মিষ্টির রেসিপি " পাকা আমের লাড্ডু"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি মিষ্টির রেসিপি শেয়ার করবো। সত্যি বলতে আমি মিষ্টি খুব একটা ভালো তৈরি করতে পারি না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি।তাই আজ আমি পাকা আমের লাড্ডু তৈরি করেছিলাম। তবে লাড্ডু আমি পছন্দ করি না। তবে আম আমার খুবই পছন্দের। বেশ কিছুদিন ধরে ভাবছি পাকা আম দিয়ে কিছু একটা তৈরি করি। কিন্তু কি করবো বুঝতে পারছিলাম না। হটাৎ মাথায় এলো লাড্ডু তৈরি করা যাক। যেই ভাবনা সেই কাজ।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।তাহলে চলুন শুরু করা যাক। এটি অনেক টেস্টি একটি খাবার। আসলে পাকা আমের লাড্ডু খেতে এত মজা লাগে জানাই ছিলো। যে এই লাড্ডু খাবে সেই এই খাবারের প্রেমে পড়ে যাবে।

IMG_20220804_165235.jpg
উপকরণ:
১. পাকা আম - ৩ টি
২. লিকুইড দুধ - ৩ কাপ
৩. চিনি - ২ কাপ
৪. ঘি - ৩ চামচ
৫. গুড়ো দুধ - ১ কাপ
৬.লবণ - ১ চামচ

IMG_20220624_184957.jpg

পাকা আম
IMG_20220804_150816.jpg
সুজি

IMG_20220804_155406.jpg
গুড়ো দুধ

IMG_20220624_191019.jpg
লিকুইড দুধ

IMG_20220624_185628.jpg
চিনি
প্রস্তুত প্রণালী:
১.প্রথমে পাকা আম গুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমার পাল্প বের করে নিতে হবে।

IMG_20220624_185234.jpg

IMG_20220624_185416.jpg
২. এই পাল্প ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে একটা পাত্রে রেখে দিতে হবে।

IMG_20220624_185953.jpg

IMG_20220804_153017.jpg
৩. চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। এবার কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘি গরম হয়ে এলে ১ কাপ সুজি দিয়ে ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গেলে ১ কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে।

IMG_20220804_151018.jpg

IMG_20220804_151057.jpg

IMG_20220804_152139.jpg

IMG_20220804_152504.jpg

IMG_20220804_152515.jpg

IMG_20220804_152550.jpg
৪. এবার পুরো দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও দুই কাপ দুধ দিয়ে আবার রান্না করে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করতে হবে। সুজি যখন শুকিয়ে যাবে তখন আমের পাল্প দিয়ে দিতে হবে।এবার একে একে ২ কাপ চিনি , এক চিমটি লবণ ও এক কাপ গুড়ো দুধ দিয়ে আবারও রান্না করতে হবে। চিনি দেওয়ার পর সুজি অনেকটা নরম হয়ে যাবে। সুজি নাড়তে থাকতে হবে কিছু সময় পর সুজি একটু শক্ত হয়ে আসলে ২ চামচ ঘি দিয়ে দিতে হবে। এবার আবার নাড়তে থাকতে হবে। কড়াই থেকে থেকে যখন সুজি ছেড়ে দেবে এবং অনেকটা শক্ত হয়ে যাবে তখন একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20220804_152754.jpg

IMG_20220804_152940.jpg

IMG_20220804_153028.jpg

IMG_20220804_153154.jpg

IMG_20220804_153249.jpg

IMG_20220804_153429.jpg

IMG_20220804_153805.jpg

IMG_20220804_155434.jpg

IMG_20220804_155820.jpg

IMG_20220804_155831.jpg

IMG_20220804_160612.jpg

IMG_20220804_160632.jpg

৫.এবার সুজি থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিতে হবে। ঠিক একই ভাবে সব কয়টি করে নিতে হবে।

IMG_20220804_162107.jpg

IMG_20220804_162442.jpg

IMG_20220804_162509.jpg

IMG_20220804_165235.jpg
তৈরি হয়ে গেল সুস্বাদু পাকা আমের লাড্ডু। এটি যেকোনো পূজা উপলক্ষে তৈরি করা যায়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

IMG_20220804_191236.jpg

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারণ পাকা আমের লাড্ডু তৈরির করেছেন। পাকা আমের লাড্ডু দেখে আমার জিভে জল এসে গেল। আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পাকা আমের লাড্ডু দেখেই তো খেতে ইচ্ছে করছে।পাকা আমের লাড্ডু তৈরির প্রক্রিয়াগুলো অতি চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।পাকা আমের লাড্ডু তৈরির চার নাম্বার ধাপটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অতি লোভনীয় পাকা আমের লাড্ডু তৈরির রেসিপি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বৌদি আমের লাড্ডু কখনো খাওয়া হয়নি পাশাপাশি আমের মিষ্টিও কখনো খাইনি। এ কথা জেনে ভালো লাগলো আপনি আমের মিষ্টি ভালো তৈরি করতে না পারলেও চেষ্টা করছেন। আপনার আমের লাড্ডু তৈরি প্রক্রিয়া খুব ভালো লেগেছে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দক্ষ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ! বৌদি।এটাতো একদম ইউনিক কিছু ছিল।আমি জাস্ট বাকরুদ্ধ।রেসিপি পড়েই তো হা হয়ে গিয়েছি নাজানি খেতে কতটা সুস্বাদু হয়েছে।
প্রেমে পরতে চাই এই লাড্ডুর,সুযোগ কি হবে কখনো?😁

 2 years ago 

বৌদি আপনার পাকা তালের লাড্ডু দেখে জিভে জল চলে এলো। খেতে মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক ভালো ভাবে দেওয়া আছে।আপনার লাড্ডু দেখে আমি ও শিখে নিলাম।এভাবে একদিন বাসায় তৈরি করবো। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পাকা আমের লাড্ডু তৈরি করেছি। পাকা তাল নয়।

 2 years ago 

দেখেই তো আমার জিভে পানি চলে আসছে। পাকা আমের লাড্ডু আগে কখনো নাম শুনি নাই। এই প্রথম দেখলাম। আপনার এই ধরনের ইউনিক রেসিপি গুলো আমার কাছে বেশ লাগে। লাড্ডু গুলো দেখে বেশ সুস্বাদু লাগছে। যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আমের লাড্ডুর রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সত্যি কথা বলতে আম দিয়ে যে লাড্ডু তৈরি সম্ভব এটা আমার কাছে জানা ছিল না। আমার কাছে সত্যি একটি ইউনিক আইটেম ছিল এটি। তবে রান্নার প্রস্তুতিটা দেখে মনে হল যথেষ্ট সহজ। আশা করি খেতে সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

পাকা আমের লাড্ডু আমি একবার তৈরি করেছিলাম। কিন্তু দেখতে আপনার মত অতটা ভালো হয়নি ।আপনি তো দেখছি অসাধারণভাবে তৈরি করেছেন ।আর লাড্ডুগুলো দেখতেও বেশ মনে হচ্ছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। আপনার রেসিপি দেখে পারফেক্ট ভাবে শিখে নিলাম।

 2 years ago 

ওয়াও বৌদি এই প্রথম এমন রেসিপি দেখতে পেলাম। পাকা আম দিয়ে এত সুন্দর লাড্ডু তৈরি করতে এর আগে কখনোই দেখিনি। অনেক পরিশ্রম হয়েছে আপনার এই রেসিপিটি তৈরি করতে তবে স্বাদ যদি একটু বেশি হয় কষ্ট করতে কার না ভালো লাগে। জাস্ট অসাধারণ রেসিপি করেছেন বৌদি।

 2 years ago 

দারুণ কিছু দেখালেন বৌদি, এই জন্যই আপনার রেসিপিগুলোর অপেক্ষায় থাকি সর্বদা, আজ যেমন নতুন একটা রেসিপি শিখলাম। অবশ্যই ট্রাই করবো এটা আমি। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.040
BTC 96876.24
ETH 3451.68
SBD 1.58