লাইফ স্টাইল :- হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে কাচ্চি ডাইনে কাটানো মুহূর্ত।(পর্ব ২)

in আমার বাংলা ব্লগ8 days ago

IMG-20241026-WA0050.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে আমার হাজবেন্ডের জন্মদিনের খাওয়া-দাওয়ার মুহূর্তটা শেয়ার করতে। আসলে সেদিন অনেক বেশি ফটোগ্রাফি করা হয়েছে। ফটোগ্রাফি শেষ হলে সবাইকে টেবিলে বসানো হল। এরপর আমরা দুইজন ওয়েটারকে অর্ডার করেছিলাম। আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম সবাইকে কি খাওয়ানো হবে। এখানকার জনপ্রিয় খাসির কাচ্চি সেটাই অর্ডার করলাম সবার জন্য। আমরা ভেবেছিলাম হয়তোবা প্যাকেজিং হিসেবে অর্ডার করবো তাহলে হয়তো বা কিছুটা সাশ্রয় হবে।

IMG-20241026-WA0045.jpg

IMG-20241026-WA0046.jpg

কিন্তু দেখি প্যাকেজিং এ মাত্র পাঁচ দশ টাকার তফাৎ। তাই জন্য আর প্যাকেজিং অর্ডার না করে সবার জন্য একটা করে কাচ্ছি অর্ডার করে ফেললাম। যেহেতু আমরা এখানে আগে এসে খেয়েছিলাম তাই জন্য আমাদের একটু বেশি ভালো লেগেছে। কারণ খাবারের মান আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা সবাই টেবিলে বসে অপেক্ষা করছিলাম খাবারের জন্য। কারণ অর্ডার করার পর খাবার রেডি করে আনতে একটু সময় লাগে। তো আমরা সবাই কথা বলতে বলতেই ওয়েটার খাবার আনতে শুরু করল।

IMG-20241026-WA0036.jpg

IMG-20241026-WA0051.jpg

আমরা এখানে মোট ২০ জনের মত এসেছিলাম। তো সবাইকে পাঁচটা টেবিলে বসানো হয়েছিল। এরপর ওয়েটাররা প্রত্যেকটা টেবিলে আস্তে আস্তে খাবার পরিবেশন করল। কাচ্চি দেখে খিদে আরো বেশি পেয়ে গেল। আমার নিজেরও আসলে খাসির কাচ্চি অনেক পছন্দের। তো খাবার আসার সাথে সাথেই খাবার খাওয়া সবাই শুরু করলো। আসলে এই কাচ্ছিটা খেতে একটু মিষ্টি লাগে। এমনিতে এরস্বাদ অনেক ভালো লাগে। তবে আমি একটু মিষ্টি কম পছন্দ করি তাই জন্য লেবু দিয়ে খেতে পছন্দ করি। একটু টক ভাব থাকলে খেতে ভালো লাগে।

IMG-20241026-WA0053.jpg

IMG-20241026-WA0052.jpg

তো সবাই একসাথে খাবার খেতে শুরু করলো। ভেবেছিলাম হয়তোবা পুরোটা খেতে পারবোনা। তবে ভালো লেগেছে তাই জন্য পুরোটা খেয়ে নিলাম। আসলে রেস্টুরেন্টে খেতে আসলে খাবারের মান ভালো না লাগলে আর কোন কিছুই ভালো লাগেনা। তবে খাবারের মান ভালো থাকলে বেশি খাবার খাওয়া যায়। তাছাড়া এমনিতে এখানকার কাচ্চির পরিমাণও বেশ ভালই দিয়ে থাকে। একেবারে পেট পুরে খাওয়ার মত। তো আমি আমার পুরো খাবারটা শেষ করে ফেললাম। দেখলাম আস্তে আস্তে সবাই সবার খাওয়া শেষ করে নিল।

IMG-20241026-WA0054.jpg

IMG-20241026-WA0055.jpg

খাওয়ার শেষ করে এরপর চলে গেলাম হাত ধুতে। এরপর হাত ধুয়ে এসে আবারো বসলাম টেবিলে। খাওয়া শেষ করে আমরা সবাই একটু হালকা রেস্ট নিচ্ছিলাম। আর সবাই বসে কিছুক্ষণ কথা বলছিলাম। খাওয়ার পরে আমার তো একটু বসতেই হয় না হলে অনেক বেশি ক্লান্ত লাগে। তবে ওই যে রেস্টুরেন্টের উপরের দিকে খুব বেশি মানুষ না থাকাতে আমাদের একটু সুবিধা হয়েছিল। পুরো জায়গাটা আমরাই দখল করে রেখেছি। তবে হ্যাঁ এখানে কিন্তু আরো একটা পর্ব রয়েছে। এটা আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করবো। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 7 days ago 

ভাইয়ার জন্মদিন উপলক্ষে কাটানো মুহূর্ত ইতিমধ্যে দেখে ফেলেছি আপু। তবে কাচ্চি খাওয়াটা কিন্তু অনেক মিস করেছি।পরিবার মিলে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন আপু বেশ ভালো লাগলো সবাইকে একসাথে দেখে। ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 days ago 

খাওয়া-দাওয়ার মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল। সবাই আমার আগেই পোস্ট করেছিল এই বিষয়ে তাই দেখে নিয়েছেন।

 8 days ago 

Screenshot_2024-11-17-22-16-39-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-17-22-14-42-27_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 6 days ago 

অনেক ধন্যবাদ স্ক্রিনশট শেয়ার করার জন্য।

 6 days ago 

জি ভাইয়া। এটা তো আমাদের কাজ। প্রতিদিনের কাজের অংশ হিসেবে ভেবে নিলে আর কোন অসুবিধা হবে না। শুধু একটু মনে রেখে করতে হবে। আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

 8 days ago 

এ বছর আপনার হাজবেন্ডের জন্মদিন বেশ ধুমধাম ভাবে পালন করা হয়েছে। কাচ্চি ডাইনের মধ্যে এত সুন্দর একটি জন্মদিনের আয়োজন দেখে বেশ ভালই লাগছে। আমরা ইতিমধ্যে আমাদের ভাইয়ের মাধ্যমে বেশকি আয়োজন দেখতে পেরেছি। আশা করছি পরবর্তী বছর এর থেকে আরও বেশি সুন্দর আয়োজন করা হবে।

 7 days ago 

আসলে ততটা ধুমধাম ভাবে পালন করিনি। শুধু সবাইকে ও ট্রিট দিয়েছিল কাচ্চি ডাইনে। আর আমরা তখন অনেক আনন্দ করেছিলাম।

 7 days ago 

যেভাবে সকলে মিলে কাচ্চি খেয়েছেন এবং আমাদেরকে ছবি তুলে দেখাচ্ছেন তাতে তো আমাদেরও খিদে বেড়ে গেল আপু। প্রথমেই ভাইকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপনারা সকলে মিলে একটি দারুন সময় কাটিয়েছেন। আগামীতেও এমন জন্মদিন বারবার ফিরে আসুক এবং আপনারা সকলে মিলে এই রেস্টুরেন্টে বসে আনন্দ করুন।

 5 days ago 

দোয়া করবেন যেন আমরা এভাবেই আনন্দে থাকতে পারি।

 8 days ago 

সেদিন আপনার পোষ্টের মাধ্যমে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলোর প্রথম পর্ব টা আমি দেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব দেখে বেশ ভালো লাগলো। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আপনারা। ঠিক বলেছেন লেবু দিয়ে একটু টক হলে খেতে ভালোই লাগে। কাচ্চি দেখে তো লোভনীয় লাগছে। খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আপনি প্রথম পর্ব টাও দেখেছেন শুনে ভালো লাগলো। আজকে কাচ্চি খাওয়ার মুহূর্তটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আসলে অনেক লোভনীয় ছিল।

 7 days ago 

সেদিনকার মুহূর্তগুলো সবাই মিলে বেশ ভালোই উপভোগ করেছিলাম। যদিও আমরা খাওয়া-দাওয়া করার পর চলে এসেছিলাম। কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আর এদিকে নিভৃত কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাইহোক মুহূর্তগুলো বেশ উপভোগ্য ছিল। তবে কাচ্চি দেখার পর আবারও লোভ লেগে গেল।

 5 days ago 

আমার নিজেরও অনেক লোভ লেগে গিয়েছে দেখার পর।

 7 days ago 

হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে কাচ্চি ডাইনে কাটানো মুহূর্ত গুলো দেখে দারুণ লাগছে। কাচ্চি ডাইন, কাচ্চি ভাই, সুলতান ডাইন এসব রেস্টুরেন্টের খাবার গুলো দারুন স্বাদ হয়। অনুভূতি এখন ফটোগ্রাফি গুলো দারুন ছিল। ধন্যবাদ।

 5 days ago 

আসলেই এই সব রেস্টুরেন্টের খাবার অনেক বেশি সুস্বাদু।

 6 days ago 

রকি ভাইয়ের জন্মদিনে সবাই একসাথে দারুন সময় কাটিয়েছেন আপু। কাচ্চি ডাইনে খাওয়া দাওয়া করেছেন দেখে অনেক ভালো লাগলো। খাবার গুলো খুবই লোভনীয় লাগছে। আর সবাই একসাথে সময় কাটাতে এবং খেতে সত্যি অনেক ভালো লাগে।

 5 days ago 

সবাই দারুণ মুহূর্ত কাটিয়েছি আপু। আমায় তো এটা ভাবতে এখনো ভালো লাগছে।

 5 days ago 

ভাইয়ার জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর সময় কাটিয়েছেন তা আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম।এমন একটি সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97887.76
ETH 3371.78
USDT 1.00
SBD 3.36