স্বরচিত কবিতা : " স্বপ্ন আমার "

in আমার বাংলা ব্লগ19 hours ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20241113_192256_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমরা সবাই স্বপ্ন দেখতে খুবই পছন্দ করি। আমি মনে করি সবারই আলাদা আলাদা কিছু স্বপ্ন রয়েছে। আর তার মধ্যে নিজেদের স্বপ্নগুলো একদম নিজের কাছের মনে হয়। স্বপ্ন পূরণ না হলেও কিন্তু আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। কিন্তু যদি স্বপ্নই না থাকে তাহলে তো সেটা কষ্টে পরিণত হয়। আমরা যারা স্বপ্ন দেখতে ভালবাসি এমনকি স্বপ্ন পূরণ করতে ভালোবাসি, তাদের জন্য স্বপ্নটা অনেক বেশি প্রয়োজন। আর আমরা সবাই কিন্তু নিজের স্বপ্নকে আগলে রাখতে পছন্দ করি। তবে যদি স্বপ্নই না থাকে তাহলে তো দেখা কিংবা অনুভব করার প্রশ্নই উঠবে না। আর আজকের কবিতাটা স্বপ্ন নিয়ে লিখেছি। আমাদের মাঝে যদি স্বপ্ন দেখার মতো কিছু না থাকে তাহলে হয়তোবা আমরা অনেক কষ্ট অনুভব করবো। আর আস্তে আস্তে আমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে নিজেদেরকে হারিয়ে যাওয়া তাকে বাঁচাতে স্বপ্ন আমাদেরকে সাহায্য করবে। স্বপ্ন নিয়ে লেখা কবিতাটা আশা করি আপনাদের ভালো লাগবে।

" স্বপ্ন আমার "

স্বপ্ন আমার উড়াল দিল,
নীল আকাশের বুকে।
ফিরে আসার অপেক্ষাতে,
কষ্ট রাখি লুকিয়ে।

স্বপ্ন আমায় ধোকা দিল,
আসলো না আর ফিরে।
হৃদয়ের কষ্ট জমা রেখে,
অপেক্ষায় থাকি আমার নীড়ে।

পাখির মত উড়াল দিল,
হারিয়ে গেল নিমেষে।
স্বপ্নের মাঝে বেঁচে ছিলাম,
তলিয়ে গেলাম অবশেষে।

আমি যদি উড়তে পারতাম,
নীল আকাশের মাঝে।
খুঁজে নিতাম স্বপ্ন তোমায়,
রেখে দিতাম হৃদয়ের মাঝারে।

স্বপ্নের আশায় বেঁচে থাকি,
একটুখানি সাহস নিয়ে।
হারিয়ে গেলে মরে যাবো,
পৃথিবীতে বিদায় জানিয়ে।

স্বপ্ন তুমি ফিরে এসো,
আমার এই জীবনে।
হাসি হয়ে ঝরে পড়,
আমার মুখের এক কোণে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 hours ago 

এটা সত্যি বলেছেন আপু কবিতা লিখতে গেলে অনুভূতির প্রয়োজন হয়। আর সবার জীবনেই কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো সবাই পূরণ করতে চায়। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 18 hours ago 

স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে স্বপ্নের লক্ষ্যে জীবন গড়ে। স্বপ্ন ছাড়া আসলেই আপু মানুষের জীবন কষ্টময় হয়ে উঠতো। যাই হোক স্বপ্ন নিয়ে দুর্দান্ত একটি কবিতা রচনা করে ফেলেছেন। এরকম কবিতা গুলো পড়তে আসলেই ভালো লাগে। আপনার লেখা স্বপ্ন আমার নামক কবিতাটি ভীষণ ভালো লেগেছে আমার, ধন্যবাদ শেয়ার করার জন্য।

 16 hours ago 

দারুন সু্ন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। স্বপ্ন নিয়ে আপনার লেখা আজকের কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। মনে হয়েছে যেন আমি স্বপ্নে মাঝে হারিয়ে গিয়েছি। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 hours ago 

বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি স্বপ্ন নিয়ে কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।

 11 hours ago 

স্বপ্ন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষা আমার কাছে অসাধারণ লেগেছে। কবিতাটি পড়ে তাই ভালো লাগলো।

 4 hours ago 

স্বপ্ন হলো মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে মানুষ তার জীবনের সকল চাহিদা পূরণ করতে পারে। আজ আপনি স্বপ্ন নিয়ে যে কবিতাটি রচনা করেছেন তা এক কথায় অসাধারণ মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 89422.86
ETH 3144.72
USDT 1.00
SBD 2.76