"ঘরে তৈরি মেয়োনিজ ছাড়া এগ স্যান্ডউইচ "

in আমার বাংলা ব্লগ2 years ago

া িি
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আবার অনেকদিন পর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ তৈরির রেসিপি শেয়ার করেছি। তবে এবার একটু ভিন্ন পদ্ধতিতে স্যান্ডউইচ তৈরি করেছি। আসলে আমি বারবার একই ভাবে কোনকিছু তৈরি করতে ভালো লাগে না। গতকাল সন্ধ্যায় আপনাদের দাদা বলে আজ একটু
এগ স্যান্ডউইচ তৈরি করবে। তবে প্রতিবারই মেয়োনিজ দিয়ে তৈরি করা হয়।তাই ভাবলাম এবার মেয়োনিজ ছাড়া তৈরি করা যায় কি না। একবার একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে হোয়াইট সস এর পাস্তা খেয়েছিলাম।কিছুদিন ধরে ভাবছি পাস্তা তৈরি করবো রেস্টুরেন্টের স্বাদে কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। হটাৎ মাথায় এলো মেয়োনিজ ছাড়া হোয়াইট সস দিয়ে এগ স্যান্ডউইচ তৈরি করলে কেমন হয়। যেইভাবা সেই কাজ। তবে এই প্রথমবার বাড়ীতে হোয়াইট সস তৈরি করে এগ স্যান্ডউইচ তৈরি করলাম। একটু ভয়ে ছিলাম খেতে কেমন হবে। তাই একটি স্যান্ডউইচ তৈরি করে খেতে দিলাম। এবং নিজেও খেয়ে দেখি সত্যি অনেক মজার হয়েছিলো। বোঝা যাচ্ছিল না যে এটা মেয়োনিজ ছাড়া তৈরি করা হয়েছে। এই এগ স্যান্ডউইচ তৈরি করতে খুব বেশি সময় ও লাগে না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক।আশা করি, আপনাদের ও ভালো লাগবে।

IMG_20230508_200449.jpg

IMG_20230508_200336.jpg
উপকরণ:
১. বাটার -২ চামচ
২.ময়দা - দেড় চামচ
৩. দুধ - হাপ্ কাপ
৪.চিনি -১ চামচ
৫. গোল মরিচের গুঁড়া - হাপ্ চামচ
৬. লবণ - এক চিমটি
৭. সেদ্ধ ডিম -৫ টি
৮.পাউরুটি - পরিমান মতো
৯. শশা -১ টি
১০. টমেটো - একটির অর্ধেক
১১. লেটুস পাতা - পরিমান মতো

IMG_20230508_193250.jpg
পাউরুটি

IMG_20230508_185232.jpg
বাটার,গোল মরিচের গুঁড়া, চিনি ও লবণ

IMG_20230508_185959.jpg
শশা ও টমেটো

IMG_20230508_192331.jpg
দুধ

IMG_20230508_185249.jpg
ময়দা

IMG_20230508_185941.jpg
লেটুস পাতা

IMG_20230508_193958.jpg
সেদ্ধ ডিম
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম।বাটার গোলে এলে দেড় চামচের মতো ময়দা দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে। ময়দা ভাজা হলে এক কাপের মতো তরল দুধ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে গাঢ় হয়ে গেলে এক চামচের মতো চিনি দিয়ে দিতে হবে। সেই সাথে লবণ ও গোল মরিচের গুঁড়া দিয়ে আবারো কিছুক্ষন নাড়তে থাকতে হবে।তবে বেশি গাঢ় করে নামানো যাবে না।একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে। কারণ এই হোয়াইট সস ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে।

IMG_20230508_191842.jpg

IMG_20230508_192055.jpg

IMG_20230508_192119.jpg

IMG_20230508_192444.jpg

IMG_20230508_192530.jpg

IMG_20230508_192640.jpg

IMG_20230508_192844.jpg

IMG_20230508_192918.jpg

IMG_20230508_193024.jpg

IMG_20230508_193210.jpg
২. এবার একে একে শশা, টমেটো ও লেটুস পাতা কুচি কুচি করে কেটে নিতে হবে।

IMG_20230508_193920.jpg
৩. এরপর সেদ্ধ ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিতে হবে। তারপর সাদা অংশ একটা চামচ দিয়ে কুচি কুচি করে নিতে হবে। এবার দুইটি কুসুম ভেঙ্গে দিতে হবে।

IMG_20230508_194103.jpg

IMG_20230508_194151.jpg

IMG_20230508_194300.jpg

IMG_20230508_194326.jpg

৪. এবার ওই ডিমের কুসুমের ভিতর সব রকম কুচানো সবজি দিয়ে দিতে হবে। সেই সাথে হাতে তৈরি করা হোয়াইট সস দিয়ে দিতে হবে সাথে একটু হাপ চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একসাথে সবকিছু মেখে নিতে হবে।

IMG_20230508_194404.jpg

IMG_20230508_194439.jpg

IMG_20230508_194456.jpg

IMG_20230508_194621.jpg

IMG_20230508_194754.jpg

৫. এবার পাউরুটির চারপাশ ছুরি দিয়ে কেটে নিতে হবে।

IMG_20230508_193320.jpg

IMG_20230508_193444.jpg
৬.এরপর এক পিস পাউরুটির উপর হোয়াইট সস মাখানো এগ সবজি দিয়ে দিতে হবে।এবার এর উপর আর একটি পাউরুটি দিয়ে দিতে হবে। একটা ছুরি দিয়ে পাউরুটির কোনাকুনি কেটে নিতে হবে।

IMG_20230508_194850.jpg

IMG_20230508_194901.jpg

IMG_20230508_194947.jpg

IMG_20230508_195000.jpg

IMG_20230508_195039.jpg

IMG_20230508_195115.jpg
৭. এরপর এগ স্যান্ডউইচ গুলো ওভেনে হালকা গরম করে নিতে হবে।

IMG_20230508_200336.jpg
তৈরি হয়ে গেল সুস্বাদু এগ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ আপনারা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এমনকি সন্ধ্যায় একটু টমেটো সস এর সাথে স্যান্ডউইচ পরিবেশন করতে পারেন।

IMG_20230508_200329.jpg

IMG_20230508_200449.jpg

Sort:  
 2 years ago 

হোয়াটসঅ্যাপ পাস্তা নিজের হাতে বাসায় তৈরি করে খেতে কিন্তু ভালই লাগে। আমিও মাঝে মাঝে তৈরী করি। তবে আজকে আপনি হোয়াইট সস দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছেন নিজের হাতে সেটা দেখে মনে হচ্ছে অনেক ইয়াম্মি হয়েছে। আর নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে বৌদি। আমারতো দেখেই খেতে ইচ্ছা করছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাসায় মেয়োনিজ না থাকলে সত্যিই তো এভাবে বানিয়ে খাওয়া যাবে,একদম দারুণ একটা আইডিয়া।দেখেই বুঝা যাচ্ছে বেশ মজা হবে তা।

 2 years ago 

স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করি। কিন্তু এভাবে কখনো ঘরে তৈরি মেয়োনিজ ছাড়া এগ স্যান্ডউইচ খাওয়া হয়নি। মেয়োনিজ ছাড়াও আপনার এই পদ্ধতি অবলম্বন করে খুব মজাদার স্যান্ডউইচ তৈরি করতে পারবো। দাদার কাছে আপনার রেসিপির অনেক প্রশংসা শুনেছি আর আপনার রেসিপি দেখেই আমরা বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

দিদি আপনার নতুন ধরনের স্যান্ড উইচ দেখে খুব ভালো লাগলো রেসিপিটি। আমি বাসায় করবো এভাবে।মেয়োনিজ ঘরে নেই তো কি হয়েছে, এভাবে সহজে করে নেবো।মজার রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

Hello friends, if you support me, I will support you too. If you follow me, I trust you too.

Check here :- @ashutos

안녕하세요 친구들, 여러분들이 저를 지원해주신다면 저도 여러분들을 지원하겠습니다. 만약 여러분들이 저를 팔로우하신다면 저도 여러분들을 신뢰합니다.
IMG_20230412_225217.jpg

 2 years ago 

স্যান্ডউইচ খেতে আমার খুবই ভালো লাগে। তবে এরকম স্যান্ডউইচ আমি আগে কখনো খাইনি। বৌদির রান্নায় জাদু আছে সেটা দাদার কথা শুনেই বোঝা যায়। এই স্যান্ডউইচের রিভিউ দাদা কেমন দিয়েছিল জানাবেন কিন্তু বৌদি।

 2 years ago 

কমিউনিটিতে আমারও এরকম একটা পোস্ট করেছিলাম। কয়েক মাস আগে একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম। এভাবেই এগ স্যান্ডউইচ। তবে মেয়োনিজ ছিল আমারটায়। আর এত সবজি ছিল না।প্লেন চিজ, মেয়োনিজ দিয়ে একটা আনহেলদি স্যান্ডউইচ বানিয়েছিলাম। আর আমরা তো সকলেই জানি,আনহেলদি খাবার মানে সুস্বাদু। আপনার বানানো এই স্যান্ডউইচ টা বেশ হেলদি।যে কেউই খেতে পারবে। ভালো লাগলো রেসিপিটা দেখে। একদিন চেষ্টা করবো।

 2 years ago 

বাহ বৌদি বাড়িতে হোয়াইট সস তৈরি করি মেয়নেজ ছাড়া বেশ সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নিলেন। এ ধরনের এগ স্যান্ডউইচ খেয়ে নিশ্চয়ই দাদা এবং আমাদের টিন টিন সোনা বেশ মজা করে খেয়েছে। ধন্যবাদ বৌদি এত অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বৌদি আপনি খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে।স্যান্ডউইচ তৈরির দারুন একটি আইডিয়া পেলাম আপনার এই পোস্টটি পড়ে।স্যান্ডউইচ তৈরিতে ডিম এবং সবজিগুলো প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97530.27
ETH 3454.73
USDT 1.00
SBD 3.06