"পেন্সিল স্কেচ দিয়ে ফুলের উপড় প্রজাপতির দৃশ্য"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই দুই তিন দিন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সেই মায়াপুর থেকে আসার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছি। সারাক্ষণ জ্বর জ্বর ভাব লাগছে। মাথায় ও পছন্দ ব্যাথা। আমাদের এখানে রথযাত্রা উপলক্ষ্যে অনেক বড় মেলা বসছে। শরীর খারাপের কারণে যেতে ও পড়ছি না।প্রতিদিন ভাবি আজকে যাই কিন্তু শরীরের জন্য আর হয়ে উঠছে না। আবার বাবুর স্কুল খুলছে। গতকাল বাবু স্কুল থেকে ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে ওর কাকার ঘরে ঘুমিয়েছিলো। তাই বলতে পারেন বিকেলে একটু ফ্রি ছিলাম। তাই ভেবেছিলাম অনেক দিন কোন কিছু আঁকতে পারি না। আসলে বাবুর জন্য হয়ে ওঠে না। তাই গতকাল বিকেলে একটু সুযোগ পেয়ে আঁকতে বসে পড়লাম। মাথা নিচু করে আঁকতে একটু কষ্ট হচ্ছিলো। তারপরও ড্রইং বন্ধ করিনি। এর ভিতরে আপনাদের দাদা দেখে একটু রাগ করছিলো।শরীর ভালো না কিন্তু আমি রেস্ট না নিয়ে এই সব করছি তাই। ওকে শান্ত করে ঔষধ খেয়ে বাকি টুকু কমপ্লিট করলাম। খুবই সিম্পল একটি ফুল। একবার ভেবেছিলাম বিভিন্ন রং দিয়ে কালার করবো। কিন্তু শরীর আর সাড়া দিচ্ছিলো না। তাই তাড়াতাড়ি পেন্সিল স্কেচ করে দিলাম। জানিনা আপনাদের কেমন লাগবে। একবার ভেবেছিলাম পোস্ট করবো না। কিন্তু আপনাদের দাদা বললো ভালো হয়েছে। তুমি পোস্ট করো।তুমি যে শরীর খারাপ নিয়ে এটুকু করেছো।এটাই তো অনেক করেছো। আশা করি, আপনাদের ও ভালো লাগবে।

IMG_20230621_173415.jpg

IMG_20230621_173534.jpg
উপকরণ:
১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রবার

IMG_20230621_155443.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটি ফুল এঁকে নিলাম। ফুলের উপর একটা প্রজাপতি এঁকে দিলাম। দেখে মনে। হবে ঠিক যেন ফুলের মধু খেতে এসছে।

IMG_20230621_163916.jpg

IMG_20230621_164035.jpg

IMG_20230621_164141.jpg

IMG_20230621_164319.jpg

IMG_20230621_164922.jpg

IMG_20230621_165044.jpg
২. এবার ফুল গুলো কালো রং দিয়ে একটু গাঢ় করে নিতে হবে। এরপর পেন্সিল স্কেচ করে দিলাম।

IMG_20230621_165536.jpg

IMG_20230621_172857.jpg

IMG_20230621_173233.jpg

IMG_20230621_173222.jpg

IMG_20230621_171507.jpg

IMG_20230621_170119.jpg

IMG_20230621_172406.jpg

IMG_20230621_173338.jpg
অবশেষে আমার আমার আঁকা কমপ্লিট হলো। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে ফুলের উপর প্রজাপতি বসে থাকার দারুণ একটা চিত্র অঙ্কন করে আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি। খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা এই প্রজাপতি সহ ফুলের চিত্রটি।

 2 years ago 

বৌদি রং ছাড়াই তো আজকের আর্টটি বেশ সুন্দর লাগছে। তার উপর নাকি আবার আপনি অসুস্থ্য। এই অসুস্থ্য শরীর নিয়ে কি করে যে এত সুন্দর আর চমৎকার একটি আর্ট করলেন তাই তো ভাবছি। এখন সিজন খারাপ তাই ঘরে ঘরে মানুষ অসুস্থ্য হচ্ছে। একটু সাবধানে থাকবেন বৌদি। দোয়া রইল আপনার প্রতি যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৌদি পেন্সিলের স্কেচ দিয়ে ফুলের উপর প্রজাপতি দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগছে। অসুস্থ শরীর নিয়ে দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। চিত্রাংকন টি আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বৌদি আপনার শরীর খারাপের কথা শুনে সত্যিই খারাপ লাগলো। এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাই তো সবাই অসুস্থ হয়ে পড়ছে। আপনি আপনার অসুস্থ শরীর নিয়েও এই সুন্দর আর্ট করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। দাদা আপনার প্রতি সত্যিই অনেক যত্নশীল। এছাড়া আপনি সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ♥️। ফুলের উপড় প্রজাপতির দৃশ্য অংকন করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো বৌদি।


প্রিয় বৌদি, @tanuja

  • ছবি অঙ্কনের সম্পূর্ন ধাপগুলি দেখলাম । একের পর এক ধারাবাহিক ভাবে গড়ে তোলা ফুলের উপর প্রজাপতির ছবিটি অসাধারণ সুন্দর দেখতে হয়েছে । আমি ছবি অঙ্কন করতে পছন্দ করি । অপনার অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লাগলো । যদিও আপনি অসুস্থ্য সাবধানে থাকবেন । আপনার জন আশীর্বাদ রইলো ।

পোস্টটির জন্য ধন্যবাদ
 2 years ago 

বৌদির সৃষ্টিকর্তার কাছে প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। মাথায় যন্ত্রণা করলে মাথা নিচু করে কোন কিছু করলে মাথায় আরো যন্ত্রণা বেড়ে যায়। যাহোক এতকিছু মেনটেইন করে আপনি পেন্সিলের স্কেচ দিয়ে ফুলের উপর প্রজাপতির দৃশ্য তৈরি করেছেন। আপনার তৈরি প্রজাপতি দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। এত চমৎকার একটি ফুলের উপর প্রজাপতি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন বৌদি আপনাকে অনেক ধন্যবাদ। পরিশেষে আপনার পুনরায় সুস্থতা কামনা করছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পেন্সিল দিয়ে অসাধারণ সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপনি। আপনার অংকন করা প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর লাগছে। একই সাথে ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বৌদি আপনার শারীরিক অসুস্থতা শুনে অনেক খারাপ লাগলো। প্রথমে আপনার শারীরিক সুস্থতার জন্য বিধাতার কাছে দোয়া করছি বিধাতা যেন আপনাকে সুস্থ করে দেন। পেন্সিলের অঙ্কন গুলো দেখতে অসাধারণ লাগে।আমার কেন জানি মনে হয় এই অঙ্কন গুলোর মধ্যে একটি আলাদা সুন্দর্য লুকিয়ে থাকে। পেন্সিল দিয়ে ফুলের উপর প্রজাপতি বসে থাকা খুব সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করেছেন।অনেক ইউনিক একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

বৌদি আপনার দ্রুত সুস্থতা কামনা করি।এখন আবহাওয়ার জন্য কমবেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে।যাইহোক পেন্সিল স্কেচগুলি আমার কাছে খুবই ভালো লাগে।আপনি শরীর খারাপ নিয়ে দারুণ এঁকেছেন ফুল ও প্রজাপতির চিত্র।আমার কাছে ভালো লেগেছে, ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105501.72
ETH 3331.30
SBD 4.03