহকারী | জাহাঙ্গীর আলম, বাবু আহম্মেদ, আলমগীর, ইনামুল, মারুফ, জনি। |
স্ক্রিপ্ট | সুলাইমান |
অভিনয়ে | আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি, আজমাইল মেহেরব এলহাম, মোসাদ্দেক সাহেব, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, স্পর্শিয়া মিম, সাগরিকা ইসলাম মিনহা, আফরিভা খান মুমু, আকাশ ইসলাম, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, অদিতি জামান স্নেহা, জাহাঙ্গীর কবির , মিমো এবং জাকির সিন্টু। |
প্রধান সহকারী পরিচালক | কামরুজ্জামান রানা, আকরাম দেওয়ান, এস এল ডি সাগর, শাফায়েত, হানিফ খান |
সম্পাদনা | অনিক ইসলাম |
সহকারী সম্পাদনা | জুনায়েদ মোঃ বাঁধন |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখি, রাতের বেলায় মানিক ফকির অনেক মন খারাপ করে বসে রয়েছে। আর তখন তার কাছে রতন আসে। আর এই বিষয়টা নিয়ে কথা বলছিল, তখনই ওখানে সুতা ফকির আসে। আর চান্দুকে হত্যা করার বিষয়টা বলে। আর এটাও বলে, চান্দু কোথায় আছে ওইটা জানে না। কিন্তু রবি নাকি রক্তমাখা শরীর নিয়ে এসে বলেছে সে চান্দুকে হত্যা করেছে। আর এটা শুনে তারা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন তারা বিষয়টা দেখার জন্য চলে যায়। তারপরে সকালবেলায় দেখি চান্দু কোথাও পড়ে রয়েছে। আর রতন মর্জিনা এবং সায়েমের বউ তাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে তারা এক পর্যায়ে চান্দুকে পেয়ে যায়। কিন্তু চান্দুকে এত ডাকার পরেও সে উঠেনা। এক পর্যায়ে তারা বুঝতে পারে চান্দু এখনও পর্যন্ত মরেনি। এরপর তারা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।
তারপর বিদেশি আকাশকে দেখি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। চম্মনের ব্যাপারে তখন তার বোন জিজ্ঞেস করে। চম্মন তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল। আর আকাশের বোন অনেক বেশি রেগে তাকে চিৎকার করে ডাকতে থাকে। আর তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তারপর তাকে রান্না করার জন্য পাঠিয়ে দেয়। তারপরে আমরা সবাইকে দেখতে পাই কাদের ফকিরের ঘরের সামনে রয়েছে। আর চান্দু মাটিতে শুয়েছিল। কাদের ফকির তো সবাইকে দেখিয়ে অনেক কান্না করছিল। সে তো ভেবেছিল চান্দু হয়তো মারা গিয়েছে। তখন রতন তাকে জানায় চান্দু এখনো পর্যন্ত মারা যায়নি। আর তখন সে বলে চান্দু কে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়, এসব বলে বিভিন্ন কথা বলছিল। এরপর তারা সবাই কাদের ফকিরকে অনেক কথা শোনায়। এরপর তারা পানি এনে চান্দুর মুখে মারে, তখনই চান্দুর জ্ঞান ফিরে আসে।
তারপরে রতন ফকিরকে দেখতে পাই, নদীর পাড়ে এসে বসে বসে কান্না করছিল। তখনই ওখানে ওই বড়লোক ব্যক্তিটা আসে। আর তাকে কি হয়েছে এগুলো জিজ্ঞেস করে। তখন মানিক বলে চম্মনের বিয়ে হয়ে গিয়েছে এগুলো বলছিল। আর সব কিছু শুনে লোকটারও অনেক কষ্ট হয়। আর লোকটা তাকে ঢাকায় নিয়ে যেতে চায়। কিন্তু সে যেতে চায় না। সে এই গ্রামেই থাকতে চায়। এরপর মানিক লোকটার কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা টিক্কা ফকির আর তার বউকে দেখি চেয়ারম্যানের বাড়িতে এসেছে। আর তাকে অনেক চিৎকার করে করে ডাকছিল। এক পর্যায়ে চেয়ারম্যানের সাথে তাদের দেখা হয়। আর দশ লাখ টাকার মাল মেম্বারের লোক নিয়ে গিয়েছে এই বিষয়টা বলে। এরপর চেয়ারম্যান বিষয়টা দেখার জন্য চলে যায়।
এরপর আমরা প্রিন্স আর আসমানিকে দেখি একসাথে পোস্টার লাগাচ্ছে। তখনই ওখানে সুতো ফকির এসে আসমানীকে চান্দুর খবরটা দেয়। তখন আসমানী প্রিন্সের কাছ থেকে বিদায় নিয়ে সুতার সাথে চলে যায়। রাতের বেলায় বিদেশি আকাশকে দেখা যায় তার শ্বশুরের কাছে এসেছে। আর তাকে এসে বলে তার মেয়েকে বিদেশে নিয়ে যাবে, আর ১ লাখ টাকা দেওয়ার জন্য বলে বিমান ভাড়ার জন্য। আর পাঁচ লাখ টাকা নাকি সে দেবে। তখন তিনি বাড়ি বন্ধক রেখে টাকা দেওয়ার কথা বলে। কাদের ফকিরের বাড়িতে আমরা দেখতে পাই চান্দুকে ডাক্তার আপা এসে তাকে দেখে। আর কিছু ওষুধ লিখে দেয়, যেগুলো রতন সাথে সাথেই আনার জন্য চলে যায়। তারা চলে যাওয়ার পর ওখানে সুতা ফকিরের সাথে আসমানী আসে। আর তাদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলছিল।
আর তাদেরকে এটা জানায় রবিকে নাকি পুলিশ শাস্তি দিবে। আর এটা শুনে ওরা অনেক খুশি হয়ে যায়। তারপরে কাদের ফকির আর রবিকে দেখি চান্দুকে মেরে ফেলার বিষয় নিয়ে কথা বলছিল। চান্দু কেন এখনো মরেনি এগুলোই বলছিল। এবার বেঁচে গিয়েছে, কিন্তু আবারো মারার চিন্তা করেছে রবি। তারা যখন কথা বলছিল, তখন ওখানে পুলিশ আসে আর তাদেরকে রবির কথা জিজ্ঞেস করে। কিন্তু তাদের ফকির রবির পরিচয় দেয় না। কাদের ফকির চলে যাওয়ার পর রবি এক পর্যায়ে বলে ফেলে সে নিজেই রবি। তখন সে পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে চলে যায়, আর পুলিশে তাকে দৌড়াতে থাকে। তারপরে বিদেশী আকাশকে দেখি চম্মনকে মারছিল। তাদের কাছে কিছু একটার জন্য ক্ষমা চাচ্ছিল। তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
গত পর্বে আমরা দেখেছিলাম সুতা ফকির সবাইকে খবর দিয়েছে রবি নাকি চান্দুকে মেরে ফেলেছে। রবি চান্দুকে মেরেছিল ঠিক কিন্তু চান্দু মারা যায়নি। এখন ও বেশ কিছুটা সুস্থ রয়েছে। অন্যদিকে আবার বিদেশী আকাশ তার শ্বশুরের কাছ থেকে মিথ্যা কথা বলে ১ লাখ টাকা নিচ্ছে। তাও আবার চম্মনের বাবা নিজের বাড়ি বন্ধক দিয়ে টাকাগুলো দেবে বলেছে। আসমানী পুলিশকে রবির ব্যাপারে সবকিছুই বলে দেয়। আর পুলিশ তাকে ধরতে এসেছে, দেখা যাক তাকে ধরতে পারে কিনা। পরবর্তীতে কি হবে এগুলোই এখন দেখতে হবে। আমি চেষ্টা করবো পরবর্তী পর্বটা আপনাদের মাঝে খুব শীঘ্রই শেয়ার করার জন্য। এ পর্যন্ত আশা করি পাশেই থাকবেন।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1878406969209590068?t=VwOvssF4aPykOTjd6spksg&s=19
আপনি আজকে চমৎকার একটি নাটক রিভিউ করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি লাইভ দেখতেছি। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। আপনার নাটকটি পড়ে মনে হলো যে নাটকের কাহিনী অনেক সুন্দর এবং অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই নাটকের মধ্যে। ধন্যবাদ আপু
এই নাটকের কাহিনীটা সত্যি খুবই সুন্দর।
ফকির গ্রাম নাটকটার অনেক অংশ আমি দেখেছি। আমার কাছে অনেক ভালো লাগে এ নাটকের অভিনয়গুলো। আপনি বেশ অনেক সুন্দর ভাবে গুছিয়ে ৫৭ তম পর্ব রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো।
এই পর্বের রিভিউ পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আপু আপনি প্রতি সপ্তাহে"ফকির গ্রাম" নাটকের একটি একটি পর্ব শেয়ার করতে করতে আজ ৫৭ তম পর্বে চলে এসেছেন দেখে খুব ভালো লাগলো। এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। কিছু কিছু নাটক থাকে যত বেশি পর্বই হোক না কেন দেখতে খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ রিভিউ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
আমি চেষ্টা করছি এই নাটকের প্রতিটা পর্বের রিভিউ শেয়ার করার জন্য।
এ নাটকটা অনেক সুন্দর। নাটকটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। বেশ দারুন অভিনয় গুলো রিভিউ করেছেন আপনি। এই পর্বটা অনেক ভালোলাগার। আপনার রিভিউ দেখার পাশাপাশি অভিনয়টাও প্লে করে দেখতে পারলাম। অনেক ভালো লাগলো ফকিরগ্রাম নাটকের এই পর্ব।
নাটকটা আসলেই সুন্দর। রিভিউ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ফকিরগ্রাম নাটকের অনেকগুলো পর্ব আমি দেখেছি। আপনি দেখতে দেখতে নাটকের ৫৭ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন। নাটকটি দেখতে খুবই দারুণ। এ নাটকে যারা অভিনয় করেছে তারা তাদের অভিনয় খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে।
সবাই আসলে অনেক সুন্দর অভিনয় করেছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।