স্বরচিত কবিতা "ভালোবাসার কবিতা"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আবার নতুন একটি কবিতা নিয়ে চলে আসছি। তাহলে চলুন শুরু করা যাক।
"ভালোবাসার কবিতা "
এই কনকনে শীতের রাতে,
মন চায় তোমাকে কাছে পেতে।
তোমাকে নিয়ে হারিয়ে যাবো,
কুয়াশার চাদরে ঢাকা প্রভাতে।
চারিদিকের নিস্তব্ধতার মাঝে
দুজন দুজনার হাত ধরে।
মনের কথা বলবো দুজনে,
তোমার বুকেতে মাথা রেখে।
শিশির ভেজা ঘাসের উপরে,
জলের কনা চকচক করে।
ঘাসের উপর হাত বুলিয়ে,
মনের কথা যায় শুনিয়ে।
তুমি যে আমার চাঁদের কনা,
তোমায় ছাড়া আমি বাঁচবো না।
তোমাকে নিয়ে দেখা স্বপ্ন,
আমি তো আর ভুলতে পারিনা।
বহু লোকের ভীড়ে আমি তোমায় পেয়েছি,
তোমাকে এ জীবনে হারাতে চাই না।
মায়ার বাঁধনে বেঁধে রাখবো,
দূরে কখনো যেতে দেবো না।
তোমার জন্য আমার গাঁথা মালা,
ধীরে ধীরে যায় শুকিয়ে ।
এ জন্মে কি পাবো তোমায়,
দেবে কি আমায় দূরে সরিয়ে।
হয়তো একদিন শুধু আমায় ভালবাসবে,
তখন শুধু তুমি খুঁজবে আমায়।
হয়তো সেদিন আর পাবেনা,
শুধুই পাবে তুমি আমার লেখা কবিতায়।।
শুভ জন্মদিন বউদি। বেশ দারুন একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালোবাসা নিয়ে আপনি আপনার কবিতার প্রতিটি লাইনকে বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আর ভালোবাসার মানুষ নিয়ে এমন কবিতা গুলো পড়তে আমারও বেশ ভালো লাগে। দারুন করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ বউদি।
আশা করি প্রিয় বৌদি ভালো আছেন? আপনি বেশ সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। প্রিয়জনকে নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সবার ইচ্ছে জাগে। সত্যি নিস্তব্ধ গোধূলি সন্ধ্যায় প্রিয়জনের হাত ধরে মনে কথা গুলো বলার অনুভূতি বেশ দারুন। আসলে প্রিয় মানুষকে কখনো হারিয়ে ফেলা উচিত নয়। আপনার লেখা কবিতার এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । ভালো থাকবেন বৌদি।
ভালোবাসা নিয়ে লেখা কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এককথায় দুর্দান্ত একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতার প্রতিটি লাইন এতো সুন্দর হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কবিতাটি একেবারে মন ছুঁয়ে গিয়েছে বৌদি। আসলেই এই তীব্র শীতে প্রিয়জন পাশে থাকলে আর কিছুই লাগে না। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
অনেক সুন্দর একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার এই কবিতাটি আবৃত্তি করে। ভালোবাসাকে কেন্দ্র করে আজকে আপনি আমাদের মাঝে চমৎকার কবিতা শেয়ার করেছেন। সুন্দর লাগলো আপনার কবিতা।
ভালোবাসার কবিতা মানেই একটা অন্যরকম ভালো লাগা, একটা ভালোলাগার আবেগ কাজ করে! আপনার কবিতার প্রত্যেকটি লাইন দারুণ ছিল বৌদি! ভালোবাসার মানুষকে নিয়েই আমাদের যত স্বপ্ন, আশা। 🌼🦋
আপনার কবিতাগুলো সব সময় খুব ভালো লাগে। খুব সুন্দর কবিতা লিখেন আপনি। বিশেষ করে এমন সহজ ভাষায় কবিতা লিখলে পড়তে বেশি ভালো লাগে। কঠিন ভাষার কবিতাগুলো বুঝতে একটু কঠিন হয়। তাছাড়া এই শীতে সবাই চায় প্রিয়জনের কাছে থাকতে। সেই বিষয়টি খুব চমৎকার ভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন।
বাহ! দারুণ লিখেছেন বৌদি, সত্যি মুগ্ধ হলে গেলাম পুরো কবিতাটি পড়ে। আপনার কবিতাগুলো সব সময়ই দারুণ হয়।
হৃদয়ের মাঝে আছে যত কথা
সবগুলো সাজিয়েছি নিয়ে ভালোবাসা,
তুমি আছো বলেই হৃদয়ে ভাসে গল্প
তোমার স্বপ্ন হৃদয়ে থাকে সদা জাগ্রত।
অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা গুলা বরাবরি অনেক সুন্দর হয়। আপনার কবিতার মাঝে জটিল শব্দ গাথুনি পাওয়া যায় না। যার কারনে কবিতা পড়ে সুন্দর ভাবে বোঝা যায়। ভালোবাসার কবিতা পড়ে খুবই ভালো লাগলো।
ভালোবাসার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে বৌদি।হাজার লোকের ভিড়ে মন সবসময়ই প্রিয় মানুষটিকেই খোঁজে এটা একদম ঠিক কথা।প্রিয় মানুষ টিকে একবার চোখের আড়াল করলে যেনো দুচোখে অন্ধকার নেমে আসে।পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক এই প্রার্থনা করি।আপনার লেখা ভালোবাসার কবিতা টি অসাধারণ লেগেছে বৌদি।অসাধারণ একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বৌদি।ভালোবাসা নিরন্তর।❤️❤️❤️