DIY || এসো নিজে করি | একটা ভালুকের ভিতর দৃশ্য ডিজিটাল আর্ট ১০% @shy-fox
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ভালুকের ভিতর দৃশ্য ডিজিটাল আর্ট করেছি।
আসলে আমি প্রতিটি আর্ট করার ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে করি। যে কিভাবে করলে ভালো লাগবে একটু। আসলে আমি আলাদা ভাবে কিন্তু একটা ভাল্লুকের চিত্র অঙ্কন করতে পারতাম। কিন্তু ভালুকের ভেতরে যদি একটা দৃশ্য প্রদর্শন হয় তাহলে দেখতে আরেকটু ফুটে উঠবে। এই জন্য আজকের এই দৃশ্যটি আঁকা। এমনকি অনেক ভাবনা চিন্তা করে কিছু আকর্ষণীয় কালার কম্বিনেশন করে আজকের দৃশ্যটি সাজানোর চেষ্টা করলাম। ভেতরের ডিজাইন টা কিছুটা জল রঙের পেইন্টিং এর মত উপস্থাপন করার চেষ্টা করেছি। এইভাবে আমি পুরো দৃশ্যটা কে উপস্থাপন করি।
তো আজকের কাজ শুরু করলাম। আজকের এই ডিজিটাল আর্ট আমি ইনফিনিটি পেইন্টিং অ্যাপস ব্যবহার করেছি। তাছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডিজিটাল আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
🎇 আঁকার উপকরণ 🎇 |
---|
• ইনফিনিটি পেইন্টিং অ্যাপস
🎇 আঁকার বিবরণ : 🎇 |
---|
✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ : |
---|
প্রথমে আমি একটি সাদা পেজ সিলেক্ট করি। এরপর ব্রাশ টুলস থেকে একটা প্যান সিলেক্ট করে চিকন করে একটা ভাল্লুকের রূপ দেওয়ার চেষ্টা করলাম।
✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ : |
---|
এরপর চিকন করে একটা দাগ দিয়ে উপরের অংশে পুরোটা আকাশী রং দিয়ে রং করে নিলাম।
✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ : |
---|
তারপর এখানে লাল এবং আকাশী রং দুটো ব্যবহার করে একটু মিক্স করে আকাশের কালার দেওয়ার চেষ্টা করি।
✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ : |
---|
এরপরে গারো নীল রং এবং আকাশী রং দিয়ে উঁচু-নিচু একটা মিক্সিং কালারের পাহাড় দেওয়ার চেষ্টা করেছি।
✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ : |
---|
এরপর নিচের অংশে গাঢ় সবুজ এবং হাইলাইটার টিয়া কালার এই দুইটা কালার মিক্স করে একটা সবুজ মাঠ আঁকার চেষ্টা করেছি।
✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ : |
---|
এরপরে একপাশে দুইটা ঘর সুন্দর ভাবে এঁকে নিলাম। এবং তার সাথে বড় একটা গাছের ডালপালা এঁকে নিলাম।
✴️ ধাপ 0️⃣7️⃣ ✴️ : |
---|
এরপর গাছটার মধ্যে সুন্দর দুইটা কালার এর পাতা দিয়ে দিলাম। ঘরের পাশে আরো দুইটা কালো রঙের কলাগাছের মতো এঁকে নিলাম।
✴️ ধাপ 0️⃣8️⃣ ✴️ : |
---|
এরপর অপর পাশে আরো দুই তিনটা ভিন্ন রকমের গাছপালা এঁকে নিলাম। এমনকি নিচের অংশে কিছু চিকন চিকন ঘাস দিয়ে দিলাম।
✴️ শেষ ধাপ ✴️ : |
---|
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
একটি ভাল্লুক এর মধ্যে খুবই সুন্দর এবং কালারফুল একটি প্রাকৃতিক দৃশ্য প্রস্তুত করেছেন খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে ঘর দুটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য
কালারফুল প্রাকৃতিক দৃশ্য আঁকতে পেরে বেশ ভালো লেগেছিল আমার। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি এত ইউনিক ইউনিক আইডিয়া কোথা থেকে পান আর্ট করার জন্য। প্রতিটি আর্ট একটি থেকে আরেকটি আলাদা থাকে। আজকের আর্টের আইডিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কালার কম্বিনেশন মিলিয়ে আর্ট এককথায় চমৎকার লাগছে দেখতে।
আইডিয়াটা আপনার ভাল লেগেছে শুনে খুবই ভালো লাগলো।
জাস্ট অসাধারণ আপনি খুবই চমৎকার ভাবে ভাল্লুক এর ভেতরের দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করেছেন যেটা দেখে আমি মুগ্ধ। বিশেষ করে প্রকৃতির এই দৃশ্যটা দেখে যে কেউ প্রথমবার মুগ্ধ হবে এটাই স্বাভাবিক। চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি মুগ্ধ হয়েছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনার সৃজনশীলতা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি আপনি এত চমৎকার এবং নিখুঁতভাবে ভালুকের মধ্য এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটা দেখে সত্যি আমি অনেক আনন্দিত । আপনার এই আর্ট টির প্রশংসা না করে থাকতে পারছি না খুবই চমৎকার ! আপনার জন্য শুভকামনা রইল।
এত প্রশংসা পেয়ে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার পেইন্টিং গুলো এমনিতেই অনেক সুন্দর আপু। এখন ডিজিটাল আর্ট গুলো অনেক সুন্দর হয়। আসলেই ভাল্লুক টির ভিতরে আপনি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য। শুভেচ্ছা ও ভালবাসা নিও আপু ❣️❣️।
এই দৃশ্যটা আমার কাছে ও অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি অনেক চমৎকার করে একটি ভাল্লুকের দেহের মধ্যে প্রাকৃতিক দৃশ্য আকাছেন ,যা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।আপনার কালার কম্বিনেশন অনেক দূদান্ত।দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
কালার কম্বিনেশন আমার নিজের কাছেও ভীষন ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
একটি ভাল্লুক এর ভেতরে প্রাকৃতিক দৃশ্যের ডিজিটাল চিত্র অংকন অসাধারণ হয়েছে ।এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। যেটা আপনি প্রমান করলেন আপু । আপনার প্রত্যেকটা চিত্র অংকন আমাকে মুগ্ধ করে।
দক্ষতা কিনা জানিনা আমার কাছে ভীষণ ভালো লাগে আঁকতে। অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল্লুকের ভেতরে গ্রামের দৃশ্য খুব সুন্দর ভাবে আর্ট করেছেন দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্ট টি খুব সুন্দর হয়েছে। আপনার আইডিয়া দারুন ছিল। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। আপনাকে ধন্যবাদ আপনি অনেক একটি আর আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আইডিয়াটা আপনার কাছে ভাল লেগেছে শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
একটা ভালুকের ভিতর প্রাকৃতিক দৃশ্য ডিজিটাল আর্ট এর কন্সেপ্টটি আমার খুবই ভালগেছে । সেই সাথে আপনার আর্ট ও ছিল খুবই সুন্দর । ঘর, গাছ পাহাড় প্রতিটা নিখুত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন । ধন্যবাদ আপু । শুভ কামনা রইলো ।
নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
আজকের আর্টটা সত্যি কিছুটা ভিন্ন আকৃতির এবং একটু ব্যতিক্রমধর্মী ছিলো। যদিও ডিজিটাল আর্টগুলোকে সবাই সহজ কিছু হিসেবে চিহ্নিত করে থাকে। কিন্তু এখানেও যে মেধার একটা দারুণ প্রভাব থাকে, সেটা আজকের আর্টটি দেখলেই সহজেই বুঝা যায়। সত্যি খুব সুন্দর এবং দক্ষতার সাথে আজকের ড্রয়িংটি সম্পন্ন করেছেন।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।