আর্ট :- কেকের বোর্ডের উপরে সুন্দর পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast month

20241016_122956.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কেকের বোর্ডের উপরে সুন্দর পেইন্টিং করলাম।

এর আগে আমি কেকের বোর্ডের উপরে একটা পেইন্টিং করেছিলাম। আজকে আবারো চলে আসলাম কেকের বউ এর উপরে আরো একটা সুন্দর পেইন্টিং নিয়ে। আসলে এই বোর্ডগুলোর উপরে পেইন্টিং করলে খুবই দারুণ লাগে। আবার এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না। ঘরে সাজিয়ে রাখলেও দেখতে ভালো লাগে। এই পেইন্টিং এর কালার কম্বিনেশন টা একটু সুন্দর করার চেষ্টা করেছি। তবে আমার কাছে ফুলগুলো একটু বেশি ভালো লেগেছে। এর মধ্যে আবার পাখি গুলো খুব একটা ভালো হয়নি আঁকা। কারণ নিচের কালার গুলো শুকানোর আগেই আমি উপরে আরেকটা কালার দিয়েছি এই জন্য খুব একটা ভালো হয়নি। তবে এমনিতে পেইন্টিংটা ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20241016_123022.jpg

আঁকার উপকরণ

• কেকের বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কেকের বোর্ড নিলাম। এরপর আমি প্রথমে এর মধ্যে সাদা কালার দিয়ে দিলাম।

IMG-20241101-WA0073.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এর উপরে নীল এবং আকাশী কালার দিয়ে পুরোটা রং করে নিলাম।

IMG-20241101-WA0074.jpg

ধাপ - ৩ :

এরপর আমি কালো রং দিয়ে খুব সুন্দর একটা গাছ আর গাছের ডালপালা এঁকে নিলাম।

IMG-20241101-WA0075.jpg

ধাপ - ৪ :

এরপর আমি গাছের ডালের মধ্যে মেয়েটা পাখি সুন্দর করে এঁকে নিলাম।

IMG-20241101-WA0076.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি সাদা কালার দিয়ে গাছের মধ্যে কতগুলো ফুল এঁকে নিলাম।

IMG-20241101-WA0077.jpg

ধাপ - ৬ :

ফুলের উপরের অংশে গোলাপি কালার দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20241101-WA0078.jpg

ধাপ - ৭ :

এরপর আমি হলুদ কালার দিয়ে ফুলের মাঝখানের অংশটা রং করে নিলাম।

IMG-20241101-WA0079.jpg

ধাপ - ৮ :

এরপর আমি গাছের ডালপালাগুলোতে সবুজ কালার দিয়ে কতগুলো পাতা এঁকে নিলাম।

IMG-20241101-WA0080.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241016_122956.jpg

20241016_123022.jpg

পেইন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇👇:

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last month 

আপনি বরাবরের মত এবারও খুব সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন। কেকের বোর্ডের উপর রং তুলির ছোঁয়ায় দারুন একটি দৃশ্য এঁকে ফেলেছেন। পেন্টিং টি দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর পেইন্টিংটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনি আমার করা পেইন্টিং দেখে একেবারে মুগ্ধ হয়েছেন এটা ভাবতেই তো ভালো লাগছে আপু।

 last month 

কেকের বোর্ডের উপরে সুন্দর পেইন্টিং আসলে অনেক চমৎকার লাগছে দেখতে ।এমন ধরনের পেইন্টিং দেখতে আমার অনেক ভালো লাগে। পেইন্টিংটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 last month 

আমার করা এই পেইন্টিং দেখতে চমৎকার লাগছে শুনে ভালো লাগলো।

 last month 

কেকের বোর্ডের উপরে দুর্দান্ত পেইন্টিং করলেন। অসাধারণ কিছু রংয়ের প্রয়োগ আপনার ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। খুব সুন্দর একটি ভাবনার প্রকাশ করলেন আপনার এই ছবিটির মাধ্যমে। এমন কেকের বোর্ডের উপর একা আমি কম দেখেছি।

 last month 

চেষ্টা করেছি কেকের বোর্ডের উপরে সুন্দর একটা পেইন্টিং করার জন্য।

 last month 

কেকের এই বোর্ডটা আমার কাছে খুবই ভালো লাগে। অবশ্য এটি সবসময় ফেলেই দেওয়া হয়। আপনি খুব সুন্দর আইডিয়া বের করেছেন এর উপরে পেইন্টিং করে রাখার। পেইন্টিংটি বেশ চমৎকার হয়েছে। এভাবে পেইন্টিং করে সাজিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

আমার করা পেইন্টিং চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো।

 last month 

কেকের বোর্ডের উপরে দারুণ পেইন্টিং করেছেন। এরকম পেইন্টিং গুলো করতে অনেক বেশি সময় লাগে। তবে কালার কম্বিনেশনের কারণে দেখতে দারুন সুন্দর লাগছে এই পেইন্টিংটা।

 last month 

ঠিক বলেছেন আপু অনেক বেশি সময় লেগে যায় পেইন্টিং গুলো করতে।

 last month 

আপনার হাতে আর্ট করা প্রতিটি পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর কেকের বোর্ডের উপরে সুন্দর পেইন্টিং করেছেন। আজকে আপনার আর্ট করা গাছের ডালে বসে থাকা দুটি পাখির পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে পেইন্টিং টি আর্ট করেছেন।

 last month 

গাছের ডালে পাখি গুলো দেখতে খুব সুন্দর লাগছিল।

 last month 

কেকের বোর্ডের উপর আপনি দারুন একটি চিত্র অংকন করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার আকা চিত্র টা।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 last month 

চেষ্টা করলাম পেইন্টিংটা করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার জন্য ‌

 last month 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কেকের বোর্ডের উপরে সুন্দর পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ দেখে প্রতিনিয়ত আমি বেশ মুগ্ধ হয়ে যায় আপু। প্রতিনিয়ত আপনার পোস্টের দিকে অনেক সময় দেখে ভাবতে থাকি এগুলো কি সবার দ্বারাই করা সম্ভব। ধন্যবাদ এত সুন্দরভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আসলে ভাইয়া চেষ্টা করলে সবার দ্বারাই করা সম্ভব। আপনিও যদি প্রতিনিয়ত এরকম পেইন্টিং করার জন্য চেষ্টা করেন, তাহলে একসময় আরো ভালো পেইন্টিং করতে পারবেন।

 last month 

অনেক সুন্দর একটি পেইন্টিং করেছ তুমি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার পেইন্টিংগুলো দেখি। আসলে পেইন্টিং করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। তোমার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে।

 last month 

এত চমৎকার একটা পেইন্টিং করতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.038
BTC 96978.69
ETH 3375.51
USDT 1.00
SBD 3.54