আর্ট :- অগ্রিম নতুন বছর উপলক্ষে পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ15 hours ago

IMG-20241109-WA0116.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি অগ্রিম নতুন বছর উপলক্ষে পেইন্টিং করলাম।

যদিও এখনো দেরি আছে, কিন্তু অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম আপনাদের সবাইকে। নতুন বছর আসলে আমার অনেক আনন্দ লাগে। তবে এই পুরনো বছর তার জন্য অনেক বেশি খারাপ লাগে। মনে হয় যেন পুরনো বছরে অনেক বেশি স্মৃতি থাকে। কিন্তু নতুন বছর যেন আমাদের দোরগোড়ায় চলে এসেছে। তাই জন্য ভাবলাম নতুন বছরকে কেন্দ্র করে একটি পেইন্টিং করি। তবে এই পেইন্টিংটা নতুন একটা থিমস এ করলাম। এই আইডিয়াটা আমি অন্য একটা থিমসে দেখেছিলাম। আমি ভাবলাম যদি এটা নতুন বছরকে কেন্দ্র করে করি তাহলে বেশি ভালো লাগবে। তো অন্য একটা আইডিয়াকে নতুন একটা আইডিয়াতে রূপান্তর করলাম। কেন জানিনা এই পেইন্টিংটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241109-WA0116.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি প্রথমে পেন্সিল দিয়ে ২০২৫ লিখে নিলাম। এরপর এটাকে মার্কার কলাম দিয়ে এঁকে নিলাম।

IMG-20241120-WA0089.jpg

ধাপ - ২ :

এরপর আমি উপরের অংশে লাল এবং হলুদ কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20241120-WA0096.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি মাঝখানের অংশে একটা সূর্য এঁকে দিলাম। লাল রং দিয়ে কিছুটা মেঘ এঁকে দিলাম।

IMG-20241120-WA0090.jpg

ধাপ - ৪ :

এরপর আমি নিচের অংশে কালো আর সবুজ কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20241120-WA0095.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি নিচের অংশে সবুজ কালার দিয়ে চিকন চিকন করে কিছু ঘাস এঁকে দিলাম।

IMG-20241120-WA0094.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ঘাসের উপরে ছোট ছোট কিছু ফুল এঁকে নিলাম।

IMG-20241120-WA0091.jpg

ধাপ - ৭ :

ফুলের মাঝখানের অংশটায় হলুদ কালার দিয়ে ভরাট করে নিলাম।

IMG-20241120-WA0093.jpg

ধাপ - ৮ :

এরপর কালো রং দিয়ে চারপাশের সবটা অংশ কালো রঙে রং করে নিলাম।

IMG-20241120-WA0092.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241109-WA0115.jpg

IMG-20241109-WA0116.jpg

পেন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇👇 :

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

আপনাকেও অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা আপু। আপনি আজকে আমাদের মাঝে নতুন বছরের একটি পেইন্টিং নিয়ে মনে করিয়ে দিয়েছেন নতুন বছর আসন্ন আর সেটি আমাদের মাঝে শেয়ারও করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু, আপনার পেইন্টিং সবসময়ই সুন্দর বার্তা দেয় আমাদের।আপনি নতুন বছরের কার্ডের নিচে ফুল অঙ্কন করে কার্ডটিকে আরও সুন্দর করে তুলেছেন। এটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 hours ago 

নতুন বছর উপলক্ষে অগ্রিম আপনি একটি 2025 সালের পেইন্টিং তৈরি করেছেন। আপনার তৈরি করা পেন্টিং অসম্ভব সুন্দর লাগছে দেখতে। রঙের ক্ষেত্রে কোন জায়গায় কোন কমতি করেননি বেশ চমৎকার হয়েছে ধন্যবাদ আপু।

 10 hours ago 

নতুন বছরকে কেন্দ্র করে আপনি অনেক সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি তো দেখতে অনেক এডভান্স এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করলেন। চিত্রের নিচের অংশে ফুল দেবার কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগছে।

 9 hours ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে অগ্রিম নতুন বছর উপলক্ষে পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। সত্যি প্রতিনিয়ত আপনার হাতের কাজ দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 15 hours ago 

Screenshot_2024-11-21-08-56-48-78_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-21-08-56-01-58_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-21-08-49-12-66_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 8 hours ago 

নতুন বছর আসতে এখনো অনেক দিন দেরি আছে। আজ আপনি নতুন বছর উপলক্ষে অগ্রিম একটি পেইন্টিং করেছেন। নতুন বছর উপলক্ষে করা পেইন্টিংটি ভীষণ সুন্দর লাগছে। পেইন্টিং টি একেবারে অসাধারণ লাগছে। দেখেই মুগ্ধ হয়ে গেলাম। পেন্টিং করার প্রত্যেকটি ধাপ বিস্তারিত ভাবে বর্ণনা করার জন্য ধন্যবাদ।

 8 hours ago 

কী অসাধারণ আঁকলেন আপু। মনে হচ্ছে না যে হাতে আঁকা বলে। কিন্তু যখন ধাপ গুলো দেখলাম তখন বুঝলাম এটি হাতে আঁকা। প্রশংসা করলেও কম বলা হয়। এত অভিনব ভাবনায় আঁকা খুব কম দেখেছি। আগাম শুভ নববর্ষের শুভেচ্ছাও জানাই আপনাকে।।

 4 hours ago 

আপনার আঁকার হাতে জাদু আছে আপু। প্রতিনিয়ত এতো চমৎকার সব অংকন উপহার দেন। মুগ্ধ হয়ে যাই। আগামী বছরের জন্য এখন থেকেই যে ক্যানভাস তুলি হাতে নিয়ে নিয়েছেন এটা বেশ আনন্দের৷ আজকের ফিচার হিসেবে আপনার আঁকা দেখে খুবই ভালো লাগছে। অনেক অভিনন্দন আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97180.31
ETH 3331.80
USDT 1.00
SBD 3.02