বৃষ্টি দিনের কবিতা

20210704_061443.jpg

আকাশ ছিল মেঘের দখলে
হঠাৎ যখন বৃষ্টি নামে
দৌড়ে পালায় সকলে

কেউ ছুটলো আপন ঘরের পানে
কেউ খুঁজছেন মাথা গোঁজার ঠাঁই
পার্কে কিংবা দোকানে

ঝমঝমিয়ে বৃষ্টি এলো তাই
ঘর থেকে আর বের হওয়ার
কোন উপায় নাই

ঘরের মধ্যে বন্দি হয়ে থেকে
জানালা দিয়ে কেউ কেউ আবার
পাখির মতো দেখে

কেউ বা আবার খাচ্ছি খিচুড়ি
কিংবা গরম সিঙ্গারা আর
সাথে পিয়াজু ডালপুরি

সবাই যেন নিজের মতো করে
বর্ষাটাকে উদযাপন করে
বসে নিজের ঘরে

কিন্তু কিছু মানুষ আছে দেশে
বৃষ্টির জলে এখনো যায়
ঘরের মধ্যে ভেসে

চাল দিয়ে তার পড়তে থাকে পানি
কিংবা তার দরজা দিয়ে
ঢোকে বানের পানি

আবার এমন কিছু লোক আছে
সঞ্চিত নেই ঘরে এতটুকু
খাবার যে তাদের কাছে

কখনো কি খোঁজ নিয়েছো তার
জোটেনি কাজ, না খেয়ে আজ
থাকতে হবে সপরিবার

পারলে তাদের সাহায্য করো ভাই
এরচেয়ে আর মহত্তম কাজ
অন্য কিছু নাই

images (38).jpeg




        I believe, Life is beautiful!
Sort:  
 3 years ago 

হুম সুন্দর লিখেছেন ভাই, আমার কাছে ভালো লেগেছে। বৃষ্টি দিনের কবিতা ভালই লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62720.27
ETH 2447.07
USDT 1.00
SBD 2.64