"স্পেশাল দিনে প্রিয় মানুষদের সাথে কাটানো কিছু মুহূর্ত"
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজ আবার অনেক দিন পর আপনাদের
মাঝে আসতে পেরেছি। বর্তমানে আগের থেকে অনেকটাই ব্যস্ত তার মাঝে সময় যাচ্ছে। কখন যে সকাল
থেকে রাত হচ্ছে এটাই বুঝতে পারছি না।কি ভাবে যে দিন গুলো কাটছে এটাই বুঝতে পারছি না। আপনারা সবাই জানেন ডিসেম্বরের চার তারিখ ছিলো আমাদের বিবাহ বার্ষিকী ।সারা দিন দুই ছেলের পিছনে কেটে যায়। তাইতো সেভাবে আপনাদের সাথে কিছুই শেয়ার করতে
পারি না। তাই ভাবলাম আমার খুবই স্পেশাল দিনের
কিছু কথা আপনাদের শেয়ার করা যাক।প্রতিটি মেয়ের কাছে এটি একটি স্পেশাল দিন। একটি মেয়ের কাছে এই দিনটি যেমন আনন্দের তেমনি কষ্টের একটি দিন।সেটা বিবাহিত বোনেরা ভালোই জানে।এই দিনে শুরু হয় নতুন করে পথ চলা।সুখ - দুঃখের সঙ্গী হিসেবে কাউকে পাশে পাওয়া। জীবনের পরম বন্ধু পাওয়া। এই দিন থেকে শুরু হয়েছিলো আমার প্রিয় মানুষটির সাথে পথ চলা।সাত বছর একসাথে দুজনে পথ চলেছি। কিন্তু মনে হয় এইতো কিছুদিন হলো আমরা দুজনে একসাথে পথ চলা শুরু করেছি। অনেক বাধা পেরিয়ে আজ আমরা এক হয়েছিলাম। সেই থেকে আমার সকল আবদার, রাগ, অভিমান সব কিছু সহ্য করে এসেছে এই মানুষটি। তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আমাকে সহ্য করার ধৈর্য শক্তি দিক তাকে। আর যুগ যুগ ধরে যেন এই ভাবে একসাথে জীবন পার করতে পারি। জানিনা জীবনে আমি কিছু তাকে দিতে পেরেছি কি না। কিন্তু এই মানুষটি আমার জিবনে আসার পর থেকে আমার জীবনটাই অন্য রকম হয়ে গেছে।
এই দিনে ওর হাত ধরে নতুন একটি পরিবেশে প্রবেশ করা। জীবনে সবকিছু ছেড়ে এসে নতুন একটি পরিবার পাওয়া। আজ সেই পরিবারের সবাই এখন আমার আপনজন। এখানে এসে নতুন করে মা - বাবা ও ভাই পেয়েছি। আজ এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে বড় হচ্ছে। তবে যে মানুষটির জন্য আপনাদের দাদার সাথে আমার পথ চলা শুরু। সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। এটা আমাদের জন্য খুবই দুঃখের। যাইহোক মানুষ তো সারাজীবন থাকে না। সবাইকে একদিন চলে যেতে হবে।আর এই সুখ - দুঃখ নিয়েই মানুষের জীবন।
আপনারা জানেন সে খুবই ব্যস্ত একজন মানুষ।সারাদিন রাত তার কাজ থাকে। তারপরও শত ব্যস্ততার মাঝেও কখনো সে আমার স্পেশাল দিনগুলোর কথা ভুলে যায় না। প্রতি বছর এই দিনে আমার প্রিয় মানুষটি বিভিন্ন ভাবে সারপ্রাইজ দেয়। আর এখন আমার প্রিয় মানুষটির সাথে আর একজন যোগ হয়েছে। এক বছর হলো সে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছে। নিশ্চই আপনারা বুঝতে পেরেছেন সে কে। আমি তাকে আমার নিজের বোনের মত ভালোবাসি। স্বাগতা ও আসার পর থেকেই সে ও বিভিন্নভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আগেই বলেছি স্বাগতাকে আমি নিজের বোনের মতো দেখি। এই পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসে।বিয়ের পর এই বাড়ীতে আসার পর থেকেই একটা মানুষ আমাকে সাপোর্ট দিয়ে আসছে। এমনকি প্রতিটা কাজে সে আমাকে সাহায্য করেছে। আমি বিয়ের আগে ও পরে তেমন কোনো কাজ বা রান্না করতে পারতাম না। তার মাধ্যমেই আমার সবকিছু শেখা। সে হলো আমার দেবর।
প্রথমে আমরা দুজনে ভেবেছিলাম ছোট একটি কেক কাটবো রাতে। আর সন্ধ্যায় কিছু খাবার অর্ডার করবো। তাইতো সন্ধ্যায় ছোট একটি কেক এনেছিলাম। বাবু অনেকটাই ছোট থাকায় সেভাবে কোন কিছু করা সম্ভব নয়। তবে স্বাগতা ও আমার দেবর রাতে বিশাল এক বড় সারপ্রাইজ এর ব্যাবস্থা করেছিলো। আমরা তো পুরোটাই অবাক হয়ে গিয়েছিলাম। তবে এবার বাইরের কাউকে বলতে পারিনি। বাবুরা ছোট থাকায় আমরা নিজেরা বাড়ীতে পালন করেছি। আর এবার শীতে কোথাও পিকনিক করতে যাওয়া হয়নি।
তবে ভেবেছিলাম দুজনে কোথাও ঘুরতে বেরোবো সেটা ও হয়ে উঠলো না কারণ কাজের ক্ষতি হবে। যাই হোক সবাই মিলে একসাথে থেকে দিনটি কাটাতে পেরেছি এটাই আমার কাছে বড় পাওয়া।
সত্যি দিদি অনেকদিন পর আপনার ব্লগ পেলাম।আপনি দুটো ফুটফুটে বাচ্চার মা।সময় না পাওয়ারই কথা।আপনাদের বিশেষ দিনটি আমরা কিন্তু সেলিব্রেট করেছিলাম ভার্চুয়াল ভাবে।দুজনের জীবন অনেক বেশী আনন্দ ও ভালোবাসায় ভরপুর হয়ে থাকুক এটাই চাওয়া আমার।পরিবারের সবাইকে নিয়ে মিলে মিশে ভালো থাকাই একটি সুখী পরিবারের বৈশিষ্ট্য। আপনারা সবাই মিলে মিশে থাকবেন আজীবন এমনটা ই আশাকরি দিদি।ছোট দিদিও খুব ভালো মনের মানুষ। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালো থাকবেন সবাইকে নিয়ে দিদি।🥰💕💕
বৌদিমণি, আপনাকে অনেকদিন পর পেলাম। আসলে আপনি বাবুদের কে নিয়ে কতটা ব্যস্ত আছেন সেটা আমরা সবাই জানি। কারন প্রায় সময়ই দাদা যখন হ্যাংআউটে কথা বলে তখন ও শুনি বাবুরা দুষ্টুমি করছে। যাই হোক এই মুহূর্তগুলো খুবই আনন্দের।নতুন জীবনের শুরুটা দাদার সাথে করতে পেরেছেন এটাই অনেক ভাগ্যের বিষয়। আর আপনাদের এত সুন্দর মুহূর্তগুলোকে আরো রঙিন করে তোলে স্বাগতা দিদি এবং ছোট দাদা, এটা শুনেও বেশ ভালো লাগলো। খুব হাসিখুশি একটা পরিবার আপনাদের।এভাবে যেন আপনাদের সারাটা জীবন সুন্দরভাবেই কেটে যায় সেই প্রার্থনা করি।
আমরা ভালো আছি বৌদি, আপনাকে এবং আপনার পোষ্টগুলোকে খুব মিস করছি। আজ অনেক দিন পর আপনার পোষ্ট পড়ছি, এটা সত্যি জীবনের স্পেশাল দিনগুলোতে প্রিয় মানুষের সান্নিধ্য এবং তাদের নিয়ে হৃদয়ে থাকা অনুভূতিগুলো জীবনকে দারুণভাবে আলোকিত করে। আর সেই প্রিয় মানুষটি যদি হয় দাদার মতো উদার মনের মানুষ, তাহলে নিঃসন্দেহে সেটা জীবনের পরম পাওয়া। আপনার প্রায় পোষ্ট পড়েই জানতে পেরেছি এই পরিবারটা আপনার কত আপন, কতটা ভালোবাসা দিয়ে আপনি আগলে রাখেন সবাইকে। সবাইকে নিয়ে দিনগুলো আরো সুন্দর ও সুখকর কাটুক, সেই প্রার্থনাই করি। অনেক ধন্যবাদ
বৌদিদি, আজ বহুদিন পর আপনার পোষ্ট পড়ে ভীষণ ভালো লাগলো। এত ব্যস্ততার মাঝেও আপনাদের বিশেষ দিনের কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি, দাদা ও পিচ্চিরা সহ পুরো পরিবারের সকলেই আমাদের প্রার্থনায় থাকেন বৌদিদি। সকলে মিলে এভাবেই ভালোবাসায় মেখে থাকুক পুরো পরিবার, এটাই আমাদের চাওয়া। বাকিদের যত্ন তো নেন ই সবসময়ই। তবে সময় করে আপনি নিজের যত্ন নিবেন, খুব ভালো থাকবেন। আমাদের ভালোবাসা নিবেন ❤️
বৌদি আপনার এবং দাদার স্পেশাল দিনটা আমরা ভার্চুয়ালি বেশ মজা করে সেলিব্রেট করেছিলাম। আপনি স্পেশাল দিনে পরিবারের সবার সাথে দারুণ সময় কাটিয়েছেন। অনেক দিন পর পোস্ট শেয়ার করেছেন বৌদি। পোস্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনাদের ভালোবাসার বন্ধন সারাজীবন অটুট থাকুক সেই কামনা করছি। ভালো থাকবেন সবসময়।
বেশ অনেকদিন পর আপনার পোস্ট দেখে বেশ ভালো লাগলো।আপনি যে ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক। দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে কখন সময় কেটে যায় তা টের না পাওয়ারই কথা। শত ব্যস্ততার মাঝেও যে, আপনার বিশেষ দিনের কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন সে জন্য ধন্যবাদ দিদি।
বৌদি অনেকদিন পর আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। বৌদি আপনার ও দাদার বিশেষ দিনটি আমরা সবাই ভার্চুয়াল ভাবে সেলিব্রেট করেছিলাম অনেক মজাও করেছিলাম।দোয়া করি আপনাদের জীবন অনেক মঙ্গলময় এবং সুখের হোক। সুখে দুখে যেন দুজন দুজনার পাশে সারা জীবন থাকতে পারেন।দুই বৌদিকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগলো। আপনাদের ভালোবাসা সারা জীবন থাক এই কামনাই করি। ধন্যবাদ বৌদি পোস্টটি শেয়ার করার জন্য।