এসো নিজে করি " টমেটো দিয়ে তৈরি গণেশ"
Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সকালে টমেটো দিয়ে গণেশ ঠাকুর বানিয়েছি। আজ তাই আপনাদের সাথে শেয়ার করব। আজ সকালে মা টমেটো দিয়ে চাটনি রান্না করবে। তাই ফ্রিজ থেকে বের করে রাখছে। কিছুদিন ধরে ভাবছি গণেশ বানাবো কিন্তু কি দিয়ে বানাবো বুঝতে পারছি না। সবাইতো কাগজ ও প্লে ডো তৈরি করে।বা কেউ পেনসিল দিয়ে আঁকে ।আমি ভিন্ন রকম কিছু তৈরি করতে ভালো লাগে। আমার সবদিন আনকমন জিনিস ভালো লাগে। তাই ভাবলাম আজ টমেটো দিয়ে বানালে কেমন হয়। বিয়ের আগে তো মাঝে মাঝে সবজি দিয়ে ফুল পাতা বানাতাম।কিন্তু এখন আর সময় পাইনা তাই বানানো হয় না। আমি টমেটো দিয়ে গণেশ ঠাকুর বানিয়েছি।আশা করি, আপনাদের ভালো লাগবে।
উপকরণ:
১. টমেটো -৪ টি
২. টুথপিক
৩. কাজল
৪. ক্রিম
৫. ছুরি
প্রস্তুত কারক:
১.প্রথমে দুটি টমেটো নিতে হবে। নিচে একটি বড় টমেটো ও অন্য টি ছোটো। বড়ো টমেটো নিচে ও ছোটটি উপরে দিয়ে একটি টুথপিক দিয়ে লাগিয়ে দিতে হবে।
২. এবার আর একটি টমেটো নিয়ে ছুরি দিয়ে তার দুই পাশ কেটে নিতে হবে। দুই টুকরো করে নিতে হবে।
৩. ওই দুই টুকরোকে ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিতে হবে।
৪. এবার দুই টুকরো নিয়ে দুটো লাগানো টমেটোর ঠিক নিচের টমেটোর নিচের দিকে টুথপিক দিয়ে টুকরো দুটি লাগিয়ে নিতে হবে।
৫. এবার বাকি টুকরো দুটি জোড়া লাগানো উপরের টমেটোর দুই পাশে টুথপিক দিয়ে লাগিয়ে দিতে হবে।
৬. আপনারা দেখবেন গণেশের মাথা হাতির মাথা। তাই শুর থাকে । এবার শুর বানাতে হবে। তাই একটা টমেটো নিয়ে ছুরি দিয়ে সরু লম্বা করে কেটে নিলাম।
৭.এবার সরু লম্বা করে কাটা টমেটো উপরের টমেটোর হালকা নিচের দিকে টুথপিক দিয়ে লাগিয়ে দিতে হবে।এবং শুর টি নিচের দিকে নামিয়ে দিতে হবে।
৮. আর একটি টমেটোর পাশ কেটে নিয়ে কাটা পাশ টিকে মাঝ বরাবর কেটে নিতে হবে।
৯. ওই দুই টুকরো কে উপরের টমেটোর দুই পাশে টুথ পিক দিয়ে লাগিয়ে দিতে হবে।তাহলে গণেশের কান তৈরি হলো।
১০. এবার গণেশের চোক বানাতে হবে। এবং সাজিয়ে দিতে হবে। কিন্তু তিলক মাটি দেওয়া সম্ভব হলো না তাই ভাবলাম আমার ক্রিম আর কাজল দিয়ে বাকি টুকু করি। তাই কাজল দিয়ে চোক বানালাম।
১১. এবার ক্রিম দিয়ে গণেশের কপালে তিলক এঁকে দিলাম। আর শুর এবং হাত পা ,কান নিজের মন মতো সাজিয়ে দিলাম।
১২.আপনারা নিজের মতো করেও সাজাতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের " টমেটোর গণেশ" ।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর ভাবে টমেটো দিয়ে গণেশ তৈরি করেছেন। আপনার চিন্তা শক্তি প্রখর। আমার মাথায় কোনদিন চিন্তা আসে নাই যে টমেটো দিয়ে কোনো কিছু তৈরি করা সম্ভব। শুভকামনা রইল দিদি।
দেখতে অনেক কিউট লাগছে, অসাধারণ বানিয়েছেন বৌদি। অনেক সুন্দর ভাবে ধাপগুলো বর্ণনা দিয়েছেন, আমার ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।
ওরে বুদ্ধিরে! বৌদির মাথায় এতো বুদ্ধি, জানতাম নাতো, হি হি হি
যেমন ভাবনা তেমন কাজ, খুবই নিখুঁতভাবে আপনি এটি তৈরী করেছেন। প্রতিটি স্টেপ বেশ দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। আসলে যে কোন বিষয়ে ভাবনা এবং সঠিক প্রচেষ্টা সেটাকে সার্থক করে তুলতে পারে, যেটা আপনি প্রমান করলেন। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
টমেটো দিয়ে এত সুন্দর বানানো যায় আমি চিন্তাই করতে পারছিনা। খুবই সুন্দর বানিয়েছেন আপু। আপনার বুদ্ধির তুলনা হয়না ,অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অসাধারণ হয়েছে দিদি। সত্যিই দিদি আপনার মাঝে অনেক প্রতিভা রয়েছে, কারণ দিদি তো আমাদের মাঝে আর নতুন নতুন কিছু শেয়ার করতেছে। শুভেচ্ছা ও অভিন্দন দিদি।
বৌদি আপনার মাথায় কি সারাদিন নতুন কিছু করার বুদ্ধিগুলো কিলবিল কিলবিল করে!!
এই আইডিয়া তো আমি হাজার ভাবলেও মাথা আসবেনা আর আপনি কি চমৎকার করে বানিয়ে ফেললেন।বুঝাই যাচ্ছে আপনার সব কিছুর হাত ই চমৎকার।
দারুণ হয়েছে বৌদি।এককথায় অসাধারণ।
জয় সিদ্ধিদাতার জয়!
ধন্যবাদ বৌদি।
আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব দক্ষতার সাথে নতুন কিছু তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য রইল শুভকামনা। ♥️♥️♥️
একদম অসাধারণ বৌদি । ইউ অলওয়েজ প্রুফ, ইউ আর গ্রেট। বেস্ট উইশ।
ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর হয়েছে। দারুন ভাবে পাকা টমেটো দিয়ে গণেশ ঠাকুর তৈরি করেছেন। যা সত্যিই অনেক প্রশংসনীয় । অনেক অনেক শুভেচ্ছা নিবেন বৌদি।