নিজের লেখা আর একটি ছোটো কবিতা " শুধু তোমাকেই ভালোবাসি"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন আর একটি কবিতা শেয়ার করবো। এই কবিতাটি আমি কাল রাতে লিখেছিলাম। এই কবিতাটি শুধু একজনকে উদ্দেশ্য করে লিখা। আমার সকল কবিতা ও সকল ভালো লাগা শুধু একজনকেই ঘিরে। আমার কবিতা লিখার জন্ম হয়েছিলো সেইদিন, যেদিন থেকে আমি তার সাথে কথা বলেছিলাম। পাঁচ মাস কথা কথা বলার পর আমাদের মিল হয়। থাক ওসব কথা পড়ে একদিন শেয়ার করবো। তাহলে কবিতাটি শুরু করা যাক।

IMG_20211027_154623.jpg

"শুধু তোমাকেই ভালোবাসি"

আমি ভালোবাসবো তোমায় ততটা
যতোটা ভালোবেসে নদীর স্রোত,
সমুদ্রের জলে মিশে যায়,
তার চেয়েও অনেক বেশি ভালোবাসি।

যতটা ভালোবেসে আকাশের বুকে চাঁদ নিশ্চুপ হয়ে থাকে।
যতটা ভালোবেসে আকাশের বুকে মেঘ ভেসে বেড়ায়,
তার চেয়েও অনেক বেশি ভালোবাসি।

ভালোবাসার যতোটা অনুভূতি তুমি অনুভব করেছো,
যতোটা আকুতি তুমি বুঝেছো,
তার চেয়েও অনেক বেশি ভালোবাসি।
তুমি যতোটা কল্পনা করতে পারো,
তার চেয়েও অনেক বেশি।

ভালোবাসার ঘূর্ণিঝড় তুলে দেবো তোমার মনে,
তোমার মনের অনুভূতি তছ নছ করে দিবো,
শুধু আমার ভালোবাসার অনুভূতি তোমাকে বোঝাতে,
আমার সমস্ত ভালোবাসার স্পর্শে তোমাকে তোমায় উত্তাল করে দেবো।
তোমায় বন্দী করব আমার ভালবাসায়,

ভালোবাসায় পাপ অপরাধ বলে কিছু নেই,
যদি থেকেও থাকে সে পাপে নিজেকে করবো পাপী।
আর অপরাধে হবো অপরাধী।
তবুও তোমাকে ভালোবাসবো
শুধু তোমাকেই ভালোবাসবো।।

Sort:  
 3 years ago 

বৌদি আজকে আপনার কবিতা পড়ে আমার মন ভরে গেল। আমি মনে করি আপনি যেই মানুষটির উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছেন সে মানুষটি অনেক লাকি। যে আপনার মত একজন ভালোবাসার মানুষ পেয়েছে । সত্যি কবিতার মধ্যে আপনি এতটা ভালোবাসা প্রকাশ করেছেন যা আপনার মনের ভালবাসাটাকে প্রমাণ করে। অনেক বেশি ভালো লাগলো ।

 3 years ago 

যতটা ভালোবেসে আকাশের বুকে চাঁদ নিশ্চুপ হয়ে থাকে।
যতটা ভালোবেসে আকাশের বুকে মেঘ ভেসে বেড়ায়,
তার চেয়েও অনেক বেশি ভালোবাসি।

এই লাইনগুলো খুবই চমৎকাল লেগেছে বৌদি, যদিও আপনি সব সময়ই খুব সুন্দর এবং মিনিংফুল কবিতা লিখেন। আজকের কবিতাটিও অনেক সুন্দর হয়েছে।

দুইদিন ছুটিতে ছিলাম, এসেই আপনার পোষ্ট খুঁজলাম কিন্তু পেলাম না, মনে হচ্ছে আপনার শরীর এখনো সুস্থ হয় নাই পুরোপুরি তবুও নিশ্চিত হতে চাই আপনি কেমন আছেন আপু? যদিও দোয়ায় কোন কমতি ছিলো না আমাদের।

 3 years ago 

হ্যা ভাইয়া আমি পুরোপুরি সুস্থ হয়নি।তবে আজ খুব ভালো আছি। দুই দিন একটু অসুস্থ ছিলাম। আপনাদের দোয়ায় এখন ভালোআছি।

বৌদি খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন আমাদের। সত্যি বৌদি আপনার কবিতাটি অসাধারণ হয়েছে।

আমি ভালোবাসবো তোমায় ততটা
যতোটা ভালোবেসে নদীর স্রোত,
সমুদ্রের জলে মিশে যায়,
তার চেয়েও অনেক বেশি ভালোবাসি।

এই লাইন গুলো অসম্ভব সুন্দর হয়েছে যা বলে বুঝাতে পারব না। সব মিলিয়ে কবিতাটা সত্যি অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালো লাগলে আমার কবিতা লেখা সার্থক হবে।

 3 years ago 

পাঁচ মাস কথা কথা বলার পর আমাদের মিল হয়। থাক ওসব কথা পড়ে একদিন শেয়ার করবো।

দিদি,আমি কবিতার কথা বলার আগে প্রথমেই বলব আপনাদের মিলন কাহিনি শুনার খুব ইচ্ছে। আশা রাখি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর কবিতাতো অসাধারণ হয়েছে, দাদার জন্য সবসময় এমন ভালোবাসাময় কবিতাগুলো লিখেন। আর আমরা পড়েই আনন্দ পাই। খুব ভালো লাগলো দিদি,অনেক সুন্দর কবিতা লিখেছেন।

 3 years ago 

এটা অনেক বড় কাহিনী তাই পড়ে একদিন শেয়ার করবো আপনাদের সাথে।ধন্যবাদ আপু।

ভালোবাসায় পাপ অপরাধ বলে কিছু নেই,
যদি থেকেও থাকে সে পাপে নিজেকে করবো পাপী।
আর অপরাধে হবো অপরাধী।
তবুও তোমাকে ভালোবাসবো
শুধু তোমাকেই ভালোবাসবো।।

আপনার থেকে আবারো সুন্দর একটি কবিতা পাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।আর ভালোবাসতে কোনো পাপা নাই, নাই কোনো ভেদাভেদ নাই।আপনার প্রতিটা লাইন যেন ভালোবাসার এক একটা কলি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভালোবাসা নিয়ে লেখা কবিতাটি অনেক ভালো লেগেছে বৌদি। কবিতার প্রতিটা লাইন যেন মন ছুঁয়ে যায়। সত্যি কারের ভালোবাসা এই এরকম হতে পারে। এটা আপনার কবিতার মধ্যে ফুটে উঠেছে। আপনার থেকে আরো ভালো ভালো কবিতার আশা করছি। অনেক ধন্যবাদ বৌদি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

অসম্ভব সুন্দর একটি রোমান্টিক কবিতা লিখেছেন দিদি। এ কবিতাটি পড়ে আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। কি করে পারেন এতকিছু সামলানোর পরেও আবার এত সুন্দর করে কবিতা লিখতে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য। আবারো ধন্যবাদ আপনার প্রেমময় কবিতার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

জাস্ট অসাধারণ বৌদি আপনি অনেক চমৎকার একটি ভালবাসার প্রেমময় কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই প্রেমময় কবিতাটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আপনার এই কবিতার মাধ্যমে আপনি প্রিয় মানুষটাকে খুব কাছে পাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে ওপাশের মানুষটি তাকে সেই রূপটা তুলে ধরেছেন। যাইহোক এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কবিতাটি পড়ে মন ছুয়ে গেল। কবিতাটি যেমন সুন্দর তেমনি বৌদি আপনাকে ও খুব সুন্দর লাগছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।আপনাদের ভালো লাগল আমার লিখা সার্থক।

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.27
JST 0.041
BTC 98270.06
ETH 3630.84
SBD 3.56