DIY || আমার করা কাঁঠাল গাছের পাতার উপরে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং 🎨 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

1635506788272 (1).jpg

প্রাকৃতিক দৃশ্য


হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁঠাল গাছের পাতার উপরে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1635506821099.jpg

প্রাকৃতিক দৃশ্য


🎨 আঁকার উপকরণ 🎨

• কাঁঠাল গাছের পাতা
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

1635498980765.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটি কাঁঠাল গাছের পাতা নিলাম। এরপর নীল রং দিয়ে পাতার উপরের অংশ একটু রং করে নিলাম। এরপর মাঝখানের অংশটা খালি লিখে এর নিচে আরেকটু নীল রং করে নিলাম।

1635499001811.jpg


ধাপ ২ :

এরপর নীল রঙের উপরে একটু একটু সাদা রং নিয়ে দুটো রং একসাথে ভালো ভাবে মিক্স করে রং করে নিলাম। এখানে রংটা দেখতে আকাশের রং হবে।

1635499014480.jpg


ধাপ ৩ :

এরপর কালো রং দিয়ে নিচের ওপরে অংশে ঢেউ ঢেউ করে নিলাম। এরপরের উপরের অংশে সবুজ রং দিয়ে লম্বা করে রং করে নিলাম। সবুজ রং এর উপরে হলুদ রং দিয়ে মাঝখান বরাবর অংশটা রং করে নিলাম। এরপর হলুদ এবং সবুজ কালার টা একটু মিক্স করে নিলাম।

1635499048299.jpg


ধাপ ৪ :

এরপর হলুদ রং দিয়ে নিচের অংশটায় একটু একটু করে চিকন চিকন ঘাস এঁকে নিলাম। এখানে আমি নিচের অংশটা গায়ে হলুদ রং দিয়ে ঘাস এঁকে নিলাম।

1635499058779.jpg

ধাপ ৫ :

এরপর হলুদ রঙের উপরে সবুজ রং দিয়ে ঘাস এঁকে নিলাম। এরপর কালো এবং সবুজ রং মিক্স করে নিলাম এরপর সবুজ ঘাসের উপরে আবার কিছু ঘাস এঁকে নিলাম।

1635499069411.jpg


ধাপ ৬ :

এরপর সাদা রং দিয়ে মাঝখানের অংশকে একটা ঘরের মাঝখানের অংশটা এঁকে নিলাম। এর সাথে আরও একটা ছোট ঘর এঁকে নিলাম।

1635499081428.jpg


ধাপ ৭ :

এরপর লাল রং দিয়ে বড় ঘরের চাল এঁকে নিলাম এবং ঘরের একপাশ খয়রি রং করে নিলাম। ছোট ঘরের চাল হলুদ রং করে নিলাম। এভাবে ঘর রং করে নিলাম।

1635499088943.jpg


ধাপ ৮ :

এরপর কালো রং দিয়ে ঘরের চারপাশে বিট এঁকে নিলাম। এরপর আকাশের উপরের অংশে লাল রং দিয়ে একটা সূর্যকে এঁকে নিলাম। সূর্যের চারপাশে সাদা কালো রং দিয়ে কিরণ ছড়িয়ে দিলাম।

1635499098781.jpg

1635499120117.jpg


ধাপ ৯ :

এরপর আকাশের নিচের অংশে হলুদ রং দিয়ে লম্বায় ঢেউ ঢেউ করে এঁকে নিলাম। না না আমি লম্বায় পুরো অংশটাই হলুদ রঙ দিয়ে এঁকে নিলাম।

1635499107741.jpg


ধাপ ১০ :

এরপর সবুজ রং দিয়ে হলুদ এবং সবুজ রং মিশিয়ে দুটো কালামকে মিক্স করে নিলাম। এরপর ঘরের নিচের অংশটা কালো রং দিয়ে একটা পাড় এঁকে নিলাম। এরপর আকাশের কালো রং দিয়ে কয়েকটা পাখি কিনিলাম।

1635499142843.jpg


ধাপ ১১ :

এরপর কলম্বিয়া ঘাসের উপরে একটা পিক এঁকে নিলাম। এরপর সমুদ্রের পাড়ে একপাশ থেকে কালো রং দিয়ে একটা নারিকেল গাছের নিচের অংশ এঁকে নিলাম।

1635499155289.jpg


ধাপ ১২ :

এরপর সবুজ রং দিয়ে নারকেল গাছের পাতাগুলো কে সুন্দর ভাবে এঁকে নিলাম। এরপর কালো এবং সাদা রং দিয়ে নারকেল গাছের পাতাগুলো কে একটু হাইলাইট করে দিলাম।

1635499164902.jpg


শেষ ধাপ :

এভাবে আমি কাঁঠাল গাছের পাতায় একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকা শেষ করলাম। রং করার পর আমি দৃশ্যটাকে একটু শুকিয়ে নিলাম। এরপর প্রাকৃতিক দৃশ্যটার কিছু ফটোগ্রাফি করলাম। আশা করি আমার করা কাঁঠাল গাছের পাতার উপরে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1635506838179.jpg

1635506810304.jpg

1635506852413.jpg

1635506788272 (1).jpg

1635506821099.jpg


কাঁঠাল পাতার উপরে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং সহ আমার একটি ছবি

1635506998385.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপনি কাঁঠাল পাতার মধ্যে খুব সুন্দর ভাবে একটি দৃশ্য এঁকেছেন। আপনি এটি খুব দক্ষতার সাথে করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ

 3 years ago 

কাঁঠাল গাছের পাতার ওপর যে এত সুন্দরভাবে অঙ্কন করেছেন। আমি শুধু তাকিয়ে ছিলাম। দিনের পর দিন আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হই। আপনার দক্ষতার কোন তুলনা হয় না। যতই বলব সব কম হয়ে যাবে আপনি প্রশংসার অধিকারী। ভালো কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

আপনাদের এত ভালো লাগে বলে আমার কাজ করতেও ভালো লাগে। সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাঠাল গাছের পাতার ওপর প্রাকৃতিক দৃশ্যটি অসাধারণ একেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে আপনার অংকনটি।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সত্যি অসাধারণ, কাঁঠাল পাতার উপর গ্ৰাম বাংলার সবুজ পরিবেশের দৃশ্য এক অন্যরকম অনুভুতি প্রকাশ পাচ্ছে। আপনার দক্ষতার প্রসংসা করতেই হবে আপু। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

জল রং দিয়ে আপনি সুন্দর একটি প্রকৃতির দৃশ্যের ছবি অংকন করেছেন। আর দেখে খুবই ভালো লাগলো আর যাই হোক এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

দারুন একটি কাজ শেয়ার করলেন। প্রশংসনীয় কাজ করেছেন। চালিয়ে যান এভাবে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

ওয়াও চমৎকার একটি কনটেন্ট খুঁজে বের করেছেন। পাতার উপর যে এভাবে এত সুন্দর করে অঙ্কন করা যায় তা আমার জানা ছিল না। ছবিটা দেখতে কি বাস্তবধর্মী লাগছে যেমন কাগজের উপরে আঁকা হয়েছে। ছবিগুলো খুব পরিষ্কার করে তুলেছেন এবং ধাপগুলো বর্ণনা ও খুব ভাল ছিল। আশা রাখছি আপনি এভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল , ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।

 3 years ago 

আপু দিন দিন আমি আপনার আর্টের এর ফ্যান হয়ে যাচ্ছি। আপনি এত সুন্দর সুন্দর আর্ট করেন এবং প্রতিটি আর্টটেই নতুনত্ব থাকে। আজকের আপনার কাঁঠাল পাতা আর্টটি খুবি চমৎকার হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনাদের আমার কাজ ভালো লাগে বলে নতুন নতুন কাজ করার জন্য আরো বেশি উৎসাহিত হই। সামনে আরো নতুন কিছু দেখতে পাবেন।

 3 years ago 

অও, আপু দারুণ হয়েছে আপনার কাঁঠাল পাতায় অঙ্কিত চিত্রটি।এটি কিছুটা ইউনিক।দেখে খুবই ভালো লাগলো।এটি অনেক দক্ষতার কাজ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

কি অপূর্ব লাগছে কাজটা ! 👌👌👌 আপনার দক্ষতা নিয়ে কারো মনে কখনো প্রশ্ন আসবে না। শুধু এভাবে আমাদের সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাবেন । এমন কাজ করা সবার পক্ষে সম্ভব না। আবার অনেকে চেষ্টা করেও কিন্তু পারে না।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ। আমার কাজ কে বোঝার জন্য। এভাবে উৎসাহ দিলে সব সময় আরো সুন্দর কাজ দেখতে পাবেন।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103484.66
ETH 3290.07
SBD 5.89