"সন্ধ্যায় বিয়ে বাড়ির আনন্দঘন কিছু মুহূর্ত"

in আমার বাংলা ব্লগ4 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন?আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনেকদিন পর আবার আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে চলে আসছি। কিছুদিন ধরে বাবুর শরীরটা খুব একটা ভালো না। এদিকে আবার নিজের শরীর ও ভালো না। শরীরটা খুবই দুর্বল,বেশি হাঁটতে পারছি না।কিছুদিন আগে বাইরে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আসা মাত্রই হটাৎ করে ভীষণ অসুস্থ্য হয়ে পড়ি।তবে এখনো শরীরটা বেশ খারাপ ও ভীষণ দুর্বল। সারাদিন ঘরে শুয়ে বসে থেকে সময় কেটে যাচ্ছে। আসলে সেভাবে কোন কাজ করতে পারছি না। সারাদিন শুয়ে বসে থেকে থেকে বোর লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এতে করে হয়তো কিছুটা সময় কেটে যাবে
এবছর বেশ কিছু বিয়ের নিমন্ত্রন ছিলো। তবে আমার বিয়ে বাড়ি যেতে খুব একটা ভালো লাগে না। তাই তো আমি কোথাও তেমন যাই না বললেই চলে। আপনাদের ছোট দাদা আর স্বাগতাই বেশি যায়। গতমাসে আমাদের এক প্রতিবেশীর মেয়ের বিয়ে ছিল। কিন্তু যাওয়ার ইচ্ছা ছিলো না তবুও যেতে হয়েছিলো। আজ সেই বিয়ের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20240131_205151.jpg

IMG_20240131_205216.jpg
হটাৎ করেই ঠিক হলো আমাদের যাওয়ার। দ্রুত সব কাজ সেরে বাবুকে তৈরি করে দিলাম।আমিও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যদিও বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের পথ। তাই আর গাড়ি না নিয়ে হেঁটেই চলে গেলাম। বিয়ে বাড়ি পৌঁছে দেখি বিয়ের কনে ফটোশুট করছে। আমিও সেই কিছু বিয়ের কনের ছবি তুলে নিলাম। বিয়ে বাড়ি গিয়ে খুব স্নাক কোন ধরনের খাবার খাই না। আসলে প্রায়ই বিয়ে বাড়িতে মুরগীর মাংস দিয়ে তৈরি করা খাবারই বেশি দেয় তাই আমি খাই না। আসলে মুরগীর মাংস আমার খুবই অপছন্দের। তবু ও সবার অনুরোধে কিছু চিকেন পকোড়া নিলাম। কয়েকটি পকোড়া খেতে খেতে দেখি পকোড়ার ভিতর মুরগীর লোম। বিষয় টি আমার খুবই খারাপ লাগলো তাই আর শুধু এক কাপ কফি খেলাম। এরপর বিয়ের আসরে গিয়ে বর দেখে আসলাম।

IMG_20240131_205521.jpg

IMG_20240131_205550.jpg

IMG_20240131_205657.jpg

IMG_20240131_210218.jpg
কিছুসময় পর খাবার খেতে গেলাম।বেশ ভালোই ছিলো খাবার গুলো। খাবার খেয়ে এসে দেখি কনে কে বিয়ের আসরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দাঁড়িয়ে বেশ কিছুক্ষন বিয়ে দেখলাম।

IMG_20240131_211510.jpg
বিয়ের আসরে নিয়ে যাওয়া হচ্ছে কনে কে।

IMG_20240131_211637.jpg
বর টপোর মাথায় দিয়ে অপেক্ষা করছে কনের জন্য।

IMG_20240131_211728.jpg
শুভদৃষ্টির সময়।

IMG_20240131_211901.jpg

IMG_20240131_211947.jpg
শুভদৃষ্টির পর মালা বদল এর সময়।

IMG_20240131_220844.jpg

IMG_20240131_220941.jpg

IMG_20240131_221025.jpg
বিয়ের সময়ের কিছু মুহূর্ত।দুজনে এক হয়ে বিয়ের মন্ত্র পড়ছে।
বিয়ের শেষ পর্যন্ত থাকতে পারেনি আসলে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো।এদিকে আবার আপনাদের দাদা বাড়ি ফিরে কাজে বসবে তাই খুব বেশি দেরি না করে চলে আসতে হলো। সবকিছু মিলিয়ে খুব ভালো সময় কেটেছিলো।

Sort:  
 4 months ago 

বাবু আর আপনার অসুস্থতার কথা জেনেছিলাম বৌদি। খুব দ্রুত সুস্থ হন আপনারা এই কামনাই করি। বিয়ে বাড়িতে গিয়ে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছেন। যদিও প্রথমেই খাবারে লোম পেয়েছিলেন কিন্তু পরবর্তী খাবার গুলো বেশ ভালো ছিল যেন ভালো লাগলো। ধন্যবাদ বৌদি বিয়ে বাড়ির আনন্দঘন মুহূর্ত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রথমেই আপনাদের পরিবারের সবার দ্রুত সুস্থতা কামনা করছি বৌদি। বিয়ের দাওয়াতে যেতে ইচ্ছে না করলেও,অনেক সময় যেতেই হয় বৌদি। কারণ অনেক অনুরোধ করলে, সেটা ফেলে দেওয়া যায় না। এমনিতেই চিকেন পছন্দ করেন না,এরমধ্যে চিকেন পকোড়ার মধ্যে মুরগির লোম দেখে তো খাওয়া একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। যাইহোক পরবর্তীতে খাবার খেয়ে, বিয়ের মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দিদি আবহাওয়া পরিবর্তনের কারণে সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়ছে । পরিবারদের অনেকেই অসুস্থ আপনার পোস্ট করে বুঝতে পারলাম । আর টিনটিন বাবুর জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে । ছোট্ট বাচ্চারা অসুস্থ হলে খুবই খারাপ লাগে। আপনারা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেই দোয়া করি। বিয়ে বাড়িতে গিয়ে দারুন সময় অতিবাহিত করেছেন। এইরকম সুন্দর মুহূর্তগুলো মাঝে মাঝে উপভোগ করতে ভালোই লাগে। আপনার উপভোগ্য বিয়ের অনুষ্ঠান আমরাও উপভোগ করে নিলাম।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দিদি আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। তবে আপনার শরীর খারাপ যেন সত্যি বেশ খারাপ লাগলো। আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপনার জন্য শুভকামনা রইল। সন্ধ্যার সময় বিয়ে বাড়িতে বেশ আনন্দঘন মুহূর্ত পার করেছেন আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। বর এবং কনেকে দেখতে বেশ দারুন লেগেছে আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অজানা একটি বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বেশ ধারণা পেলাম। চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আজকের বিয়ের সম্পর্কে। পাশাপাশি অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম। মুরগির মাংস আপনার অপছন্দের এটাও জানলাম। পাশাপাশি বিয়ের সম্পর্কে যাবতীয় জানতে পেয়ে ভালো লাগলো।

 4 months ago 

বৌদি দাদার মুখে আপনার বাবুর কথা শুনেছি ৷ যা হোক জানি না এখন কেমন আছেন ৷ তবে ঈশ্বরের নিকট প্রার্থনা তারাতারি সুস্থ হয়ে উঠুন ৷ আসলে অসুস্থ হলে কেমন লাগে সেটা বুঝি ৷
যা হোক বাড়ির পাশের প্রতিবেশি মেয়ের বিয়ে বাড়িতে গিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ৷ বিয়ের আয়োজন বেশ সুন্দর ছিল ৷ সেই সাথে ডেগারেশন থিম ৷তবে বৌদি আমাদের এই দিকে বিয়ে হলে মন্ডপ সাজানো হয় অর্থাৎ চারটা কলা গাছ বেধে সেখানে বিয়ে পড়ানো হয় ৷ তবে আপনাদের এখানে দেখলাম না ৷ তবে বিয়ের আয়োজন দেখে ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ বৌদি সেই সাথে আপনার এবং পুরো পরিবারের সুস্থতা কামনা করছি ৷

 4 months ago 

প্রথমেই সুস্থতা কামনা করতেছি, আপনারা যেন দ্রুত সুস্থ হয়ে যান। আমাদের মাঝে ফিরে আসতে পারেন সুস্থভাবে। বিয়ের গেটটা চমৎকারভাবে সাজানো হয়েছে, দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। বিয়ে মানেই আনন্দ সন্ধ্যায় বেশ সুন্দর একটি আনন্দঘন মুহূর্ত উদযাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমরা কিন্তু আপনাকে খুব মিস করি বৌদি, প্রতিনিয়ত দাদার কাছ হতে আপনার স্বাস্থ্যের আপডেট জানার চেষ্টা করি। সত্যি অসুস্থ্য হলে সবচেয়ে বেশী কষ্টকর হয়ে যায় সারাটি দিন বাড়িতে শুয়ে বসে থাকাটা। আমরা সবাই দোয়া করছি আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠেন, আপনার রেসিপি এবং কবিতাগুলো আবার উপভোগ করবো। আজকের দৃশ্যগুলো বেশ দারুণ ছিলো, ডেকোরেশনটাও সুন্দর ছিলো। অনেক ধন্যবাদ

 4 months ago 

বৌদি প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আপনি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

বিয়েতে যে মোটামুটি আপনি বেশ ভালোই সময় কাটিয়েছেন, তা কিছুটা লেখা পড়ে বুঝতে পেরেছি, তবে খাবারের ভিতরে মুরগির লোম ব্যাপারটা আসলেই একটু কেমন জানি লাগছিল। যাইহোক হয়তো অনেক লোকের আয়োজন করা হয়েছিল বিধায় এমনটা হয়েছে।

শুভেচ্ছা রইল বৌদি।

 4 months ago 

আপনি অসুস্থ যেন খারাপ লাগছে বৌদি। এজন্যই আপনার পোস্ট অনেকদিন ধরে দেখি না। টিনটিন বাবুর শরীরটাও কিছুটা খারাপ যেন খারাপ লাগছে। আশা করছি আপনি ও টিনটিন বাবু দ্রুত সুস্থ্য হয়ে যাবেন। যাক, প্রতিবেশির বিয়েতে ভালো সময় কাটিয়েছেন। বর কনেকে মানিয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42