স্বরচিত নতুন আর একটি কবিতা " সমুদ্রের বিশাল জলরাশি"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গেছে। সবাইকে জানাই ভালোবাসা সপ্তাহের আন্তরিক শুভেচ্ছা। আর যে যেখানে আছেন সবাই তার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকেন। এই ভালোবাসার সপ্তাহে যদি একটা কবিতা না লিখলে ভালো লাগে বলেন তো। তাই তাড়াতাড়ি সকালে একটি কবিতা লিখে ফেললাম। তাহলে চলুন শুরু করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20210704_172917.jpg

" সমুদ্রের জলরাশি "

সমুদ্র আমায় প্রেমিক করে উরু উরু মন
পূর্ণিমাতে জোছনা বিলাস যেনো তোমার মন হরন।
খালি পায়ে বালুর তটে তোমার পদচিহ্ন,
চলার পথে ঝড় উঠলে ও বাধন হবে না ছিন্ন।

সমুদ্রের কল্লোল বুকের বাম পাশে তে লাগে
ছয় তারের সুরের তালে প্রেমের হাওয়া জাগে।
হাতের মুঠোয় রক্ত পলাশ নীল শাড়িতে দেবী মূর্তি,
ঊর্বশীর সৌন্দর্য্যে সমুদ্র ও খায় খাবি।

নীল সমুদ্রের জল খেলী প্রিয় মানুষটির সঙ্গে।
জল দেবী ও তোমার সাথে খুনসুটিতে মাতে,
দক্ষিণা বাতাস ফিসফিসিয়ে ভালোবাসা জানায়,
গাংচিলেরা উড়ে বেড়ায় তোমার পাহারায়।

তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়
কেয়া পাতার নৌকা ভাসাই সাজের বেলায়,
নীল সাগরে ভাসিয়ে দিবো সকল শূন্যতা।
তোমার মাঝেই আমার সকল পূর্ণতা।।

Sort:  
 3 years ago 

তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়
কেয়া পাতার নৌকা ভাসাই সাজের বেলায়,
নীল সাগরে ভাসিয়ে দিবো সকল শূন্যতা।
তোমার মাঝেই আমার সকল পূর্ণতা।

বৌদি আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিলেন। আসলেই সমুদ্রের জলরাশি কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে এই লাইনটি আরো বেশ ভালো লেগেছে। এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো,সেই আশায় রইলাম।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

নীল সমুদ্রের জল খেলী প্রিয় মানুষটির সঙ্গে।
জল দেবী ও তোমার সাথে খুনসুটিতে মাতে,
দক্ষিণা বাতাস ফিসফিসিয়ে ভালোবাসা জানায়,
গাংচিলেরা উড়ে বেড়ায় তোমার পাহারায়।

আপনার কবিতাগুলো এক কথায় অসাধারণ লাগে। প্রতিটি লাইন মন ছোঁয়ে যায়। প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কবিতাটি পারফেক্ট। আশা করি আরো এমন সুন্দর সুন্দর কেবিতা আমাদের উপহার দিবেন। দিদি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়
কেয়া পাতার নৌকা ভাসাই সাজের বেলায়

সমুদ্রের বিশাল জলরাশি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন বৌদি । সমুদ্রের বিশালতা সত্যিই উপভোগ করার মতো বৌদি । আপনি খুব সুন্দর করে সমুদ্রের জলরাশি মধ্যে আপনার অনুভূতি গুলো তুলে ধরেছেন প্রত্যেকটি লাইনে । আমার কাছে ভাল লেগেছে আপনার কবিতাটি । একদম মুগ্ধ হয়ে গেলাম পড়ে।

 3 years ago 

সমুদ্রের বিশাল জলরাশি কবিতাটি পড়ে সত্যিই আমি এতটাই মুগ্ধ হয়েছি যা আপনাকে বলে বোঝানো সম্ভব না। এত সুন্দর করে প্রতিটি লাইন লিখেছেন যার প্রতিটি লাইনের সাথে জড়িয়ে আছে আপনারা দাদার ভালোবাসা ছিন্ন। আর আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল রাশি রাশি ভালোবাসা।

তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়
কেয়া পাতার নৌকা ভাসাই সাজের বেলায়,
নীল সাগরে ভাসিয়ে দিবো সকল শূন্যতা।
তোমার মাঝেই আমার সকল পূর্ণতা।

এই কয়টা লাইন মার্ক করলাম, শেষ ভালো যার, সব ভালো তার। আর এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আবারো জানাই রক্তিম শুভেচ্ছা বৌদি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সমুদ্র আমায় প্রেমিক করে উরু উরু মন
পূর্ণিমাতে জোছনা বিলাস যেনো তোমার মন হরন।
খালি পায়ে বালুর তটে তোমার পদচিহ্ন,
চলার পথে ঝড় উঠলে ও বাধন হবে না ছিন্ন।

বৌদি কবিতা টি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটিতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। সত্যিই সুন্দর লিখছেন বৌদি। সবারই মনে ভালোবাসা বেঁচে থাকুক এই কামনাই করি। শুভকামনা রইল বৌদি আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইলো ভাইয়া।

সমুদ্রের বিশাল জলরাশি কবিতাটি অনেক সুন্দর হয়েছে বৌদি। আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে।কবিতার প্রতিটি লাইন সহজ সরল সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন।প্রতিটি লাইনের গভীরতা অনেক বেশি পরে বুঝতে পারলাম।ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য বৌদি।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি পড়ার জন্য।

 3 years ago 

দিদি প্রথমেই এই ভালোবাসার সপ্তাহে আপনাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। কি সুন্দর কবিতাটা লিখেছেন।প্রত্যেকটা লাইন পড়লে মন ছুঁয়ে যাচ্ছে।

সমুদ্র আমায় প্রেমিক করে উরু উরু মন
পূর্ণিমাতে জোছনা বিলাস যেনো তোমার মন হরন।
খালি পায়ে বালুর তটে তোমার পদচিহ্ন,
চলার পথে ঝড় উঠলে ও বাধন হবে না ছিন্ন।

দারুন একটি কবিতা লিখেছেন।অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।ভালোবাসা রইলো অনেক।

 3 years ago 

দিদি আপনার জন্য ও অনেক অনেক ভালোবাসা রইলো।

তোমার সাথে ডুবতে রাজি প্রেমের দরিয়ায়
কেয়া পাতার নৌকা ভাসাই সাজের বেলায়,
নীল সাগরে ভাসিয়ে দিবো সকল শূন্যতা।
তোমার মাঝেই আমার সকল পূর্ণতা।।

একটা মানুষের মনে কতটা ভালোবাসা থাকলে ভালোবাসা নিয়ে এমন সুন্দর একটা কবিতা লেখা যায় তা আপনাকে না দেখলে বুঝতাম না আপু। সত্যি অসাধারণ হয়েছে কবিতাটি আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সমুদ্রের কল্লোল বুকের বাম পাশে তে লাগে
ছয় তারের সুরের তালে প্রেমের হাওয়া জাগে।

আহা কবিতার কি গভীরতা কি সুন্দর ছন্দ। কবিতাটি পড়ে মনটা ভরে গেল। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সমুদ্রের কল্লোল বুকের বাম পাশে তে লাগে
ছয় তারের সুরের তালে প্রেমের হাওয়া জাগে।

আপনি দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন বৌদি। আপনার কবিতার ভাষার মাঝে মিশে রয়েছে মনের অনেক অজানা কথা। অনেক সুন্দর ভাবে আপনি আপনার মনের আবেগ গুলো কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন। দারুন একটি কবিতা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100331.97
ETH 3646.26
USDT 1.00
SBD 3.05