নাটক রিভিউ :- " ফকির গ্রাম " ( পর্ব ৬২ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফকির গ্রাম " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ৬২ তম পর্ব শেয়ার করবো। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফকির গ্রাম। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
প্রযোজনা সহকারী | জাহাঙ্গীর আলম, বাবু আহম্মেদ, আলমগীর, ইনামুল, মারুফ, জনি। |
স্ক্রিপ্ট | সুলাইমান |
অভিনয়ে | আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি, আজমাইল মেহেরব এলহাম, মোসাদ্দেক সাহেব, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, স্পর্শিয়া মিম, সাগরিকা ইসলাম মিনহা, আফরিভা খান মুমু, আকাশ ইসলাম, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, অদিতি জামান স্নেহা, জাহাঙ্গীর কবির , মিমো এবং জাকির সিন্টু। |
প্রধান সহকারী পরিচালক | কামরুজ্জামান রানা, আকরাম দেওয়ান, এস এল ডি সাগর, শাফায়েত, হানিফ খান |
সম্পাদনা | অনিক ইসলাম |
সহকারী সম্পাদনা | জুনায়েদ মোঃ বাঁধন |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা মানিক এর মা বাবাকে দেখতে পাই তার জন্য অপেক্ষা করছে। আর সে বাহির থেকে একটু ঘুরে এসেছে। আর সে বাসায় আসার পর তার বাবা মাকে বলে, তার এখানে একেবারেই ভালো লাগছে না। আর তার এসব জামা কাপড় পড়ে থাকতে একেবারেই ভালো লাগেনা। অন্যদিকে আবার সে এটাও বলে তার নাকি শুধু ভিক্ষা করতে মন চায়। এক পর্যায়ে তার বাবা-মা তাকে বলে তার যেভাবে ইচ্ছা সেভাবেই খাওয়া দাওয়া এবং থাকার জন্য। আর তাকে তার বাবা জিজ্ঞেস করে তার কি করলে বেশি ভালো লাগবে।
তখন সে তার বাবাকে জানায় ফকির গ্রামে গেলে তার অনেক বেশি ভালো লাগবে। তারপর পিএসকে বলে দেয় যেন তাকে নিয়ে ফকির গ্রাম থেকে ঘুরে আসে।আর এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তারপরে আমরা টিক্কা এবং কমলাকে দেখতে পাই ভিক্ষা করছে। আর যখন তারা কথা বলছিল তখন রবির সাথে তাদের দেখা হয়। তারপর তারা তাকে বলে তাদের সাথে কাজ করার জন্য। তাহলে নাকি তাকে পুলিশ ধরতে পারবেনা। এক পর্যায়ে তারা রবিকে রাজি করায়, আর সে ও রাজি হয়ে যায়। তারপর আমরা চম্মনকে দেখতে পাই তার শ্বশুরবাড়ির সামনে বসে রয়েছে আর ঘরে তালা দেওয়া। আর তখনই ওখানে তার বাবা আসে আর সে তার বাবাকে সবকিছু খুলে বলে।
সবকিছু শোনার পর তো তার বাবা অনেক কষ্ট পায় কারণ তার বাড়ি বন্ধক রেখে তার জামাইকে টাকা দিয়েছে। এরপর আমরা সায়েম ফকির আর তার বউকে দেখতে পাই ভিক্ষা করছে। আর তখন তাদের কাছে সুন্দরী খালা আসে, আর নিজের ছেলের ফিরে আসার কথা বলে। এরপর আমরা রতন ফকির আর ডাক্তার আপাকে দেখতে পাই কোথাও যাচ্ছিল। আর তখন ফুলি এসে রতনের বিপদের কথা তাকে খুলে বলে। তারপর সে এই খবর সবাইকে দেওয়ার কথা চিন্তা করে। রাতের বেলায় আমরা সায়েম আর তার বউকে দেখেই ঘরের বাইরে বসে বসে কথা বলছিল। আর তখনই সেখানে তার শশুর এবং চম্মন আসে। তারপর তারা তাদেরকে সবকিছু খুলে বলে এবং তাদের ঘরে আশ্রয় দেওয়ার জন্য বলে।
এরপর সায়েম তাদেরকে নিজের ঘরে জায়গা দেয়। এরপর আমরা মেম্বারের বউকে দেখতে পাই ঘরের বাইরে এসে চিৎকার করে করে প্রিন্সকে ডাকছে। আর তাকে ফিরে আসার জন্য বলছে। তখনই ঘর থেকে ঝুমা এসে তাকে খাওয়া-দাওয়া করার জন্য বলে, কিন্তু সে রাজি হয় না। কিছুক্ষণ পর ওখানে মেম্বার আসে, আর তাকে বিভিন্ন কথা শোনায়। এরপর ঝুমা তাকে জোর করে ঘরে নিয়ে যায়। তারপরে আমরা কমলা, টিক্কা এবং রবিকে দেখতে পাই ভিক্ষা করছে। আর রবি অন্ধ সেজেছে। অন্যদিকে আবার চান্দু আর মর্জিনা ও ভিক্ষা করছিল। আর তাদের একে অপরের সাথে দেখা হয়। আর রবি চান্দুকে দেখে লাঠি নিয়ে দৌড়াতে থাকে।
তারপর আমরা মানিককে দেখতে পাই, গ্রামে এসেছে। আর গাড়ি থেকে নেওয়ার কিছুক্ষণ পরেই সে চম্মন আর তার বাবাকে দেখে ভিক্ষা করছে। যদিও তারা তাকে চিনতে পারেনি। কিন্তু সে তাদেরকে ভালোভাবেই চিনতে পারে। আর চম্মনের বাবা মানিকের কাছে ক্ষমা চায়। অন্যদিকে মানিক রতনের বাড়িতে আসে। আর রতন তাকে দেখে অনেক খুশি হয়। তারা অনেকক্ষণ পর্যন্ত অনেক কথা বলতে থাকে। এরপর কমলা এবং টিক্কা ফকিরকে দেখতে পাই সবার সাথে মিলে তারা মিটিং করছে। আর তখনই ওখানে পুলিশের বাশির আওয়াজ শুনে তারা সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ মানে আসমানী তাদেরকে ধরে ফেলে। তখনই এই পর্ব টা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
প্রতিটা পর্বের মতো আমার কাছে এই পর্বটা অনেক বেশি ভালো লেগেছিল দেখতে। এই পর্বে আমরা দেখতে পাই, চম্মন এবং তার বাবাও একেবারে ফকির হয়ে গিয়েছে। এমনকি তারাও ভিক্ষা করা শুরু করে দিয়েছে। অন্যদিকে আবার মানিক তার গ্রামে এসেছে। তাকে পেয়ে তো তার বন্ধু অনেক খুশি। এদিকে আবার রবি ও টিক্কা ফকির এবং কমলা ফকিরের সাথে যোগ দিয়েছে। আর এই পর্বে আমরা দেখতে পেয়েছি মাদক ব্যবসায়ীদেরকে পুলিশ ধরে ফেলেছে। আর পুলিশদের মধ্যে ওখানে আসমানীও ছিল। আসমানী মনে হয় পুলিশের লোক। আর এই জন্যই সে এতদিন পর্যন্ত ফকির সেজে সবকিছু জেনে নিয়েছে। এখন দেখা যাক পরবর্তী পর্বে কি হতে চলেছে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউটা আপনাদের সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1891484128496783807?t=-NvApgH4Tcl8NdJ2U1zFLg&s=19
দারুন একটি নাটকের পর্ব শেয়ার করছেন। এক এক করে ৬২ পর্বে পৌঁছে গেছেন দেখে খুব ভালো লাগলো। আর এভাবে আশা করছি পুরো নাটকের সমাপ্তি ঘটাবেন। তবে নাটকটি আসলেই বেশ চমৎকার। ধন্যবাদ সবার উদ্দেশ্যে এই নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন এই নাটকটা সত্যি অনেক বেশি চমৎকার। এভাবে সবগুলো পর্ব শেয়ার করার চেষ্টা করবো সুন্দর করে।
" ফকির গ্রাম " নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে তুমি আজকে নাটকটার ৬২ তম পর্বের রিভিউ সবার মাঝে উপস্থাপন করেছ। এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
নাটকের কাহিনীটা আসলেই খুব সুন্দর। সবগুলো পর্বের রিভিউ সুন্দর করে শেয়ার করার চেষ্টা করবো।