এসো নিজে করি " কাগজ দিয়ে পোকা তৈরি"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আমি জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার বৃষ্টি দেখতে ভালো লাগে এবং ভিজতে ও ভালো লাগে। কিন্তু কেউ আমাকে ভিজতে দেয় না। হটাৎ দেখি কোথা থেকে একটা পোকা উড়ে আসলো। আমি আবার খুব ভয় পাই। কিন্তু এই পোকা টা দেখতে সুন্দর লাগছিল তাই তাড়াতাড়ি একটা ছবি তুলে নিলাম। এই রকম পোকা আমি আগে কখনও দেখিনি। আমি নাম জানি না। মা কে জিজ্ঞাসা করলাম কিন্তু মা চিনতে পড়লো না। আপনারা কেউ এই পোকাটা চিনলে ও নাম জানলে আমাকে বলবেন। এই পোকাটা দেখে আমার তৈরি করতে ইচ্ছা করলো। ভাবলাম কাগজ দিয়ে পারি কি না একবার চেষ্টা করে দেখি। আমার একবার কিছু মাথায় ঢুকলে সেই কাজ টা করতে না পারলে আমার ভালো লাগে না। আর সাথেই সাথেই কাগজ নিয়ে বসে গেলাম।আমার তো পোকাটা দেখে খুব ভালো লাগছে। জানিনা আপনাদের কেমন লাগবে। দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন।আমার খুব একটা অভ্যাস হলো মনে যা আসে কিছু না ভেবেই করে ফেলি। আজ ও তাই হলো।তাহলে চলুন শুরু করা যাক আমার " কাগজ দিয়ে পোকা তৈরি" ।

IMG_20210914_101401.jpg
উপকরণ:
১. লাল ও কালো কাগজ
২. পেনসিল
৩. গাম
৪. কেচি

IMG_20210914_073146.jpg

প্রস্তুত কারক:
১. প্রথমে একটা লাল কাগজ নিয়ে কেচি দিয়ে গোল করে কেটে নিতে হবে।এভাবে দুই টুকরো কাগজ কাটতে হবে।

IMG_20210914_081302.jpg
২. এবার কালো কাগজ ও গোল করে কেটে নিতে হবে। এর এক টুকরো বড় ও একটা ছোটো করে কেটে নিতে হবে।

IMG_20210914_081742.jpg
৩. এক টুকরো লাল কাগজ মাঝ বরাবর ভাজ করতে হবে। ঠিক একই ভাবে আর এক টুকরো ও ভাজ করতে হবে।

IMG_20210914_081834.jpg
৪. এবার কালো কাগজের বড় টুকরো নিতে হবে। কালো কাগজের ওপর ভাজ করা লাল কাগজ গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।এমন ভাবে লাগাতে হবে যে দুই টুকরো কাগজের মাঝে ১ ইন্সি ফাঁকা রাখতে হবে। পোকার বডি বানানো হলো।

IMG_20210914_082249.jpg
৫.এবার ছোটো কাগজের টুকরোটা পোকার বডির উপরে গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।

IMG_20210914_084028.jpg
৬. এবার কাগজ দিয়ে শুরের মত বানিয়ে ওর মাথায় লাগিয়ে দিতে হবে। এবার দুটো চোক বানিয়ে দিলাম। এবার পোকার গায়ে কালো রঙের কালি দিয়ে সাজিয়ে দিলাম। ঠিক একই ভাবে আর একটি বানিয়ে দিলাম।

IMG_20210914_084443.jpg
তৈরি হয়ে গেল আমার " কাগজের পোকা" ।আশা করি , আপনাদের ভালো লাগবে। এই পোকাটা টিনটিন বাবু খুব পছন্দ করছে। ও নিয়ে খেলা করছে।

IMG_20210914_101344.jpg

Sort:  
 3 years ago 

দিদি দেখা অনেক সুন্দর একটি পোকা তৈরি করে ফেলেছেন। পোকাটির নাম লেডিবাগ বন্ধু পোকা।দেখতে অনেক সুন্দর লাগে।আপনার অসাধারণ প্রতিভা দিদি।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

প্রথমে দেখে আমি থমকে গিয়েছিলাম।ভাবছিলাম এটা কি কাগজের বা ফোমের! আপনি কাগজকেই এমন ভাবে লাজে লাগাতে পারেন যে বানানোর পর জিনিষটা পুরো অন্যরকম হয়ে যায়।একদম বাস্তব পোকার মতো লাগছে আপনার বানানো পোকাটা।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো বৌদি।

 3 years ago 

বাহ! খুব সুন্দর হয়েছে তো।
উপর থেকে প্রথম দেখায় মনে হবে সত্যিকারের পোকা। সহজ হলেও আপনি খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন এবং সম্পন্ন করেছেন। ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।

আপনার ট্যালেন্টের প্রশংসা করতেই হবে দিদি।অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি পোকাটি।দেখতে একদম বাস্তবের মতোই লাগছে।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 3 years ago 

একেবারে সত্যিকারের পোকার মত লাগছে। ভালই বানিয়েছেন।

 3 years ago 

বাহ্ দারুণ তো । একেই বলে বুদ্ধিমানের, বুদ্ধিমতি বউ । সুন্দর বানিয়েছেন বৌদি । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

খুবেই সুন্দর হয়েছে কাগজ দিয়ে পোকা তৈরি। আমার ও খুব পছন্দ হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

আরে ভাই প্রথম দেখে ভাবছি কুমড়ো ফুলের অরিজিনাল পোকা।পরে দেখি কাগজের তৈরি।
হেব্বি সুন্দর হয়েছে। সবই তার হাতের জাদু।

 3 years ago 

আপনার diy পোস্ট টি খুবই সুন্দর হয়েছে। কাগজ দিয়ে পোকা টা দারুন ভাবে তৈরি করেছেন। অনেক শুভেচ্ছা রইলো বৌদি।

 3 years ago (edited)

আরে ভাই একে বলে লেডি বাগ । পোকা মাকড়, জীব জন্তু পাখি টাখি কিচ্ছুই চেনো না, শুধু টিভিতে সিরিয়াল দেখেই গেলো জীবন ।

আমার ঘরণী হয়েছো যখন তখন সব জানতে হবে ।

 3 years ago 

দাদা বৌদি কিন্তু দারুন বানিয়েছে লেডি বাগ টি, লেডি বাগ টি কিন্তু এদেশে অনেক জনপ্রিয়,লেডি বাগ নিয়ে বিভিন্ন ধরনের কার্টুন হয়, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এবং ড্রেসও তৈরি হয় লেডি বাগ নিয়ে। বৌদি কিন্তু দারুণ একটা সাবজেক্ট খুঁজে পেয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.40
ETH 3085.50
USDT 1.00
SBD 2.31