আর্ট :- বড় ক্যানভাসে গ্রামের দৃশ্য পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি বড় ক্যানভাসে গ্রামের দৃশ্য পেইন্টিং করলাম।
আবারো বড় একটা ক্যানভাসে পেইন্টিং করতে বসে পড়লাম। সত্যি বলতে বড় ক্যানভাসগুলোতে পেইন্টিং করতে আমার অনেক ভয় লাগে। কারণ অনেক বেশি সময় লেগে যায়। আসলে সত্যি বলতে এই পেইন্টিং গুলো একদিনে কমপ্লিট করা সম্ভব হয় না। এই পেইন্টিংটা আমি প্রায় তিন দিন ধরে করেছি। এখানে আমি মূলত একটা গ্রামের দৃশ্য পেইন্টিং করবো। তবে গ্রামের পাশে এখানে আমি একটা ঝরনার দৃশ্য রেখেছি। তার সাথে গাছপালা এবং বিভিন্ন ধরনের সবুজ ঘাস এবং ফুল সবকিছু দিয়ে পুরো পেইন্টিংটা সাজিয়েছি। তবে এত পরিশ্রমে পরে দেখলাম যে পেইন্টিংটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সামনাসামনি দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। এজন্য এত পরিশ্রম আর পরিশ্রম মনে হয়নি। আসলে অনেক সময় আমি নিজেই ভাবতে পারি না যে এই কাজগুলো আমি নিজে করেছি। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ক্যানভাস ( ২০*১৬)
• অ্যাক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ক্যানভাস নিলাম। এরপর আমি প্রথমে আকাশে কালার দিয়ে ওপরে অংশটা রং করে নিলাম। একটু নিচের দিকে সাদা রং মিশিয়ে রং করলাম।
ধাপ - ২ :
এরপর আমি নিচের দিকে নীল এবং সাদা রং দিয়ে পানির মত করে এই অংশটাকে এঁকে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে উপরের অংশে একপাশে কয়েকটা গাছপালা দিয়ে ডিজাইন করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে আমি ঘরের উপরের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে আমি নিচের অংশে দুইটা পাড় এঁকে নিলাম। মাঝখানের অংশে একটা নদী এঁকে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি দুই পাশের অংশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে পুরোটার মধ্যে রং করে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে আমি একটু একটু করে দুইপাশের অংশে কফি কালার দিয়ে একটু হাইলাইটস করে এঁকে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে আমি দুই পাশের অংশে সবুজ কালার দিয়ে একটু হাইলাইটস করে এঁকে নিলাম।
ধাপ - ৯ :
এরপরে নিচের অংশে আমি কয়েকটা কালার দিয়ে ঘরটাকে খুব সুন্দরভাবে হাইলাইটস করে এঁকে নিলাম।
ধাপ - ১০ :
এরপর আমি সামনে দিয়ে একটা বড় গাছ খুব সুন্দরভাবে এঁকে নিলাম।
ধাপ - ১১ :
এরপরে আমি কয়টা কালার দিয়ে দুই পাশের অংশে ফুল গুলোকে একটু হাইলাইটস করে এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পেইন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇👇 :
পোস্ট বিবরণ
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
অ্যাক্রেলিক কালার দিয়ে দারুণ পেইন্ট করেছেন আপু। আপনার পেইন্ট সবসময় দারুণ হয়। ক্যানভাসে গ্রামের দৃশ্যটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখতেও ভালো লাগছে।
ক্যানভাসে গ্রামের এই সুন্দর দৃশ্যটা ফুটিয়ে তুলতে পেরে সত্যি ভালো লেগেছে।
https://x.com/TASonya5/status/1882275293391683815?t=lrxTwcL8zX6Yd5Lfx3wbCg&s=19
অ্যাক্রেলিক রং দিয়ে দারুন পেইন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিং দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার সবগুলো আর্ট আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপু আপনি তো বড় ধরনের আর্টিস্ট হয়ে গেছেন। আজকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার করা পেইন্টিং দেখে আপনি এতটা মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
বড় ক্যানভাসে গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আমি। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে পেইন্টিং করেছেন আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। আসলে সত্যি বলতে আপনার প্রতিটি পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি স্টেপ বাই স্টেপ এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেন দেখে তো আমি রীতিমতো মুগ্ধ হয়ে যায়।
আমি তো সবসময় এরকম সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য চেষ্টা করি।
বাহ একদম মন ছুঁয়ে যাওয়ার মত একটি পেইন্টিং। নিখুঁত শিল্পকর্মের পরিচয় দিয়েছেন আপু আপনার পেইন্টিং এর মধ্য দিয়ে। গ্রামের দৃশ্য খুবই সুন্দর এবং চমৎকারভাবে পেইন্টিং করেছেন। সেই সাথে প্রসেসগুলিও খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আপনার পেইন্টিং টি আমাকে মুগ্ধ করে ফেলেছে। ধন্যবাদ এত চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর একটা পেইন্টিং করে সুন্দরভাবে সবার মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে।
এত সুন্দর গ্রামের দৃশ্য অংকন করতে দেখে খুব ভালো লাগতো। খুব সুন্দরভাবে ছবি একেছেন আপনি। ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওটা দেখে অনেক খুশি হলাম।
আমার করা পেইন্টিং দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অ্যাক্রলিক রং দিয়ে চমৎকার পেইন্টিং শেয়ার করেছেন আপু। আপনি বরাবর দারুন দারুন পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করেন। আপনার পেইন্টিং গুলো আমার কাছে অসাধারণ লাগে আপু। আজকের দৃশ্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কত নিখুঁতভাবে দৃশ্য অঙ্কন করা সম্পন্ন করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপু। সুন্দর একটি পেইন্টিং দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে।
আমার এই পেইন্টিংটা অসাধারণ হয়েছে শুনে খুব খুশি হয়েছি।
ক্যানভাসে গ্রামের দৃশ্য পেইন্টিং করেছেন এক কথায় অসাধারণ সুন্দর লাগছে বিশেষ করে ঝর্নার দৃশ্য এবং ছোট্ট ঘরটি যেন সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। বরাবরের মত আপনার পেইন্টিং এর দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এরকম পেইন্টিং সব সময় করার জন্য চেষ্টা করবো।
Upvoted! Thank you for supporting witness @jswit.