এক বছর আগে প্রথম লকডাউন এ নিজের লেখা কবিতা " মহামারী করোনা ভাইরাস"
image source: copyright freepixabay || image credit: MiroslavaChrienova
Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কবিতা " মহামারী করোনা ভাইরাস"। এটি আমি গত বছর লকডাউন এ লিখেছিলাম। প্রথমবার লকডাউনে ঘরে বসে এটি লিখছিলাম। তাহলে চলুন শুরু করা যাক।
"মহামারী করোনা ভাইরাস"
জৈব অস্ত্র তৈরি করতে
চেয়েছিলো চীন
সেটা তৈরি করতে গিয়ে
বিশ্বের নেমে এলো দুঃখের দিন।
সেই অস্ত্র থেকে
জন্ম নিল অজানা ভাইরাস
বর্তমানে নামটা সকলের জানা
করোনাভাইরাস।
চীন থেকে জন্ম নিয়ে
চীনকে করলো গ্রাস,
ইটালি আমেরিকা ভারত কেউ
ছাড়লো না এই করোনাভাইরাস
এটা এখন পৌঁছে গেছে
বিভিন্ন দেশে দেশে
সব দেশ ভাবছে শুধু
কি করে আনা যাবে একে বশে
ভারতের এটা আসামাত্রই
ভারতবাসী পড়িল চিন্তায়,
সকলে ভাবে শুধু
কি করে একে দূর করা যায়।
ভারত সরকার ভাবলেন তখন
জনতা কারফিউ করতে হবে জারি
তবেই আমরা আটকাতে পারব
আমাদের দেশের মহামারী।
জনতা কারফিউ জারি করে
সরকার সফলতা পেলেন
তারপর সরকার দেশে
লকডাউন ঘোষণা করেন,
স্কুল কলেজ সব বন্ধ হল
বন্ধ টেক্সি ভ্যান।
করণার জন্য অর্থনীতিতে
সমস্যা দেখা দিল
সব জিনিসের দাম বাড়লো
কিছু মানুষের ব্যাবসা ঘুঁচে গেলো।
করোনা মোকাবিলার জন্য
এখন নেই কোনো ভ্যাকসিন
নেই কোন ইনজেকশন
নেই কোন মেডিসিন
করোনা কে রুখতে হলে
বাইরে বেরোনো যাবেনা
তবে মুশকিল একটাই
কিছু মানুষ মানতে এটা পারবে না।
বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে বৌদি ,আসলেই মহামারীর কথা চিন্তা করলে এখনো শরীরে কাঁটা দেয় ।
আমার কাছে মনে হল আপনি আমাদের জীবনের দুই আড়াই বছর কে একসাথে করে একটি কবিতার মধ্যে লিখেছেন। আসলেই চীন এমন একটি জিনিস তৈরি করেছে যা আমাদের জীবনে ভয়ঙ্কর একটি অবস্থা তো নামিয়ে এনেছেই সঙ্গে তাদের জীবন ও শেষ হয়েছে। আর এখন এমন অবস্থা যে বাসা থেকে বের হতে পারব না। কিন্তু তাও তো মানা সম্ভব না কারণ কাজ তো থাকেই। ধন্যবাদ বৌদি। আপনার লেখা সবসময় অনেক বেশি ভালো হয়, আমি আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি।
হ্যা ঠিক বলেছেন।ধন্যবাদ আপু।
করোনা ভাইরাসের উপর অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাবী।আসলে আপনার তুলনা হয়।আপনার প্রতিভার প্রশংসা না করে পারা যায় না।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি কবিতা লেখার জন্য।
ধন্যবাদ
করোনা ভাইরাস 😳। সেই ভয়াবহ দিনগুলোর কথা যেন আবার মনে করিয়ে দিলেন। ঐ সময়ের কথা মনে পড়লেই যেন মনটা হু হু করে উঠে।
কবিতা টা অসাধারণ লিখেছেন। যেমন সুন্দর কবিতার ছন্দ ঠিক সেরকম অর্থপূর্ণ। ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার ছিল।।
ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
করোনাভাইরাস এর উপর সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। সত্যিই আপু করোনাভাইরাস ঠেকানোর জন্য আমাদের অনেক মোকাবিলা করতে হয়েছে। সেটা ছোট থেকে শুরু করে বড় রা পর্যন্ত। আমাদের একটাই চাওয়া সবার প্রত্যেকটা দেশ থেকে এ ভাইরাস পরি মুক্ত হোক।
দিদি, করোনা ভাইরাস কে নিয়ে অসাধারণ একটি কবিতা আপনি লিখেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। তবে এটা সত্যি যে সিন করুণা ভাইরাসকে জৈব সার হিসেবে ব্যবহার করতে গিয়ে আজ সারা বিশ্বকে দাঁড়া এক বিপদের দিকে ঠেলে দিয়েছে। অনেক অনেক শুভকামনা রইল দিদি আপনার জন্য।
দিদি আপনার কবিতাটি পড়ে ভাবছিলাম সত্যিই আমরা কত ভয়ানক দিন পার করে এসেছি। জানিনা সমনের দিন গুলো কি হবে। আমরা ইশ্বরের কৃপায় বেচে আছি তবে কিভাবে নিজেরাও জানি না। কেউ মানতে চায়নি লকডাউন আবার কেউ ফুলে ফেপে উঠেছে করোনা কালীন সময় । সত্যি অসাধারন লিখেছেন কবিতাটি। ভাল থাকবেন সাবধানে থাকবেন। শুভেচ্ছা ।
অনেক সুন্দর হয়েছে কবিতাটি।আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।অনেক অনেক শুভেচ্ছা রইলো বৌদি।
সত্যি আপু আপু বাস্তবতার কথা তুলে ধরেছেন। চীন এটি তৈরি করল আর নিজেই ধ্বংস হলো আবার আমাদের দেশের সরকার এই কারণে লকডাউন দিল পড়াশোনা বন্ধ হলো। খুবই বাস্তবতার কথা তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো। অনেক দক্ষতা নিয়ে আপনি কবিতাটি লিখেছেন ভালো ছিল