স্বরচিত নতুন কবিতা " আমার রজনীতে তুমি"

in আমার বাংলা ব্লগ3 months ago

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ অনেকদিন পর আপনাদের সাথে নতুন কবিতা শেয়ার করবো। এখন আর সেভাবে কবিতা লেখা হয় না। মাঝেমধ্যে ভাবি কবিতা লিখবো কিন্তু সেভাবে কিছুই লেখা হয় না। আসলে আমি আগের থেকে ভেবে কোন কোন কাজ করতে পারিনা। যে কোনো কাজ আগের থেকে ভেবে কিছু করতে গেলে সেটা আর পরিপূর্ন হয় না। তাই আমার সবকিছু হুটহাট করেই হয়ে যায়। আজ কবিতা লেখা ঠিক তাই হয়েছে। টিভি দেখতে দেখতে হটাৎ করেই কবিতা লেখা হয়েছে। তাই ভাবলাম আজ এটি আপনাদের সাথে শেয়ার করি।আশা করি,আপনাদের ভালো লাগবে কবিতাটি।

IMG_20231224_164939.jpg

"আমার রজনীতে তুমি "

হাজারো অনেক চিঠি লিখেছি তোমায়
পোস্ট অফিসে পড়েছে জমা-
মনের বন্ধ খামে।
ঠিকানাটা আকাশ জানে
মন শুধু তোমায় ভালোবাসে -
হারিয়ে গেলো সবই মেঘের ভেলায়।

হাজারো কবিতা লিখতে পারি
তোমার কথা ভেবে ভেবে -
সকল কবিতায় ছুঁয়ে যায়,
যতই থাকো তুমি ব্যাস্ত।

হাজারো গোলাপ ফুটছে যেখানে
আমার মনের বাগানে -
মনের ভেতর একটি গোলাপ হয়ে কুঁড়ি
গোপনে রয়েছে মনের মাঝে,
হয়নিকো কোনদিন প্রস্ফুটিত।

হাজার রাতের তারার আলোয়,
আলোকিত সকল রাজপথে -
মনের আলোয় খুঁজে ফিরি
আমার সকল রজনীতে শুধুই রয়েছ তুমি।।

Sort:  
 3 months ago 

বাহ চমৎকার কবিতা লিখলেন দিদি অনেক ভালো লেগেছে পড়ে। ঠিক বলছেন আগে থেকে ভেবে রাখা জিনিস গুলো আসলেই সুন্দর হয় না আমার মতে। আর যখন হুটহাট হয়ে যায় কোন কিছু এত সুন্দর হয় সেগুলো বলার অপেক্ষায় রাখে না। আমার রাজনীতিতে তুমি কবিতাটা অসাধারণ লিখেছেন আপনি। কবিতার মাধ্যমে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করলেন ভালোবাসার। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি।

 3 months ago 

দিদি আপনার মতো আমিও হুটহাট করেই কবিতা লিখে ফেলি। আপনার কবিতা আজ অনেকদিন পর পেলাম।কবিতাটি খুবই সুন্দর লিখেছেন। লাইনগুলো ছিল চমৎকার। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বৌদি আপনার লেখা আমার রজনীতে তুমি শিরোনামের কবিতাটি খুবই সুন্দর হয়েছে এবং এই কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। কবিতাটির মাঝে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি এক অন্যরকম ব্যাকুলতা ও আকর্ষণ দারুণভাবে ভিডিও উঠেছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

দিদি আপনার লেখা কবিতা,আমার রাজনীতিতে তুমি, কবিতার প্রতিটি লাইন যেন একটি নির্দিষ্ট অর্থ বহন করে চলেছে। মনের মানুষকে নিয়ে যে এভাবে কবিতা লেখা যায় এটা তো আগে ভেবে দেখি না। আসলে হুটহাট করে করা কাজগুলোই অনেক সময় অনেক বেশি ভালো হয়ে থাকে। যখনই মনের মধ্যে যে ভাব সেই কাজের আরম্ভ করা। যেমন আপনি টিভি দেখতে দেখতেই এত সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। সত্যি দিদি কবিতাটি প্রশংসার দাবিদার। আশা করছি আপনার মাধ্যমে পরবর্তীতে আরো সুন্দর কবিতা গুলি আমরা পড়তে পারব। আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 months ago 

বৌদি আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই লাইনটা -

হাজারো গোলাপ ফুটছে যেখানে
আমার মনের বাগানে -
মনের ভেতর একটি গোলাপ হয়ে কুঁড়ি
গোপনে রয়েছে মনের মাঝে,
হয়নিকো কোনদিন প্রস্ফুটিত।

ভালোবাসার মানুষকে মনের মধ্যে কতটা সুন্দরভাবে যত্ন করে রাখলে এত সুন্দর কথাগুলো লেখা যায়। তা আপনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। সব মিলে খুবই চমৎকার লিখেছেন ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

চমৎকার লিখেছেন দিদি লাইনগুলো বেশ ভালো লেগেছে।

হাজারো কবিতা লিখতে পারি
তোমার কথা ভেবে ভেবে -

হ্যাঁ প্রিয় মানুষের কথা ভেবে চোখ বন্ধ করলেই কবিতা লেখা যায় এটা আমি নিজেও বিশ্বাস করি।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আসলেই বৌদি অনেক সময় আগে থেকে ভেবে কিছু করা যায় না। অনেক সময় হুটহাট করেই হয়ে যায়। যাইহোক আপনি কিন্তু আসলেই খুব ভালো কবিতা লিখেন বৌদি। এই কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। কবিতাটি পড়ে আসলেই খুব ভালো লাগলো বৌদি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

টিভি দেখতে বসে দারুণ একটি কবিতা লিখে ফেলেছেন বৌদি। সত্যি বৌদি কোন কাজ সময় করে হয় না। হুটহাট করেই হয়ে যায়। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

বাহ! বৌদি অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। বেশ রোমান্টিকতায় ভরপুর ছিল কবিতাটি। মনের রজনীতে প্রিয় মানুষ ছাড়া আর কেউ থাকে না। মনের বাগানে শুধু প্রিয় মানুষেরই আনাগোনা চলে। 🌼

 3 months ago 

জ্বী বৌদি আমি ভালো আছি, আশা করছি আপনিও আগের তুলনায় কিছুটা ভালো আছেন। দোয়া করি দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। হ্যা, অনেক দিন পর আপনার কবিতা পড়লাম, হুট করে লিখলেও দারুণ লিখেছেন কিন্তু। বিশেষ করে শেষের লাইনগুলো ছিলো বেশ দারুণ। অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60270.38
ETH 3307.79
USDT 1.00
SBD 2.40