আর্ট :- পুরনো কাঠের ফ্রেমে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরনো কাঠের ফ্রেমে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।
ঘরে যদি পুরনো কোন জিনিস থাকে তাহলেই আমি ওই জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। ঘরে দেখলাম একটা পুরনো কাঠের ফ্রেম রয়েছে। এই কাঠের ফ্রেমের মধ্যে মূলত খেজুর ছিল। বাইরের দেশ থেকে নিয়ে এসেছিল। তবে এটা দেখতে খুবই সুন্দর। তাই জন্য আমার মনে হয়েছে এর ভিতরে পেইন্টিং করলে বেশি ভালো লাগবে। পেইন্টিং করতে বসলেই আমার শুধু সূর্যাস্তের দৃশ্য আঁকতে বেশি ভালো লাগে। তাই জন্য ভাবলাম সূর্যাস্তের দৃশ্য আঁকি। তবে প্রথমে আমি এই কাঠের ফ্রেম এর মধ্যে সাদা কালার দিয়ে রং করে শুকিয়ে নিয়েছি। এরপর উপরে পেইন্টিং করেছি। তবে এই পেইন্টিংটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• কাঠের ফ্রেম
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কাঠের ফ্রেম নিলাম। এরপর আমি এর মধ্যে সাদা রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে আমি একটু একটু করে নিচের অংশে লাল এবং মাঝখানের অংশে হলুদ কালার দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি এক পাশে একটা সূর্য এঁকে নিলাম। নিচের অংশ সূর্যের রশ্মি দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি অন্য পাশে দুইটা ঘর সাদা এবং লাল রঙ দিয়ে এঁকে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে ঘরের চারপাশে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি নিচের অংশে একটা পাড় এবং গাছের ডালপালা এঁকে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি একটা করে ঘরটাকে হাইলাইটস করে এঁকে নিলাম। এরপরে আমি উপরের অংশে সবুজ কালারের গাছপালা এঁকে নিলাম ।
ধাপ - ৮ :
এরপর আমি নিচের অংশে কতগুলো সাদা ফুল এঁকে নিলাম। এরপরে আমি গাছের পাতা এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পেইন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇 👇 :
পোস্ট বিবরণ
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
বেশ দারুণ আর্ট করেছেন আজ, পুরাতন ফ্রেমের উপর দক্ষতা এবং সৃজনশীলতার সেরা প্রকাশ ঘটিয়েছেন, দারুণ লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ
আপনার এত সুন্দর উৎসাহমূলক কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আমার কাজের আগ্রহ আরও বেড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
https://x.com/TASonya5/status/1873217125479035154?t=GReevXfEd0v2S2VKQMl0-w&s=19
আর্ট করতে পারলে এই এক সুবিধা পুরনো জিনিসকে নতুন করে সাজিয়ে ফেলা যায়। আপনি পুরনো ফ্রেমের উপর খুব চমৎকার করে আর্ট করেছেন। দৃশ্যটি খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। যার কারণে এত চমৎকার লাগছে দেখতে।
আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য।
আপনি সবসময়ই সুন্দর সুন্দর পিইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার শেয়ার করা পেইন্টিং গুলো আমার কাছে দারুন লাগে। যার একটি পেইন্টিং আমার পাওয়ার সৌভাগ্য হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর এই পোস্টের জন্য।
আমার পেইন্টিং আপনার কাছে দারুন লাগে শুনে খুশি হলাম।
পুরনো জিনিস গুলো কাজে লাগিয়ে খুবই সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আসলে আপনার আর্ট করা সূর্যাস্তের দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু। আপনার হাতে আর্ট করা দৃশ্য গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজকের আর্ট টি অসাধারণ হয়েছে।
সূর্যাস্তের এই দৃশ্যটি অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।
পুরনো কাঠের ফ্রেমে অসাধারণ একটি পেইন্টিং করেছেন । সূর্যাস্তের মুহূর্ত যেটা উপভোগ করতে আমরা খুবই পছন্দ করি। অনেক ভালো লাগলো আপনার এই ধরনের পেইন্টিং। যেটা প্রতিনিয়ত আমাদের সাথে শেয়ার করে থাকেন।
আমি তো অনেক পছন্দ করি এরকম মুহূর্ত উপভোগ করতে।
পুরনো কাঠের ফ্রেমে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং খুবই সুন্দর হয়েছে, দেখে মুগ্ধ হলাম। আপনার দক্ষতা সত্যিই অসাধারণ, আজকের এই পেইন্টিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে।
মুগ্ধ হওয়ার মত পেইন্টিং করতে পেরে খুব ভালো লাগলো।
সব সময় আপনি আমাদের সামনে ব্যতিক্রম কিছু নিয়ে হাজির হন। আজকেও তার ব্যতিক্রম নয় আপনার করা আর্ট টি চমৎকার হয়েছে। প্রথম দেখাতেই চোখ আটকে গেছে, খুব আকর্ষণীয় একটা পেইন্টিং করেছেন আপনি। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার কাছে এতটা ভালো লেগেছে আমার এই পেইন্টিং, এটা ভেবেই তো আরো উৎসাহিত হলাম।
বাড়িতে যে কোন জিনিস পুরোনো হয়ে গেলে অনেকেই ফেলে দেয়। কিন্তু আমি চেষ্টা করি ফেলে দেওয়া বা পুরনো জিনিস কি নতুনভাবে সাজিয়ে তুলতে যার ফলে একটা ক্রিয়েটিভিটি তো প্রকাশ পায় এবং জিনিসটার নতুন রূপ দেওয়া যায়। তেমনি খেজুরের জন্য তৈরি কাঠের ফ্রেম এর মধ্যে আপনি এত সুন্দর সূর্যাস্তের দৃশ্য অংকন করেছেন দেখে খুবই ভালো লাগছে।
আমি তো সবকিছুকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। ঠিক তেমনি এটাকেও বাদ দিলাম না।