আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭|| শীতকালীন সবজির রাজকীয় রান্না রেসিপি।

in আমার বাংলা ব্লগ6 days ago

20241230_145826.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজির রাজকীয় রান্না রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

আজকে আমি চলে আসলাম আমাদের এবারের প্রতিযোগিতার একটা রেসিপি নিয়ে। তবে আমাদের মাঝে আবারও এত সুন্দর একটি প্রতিযোগিতা দেওয়ার জন্য নওরিন আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সত্যি শীতকাল আসলেই সবজি খেতে যেনো অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে। কারণ গরমের দিনে সবজি খেতে খুব একটা ভালো লাগে না। এই প্রতিযোগিতা টা দেওয়ার আগে মনে মনে আমি ভাবতেছিলাম, যদি সবজির রেসিপি দেওয়া হয় তাহলে ভালো লাগবে। পরে দেখি ঠিক সেটাই হয়েছে।

20241230_145617.jpg

যদিও এর আগে অনেকবার সবজি দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা হয়েছে। তবে নতুন করে কি তৈরি করবো, এটা ভাবতে ভাবতেই বেশ সময় লেগে গেল। তবে ভাবলাম একটু ভিন্ন রকম ভাবেই তৈরি করি, কিন্তু সবজি দিয়ে রেসিপি হলেও দেখতে রাজকীয় একটা ভাব আসবে। তাই জন্য মূলত আমি নিজেই এর রেসিপিটার নাম দিয়েছি রাজকীয় রান্না। আসলে শুধুমাত্র সবজি দিয়ে এত মজাদার রেসিপি এটা ভাবাই যায় না। আমি এরকম একটা রেসিপি দেখেছিলাম তবে, ঐ রেসিপিটার আদলে নিজের মতো করে আরো কিছু বিষয়ে এড করে রেসিপিটাকে সাজিয়ে তুললাম।

20241230_145715.jpg

এখানে আমি বাঁধাকপির পাতার ভেতরে বিভিন্ন সবজির মিশ্রণটা দিয়েছিলাম। এরপর যখন ফোল্ড করি তখন ভেবেছিলাম রান্না করার সময় যদি খুলে যায়, তাই জন্য মূলত আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম। যখন পরিবেশন করতে নিলাম তখন সুতা গুলো কেটে তুলে নিলাম। এই রেসিপিটা তৈরি করতে মূলত অনেক বেশি সময় লেগেছিল। শুধুমাত্র একটা সবজির রেসিপি করতে এত বেশি সময় লাগে এটাই আসলে বোঝা মুশকিল। কিন্তু যেমন সময় লেগেছিল তেমনি কিন্তু রান্নাটা হয়েছিল অসাধারণ। শুধু আমি না আমাদের পরিবারের সবাই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছে। রেসিপিটা তৈরি করতে করতে প্রায় দুপুরের সময়টা পেরিয়ে যাচ্ছিল। এখনো আমাদের খাওয়া হয়নি। তাই ফটোগ্রাফি করার জন্য ছাদে নিয়ে গেলাম সবকিছু। ফটোগ্রাফি করার সাথে সাথেই ছাদেই সবাই খেতে বসে পড়লাম। এমনিতে শীতকাল, তারপর ছাদে কিন্তু বেশ ভালই রোদ ছিল। রোদের মধ্যে খাবার খেতেও ভীষণ ভালো লেগেছে। এটা যে শুধু মাত্র সবজি দিয়ে খাচ্ছি বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছিল অনেক বেশি স্পেশাল ডিস। তবে নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেললাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

20241230_145753.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
বাঁধাকপি১ টা
লাউএক টুকরো
সিমকয়েকটা
গাজর২ টা
বরবটিকয়েকটা
শুকনা মরিচ বাটা৪ চামচ
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
টমেটো২ টা
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
টেস্টি মসলা গুড়া১ টেবিল চামচ
টমেটো সস৪ চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20241231_181925.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে একটু বড় করে পাতাগুলো একটা একটা করে আলাদা করে নিলাম। এরপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

IMG_20241231_181240.jpg

ধাপ - ২ :

এরপর বড় বড় পাতাগুলো একটি পাতিলের মধ্যে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে পানি, লবণ এবং হলুদের গুড়া দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবেন। এগুলোকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। তবে এগুলো নেড়েচেড়ে ভাঙ্গা যাবে না। সিদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পানি সরিয়ে নিলাম।

IMG_20241231_181305.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি এখানে বাঁধাকপি, গাজর , লাউ , সিম, বরবটি এইসব সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর পরিষ্কার করে একটি পাতিলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই সবজি গুলোকে বেশ কিছুক্ষণ রেখে সিদ্ধ করে নিলাম।

IMG_20241231_181341.jpg

ধাপ - ৪ :

এরপরে সিদ্ধ করা সবজিগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এরপরে এরমধ্যে টমেটো পেঁয়াজ কুচি , কাঁচামরিচ কুচি , ধনিয়া পাতা সবকিছু দিয়ে মেখে নিলাম।

IMG_20241231_181358.jpg

ধাপ - ৫ :

এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সবজির মিশ্রণ টা দিয়ে দিলাম। এটাকে চুলায় বেশ কিছুক্ষণ রেখে এরপর ভালোভাবে ভেজে নিলাম। ভাঁজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।

IMG_20241231_181435.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ গুড়া টেস্টি মসলা এসব গুলো উপকরণ দিয়ে দিলাম।

IMG_20241231_181457.jpg

ধাপ - ৭ :

এরপর টমেটো কুচি , রসুন বাটা, টমেটো সস সবকিছু দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিবো।

IMG_20241231_181513.jpg

ধাপ - ৮ :

এরপর এরমধ্যে পানি এড করে নিবো। ঝোল টাকে আমি কিছুক্ষণ রান্না করবো।

IMG_20241231_181526.jpg

ধাপ - ৯ :

এরপর ভেজে নেওয়া সবজির মিশ্রণ টাকে আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপির পাতার ভেতরে দিয়ে ফোল্ড করে নিলাম।

IMG_20241231_181549.jpg

ধাপ - ১০ :

এভাবে আমি সবগুলো ফোল্ড করে সুতা দিয়ে বেঁধে নিলাম।

IMG_20241231_181603.jpg

ধাপ - ১১ :

এরপর আমি এগুলো একটা একটা করে ঝোল এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে রান্না করবো।

IMG_20241231_181624.jpg

ধাপ - ১২ :

এরপরে কিছুটা রান্না হয়ে আসলে এর উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে নিবো।

IMG_20241231_181639.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241230_145617.jpg

20241230_145826.jpg

20241230_145621.jpg

20241230_145728.jpg

20241230_145715.jpg

20241230_145911.jpg

20241230_145753.jpg

20241230_145547.jpg

20241230_145856.jpg

20241230_145737.jpg

20241230_145644.jpg

20241230_145849.jpg

20241230_145555.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 6 days ago 

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন চমৎকার একটি রেসিপি নিয়ে।রেসিপিটি ভীষণ লোভনীয় হয়েছে।আশাকরি খেতে ও সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য।

 3 days ago 

রেসিপিটা যেমন লোভনীয় হয়েছিল, তেমনি খেতেও খুব ভালো লেগেছিল। ধন্যবাদ।

 6 days ago 

Screenshot_2025-01-01-10-48-59-15_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-01-10-46-43-89_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-30-22-57-48-00_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 6 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার তৈরি করা এই রেসিপিটা আমি ফেসবুকে দেখেছিলাম। অনেক ইচ্ছা ছিল তৈরি করার কিন্তু আর হয়ে ওঠেনি। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। পরিবেশন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 6 days ago 

তাহলে কখনো ট্রাই করে দেখবেন। রেসিপিটা সত্যিই অনেক মজাদার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷

দারুণ রেসিপি শেয়ার করেছেন আপু৷ সবজিতে মোড়া সবজির পাতুড়ি৷ আমিই নামকরণ করে দিলাম আপনার রেসিপির৷ হা হা হা। রাগ করবেন না৷ সত্যিই চমৎকার রান্না হয়েছে। যতগুলো রেসিপি এখনও পর্যন্ত দেখলাম তার ওপরেই বলছি আপনার রান্না বেশ ভালোর দিকে রয়েছে৷

 6 days ago 

সত্যি এই নামটাও কিন্তু বেশি দারুন হয়েছে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। পুরোটাই তৈরি করেছেন সবজি দিয়ে এ ব্যাপারটা বেশি ভালো লাগলো একেবারে প্রতিযোগিতার জন্য উপযোগী রান্না। আপনার রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক বেশি ভালো হয়েছে। দারুন একটি রেসিপি শিখে নিলাম আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 6 days ago 

ঠিক বলেছেন সবজি খেতে অনেক বেশি দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

ভাইরে ভাই কি অসাধারন রেসিপিরে বাপ। আমার তো মাথা ঘুরে যাচেছ। এমন একটি রেসিপি নিয়ে যে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন তা দেখে বেশ মুগ্ধ হলাম। শুভ কামনা রইল আপনার জন্য। ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 6 days ago 

আপনার মন্তব্য পড়ে অনেক বেশি উৎসাহ পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আমাদের কমিউনিটিতে প্রতিযোগিতার মাধ্যমে শীতকালীন সবজি দিয়ে দারুন দারুন রেসিপি তৈরি করতে দেখেছি। আপনার রেসিপি তৈরি খুবই সুন্দর ছিল। শীতকালীন সবজি মানেই ইউনিক ধরনের রেসিপি। যেটা প্রতিনিয়ত দেখে চলেছি ভালো লাগলো আপনার রেসিপি তৈরি ।

 6 days ago 

ঠিক বলেছেন শীতকালীন সবজি মানেই দারুন রেসিপি। অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

প্রতিযোগিতা উপলক্ষে তুমি অনেক লোভনীয় এবং ইউনিক একটা রেসিপি তৈরি করেছ। এটা খেতে অসম্ভব দারুন লেগেছিল। রেসিপি প্রতিযোগিতার কারণে মজার মজার খাবার ও খাওয়া যায়। শীতের সময় গরম গরম ভাতের সাথে এরকম মজার মজার রেসিপি গুলো জমিয়ে খাওয়া যায়। এই রেসিপিটা কিন্তু কেউ চাইলে তৈরি করতে পারবে উপস্থাপনা দেখে।

 6 days ago 

সত্যি রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101747.77
ETH 3677.44
SBD 2.55