নিজের লেখা একটি ছোটো কবিতা" জীবন সমুদ্র"

in আমার বাংলা ব্লগ3 years ago

Hello
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই কেমন আছেন। আজ আমি আপনাদের সাথে একটি নিজের লেখা কবিতা শেয়ার করব। আমি মাঝে মধ্যে একটু লিখার চেষ্টা করি। আর আমার ডাইরি লিখার অভ্যাস আছে। আর আমার কবিতা ও গল্প পড়তে ভালো লাগে। আগে কখনো লিখার চেষ্টা করিনি। এখন আপনাদের জন্য মাঝে মাঝে একটু আধটু লিখার চেষ্টা করি। এ সব কিছুই আপনাদের জন্য। আপনাদের অনুপ্রেরণা ও সাপোর্ট না পেলে কিছুই পারতাম না। এ জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আর এক জনের কথা না বললেই নয়। সে হলো আমার প্রিয় মানুষটার জন্য।ও আমাকে উৎসাহ না দিলে আমি কিছুই পারতাম না। আজ আর একটি কবিতা লিখার চেষ্টা করছি। আশা করি, আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210304_155038.jpg
"জীবন সমুদ্র"
একবার ছুঁয়ে দেখো ম্যাজিক হয়ে যাবে
জীবন অনেক বড় তুমি যতটা ভাবো
তার থেকে অনেক বড়।
সেই বড় জীবনে তুমি অনেক ছোট হয়ে আছো
একবার অন্ধকার থেকে বেরিয়ে আসো।
দেখো দুচোখ ভরে বুক ভরে নাও নিঃশ্বাস
আমার সারা অন্তর জুড়ে আলো আর আলো
তুমি বড় হও তুমি বড় জীবনকে নিয়ে
আরো এগিয়ে যাও।
একদিন শেষ রাতে পূর্ণিমা চাঁদ কে সাথে নিয়ে
আমি বেরিয়ে পড়েছি একাকী,
পথ চলেছি অজানা উদ্দেশ্যে।
ভোর হলে আমি পৌঁছে যাবো অচিন নগরে।
আমাকে কেউ চিনবে না,
সবাই জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকাবে।
উত্তর তাদের কারও কাম্য নয়,
আমার উত্তর দেবার দায় আছে,
তুমি আর অন্ধকারে নিজেকে আটকে রেখো না।
আলোর মিছিলে তোমাকে বড় দরকার।
জীবন সমুদ্রের মাঝে।
তুমি পৌছে দাও তাদের নিজ নিজ ও তীরে।
তোমাকে আরো বেশি দরকার,
আমার এই রাস্তায় এই অচিন নগরে।
আমার একটা হাত চাই,
যে হাতটা ধরে আমি একটু সাহস পাব।।

Sort:  
 3 years ago 

মানুষ তার জীবনকে সুখী করার জন্য অনেক কিছু করে। জীবনের জন্যই সবকিছু। জীবন যুদ্ধে টিকে থাকা অনেক কঠিন যা সবার দ্বারা সম্ভব হয় না। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি।আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

"আমার একটা হাত চাই,
যে হাতটা ধরে আমি একটু সাহস পাব।" যথার্থ বৌদি।

 3 years ago 

কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ আপু

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি।প্রতিটা লাইন আমার খুবই ভালো লেগেছে।

একদিন শেষ রাতে পূর্ণিমা চাঁদ কে সাথে নিয়ে
আমি বেরিয়ে পড়েছি একাকী,
পথ চলেছি অজানা উদ্দেশ্যে।

কখনো একা বের হবেন না দাদাকে সাথে নিয়ে বের হবেন😍যেহেতু অচিন নগরে যাচ্ছেন অবশ্যই দাদকে সাথে নেওয়া উচিত।সেখানে কেউ আপনাকে না চিনলেও দাদা ঠিকই চিনবে😍।

অনেক সুন্দর ছিল দিদি।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 3 years ago 

তাতো অবশ্যই তাকে তো নিতে ই হবে সাথে।সে তো চলার পথের সাথী। আমার কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে কবিতা টি। অনেক ভাল লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আসলেই জীবন অনেক বড়। আবদ্ধ ঘরে থেকে জীবনের অর্থের খোজ পাওয়া যায়না। জীবনকে জানতে হলে,জীবনের মানে বুঝতে হলে কাজী নজরুলের কবিতার মতো - থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে, কেমন করে ঘুরছে ঘূর্ণিপাকে।

অনেক সুন্দর একটা কবিতা দিদি। আসলে জীবনের মানেটা হয়ত আমরা অনেকেই বুঝতে পারিনা। চার দেওয়াল আর ডিজিটাল যুগকে নিজের মাঝে বিলিয়ে দেওয়ার কারণে অনেক।কিছুই আমাদের হাত থেকে চলে।যায়। তবে কবিতার মাঝে কোথাও যেন একটু ভালোবাসার অনুভূতি ছিল। অসাধারণ সুন্দর আপনার লেখনি দিদি।
আপনার জন্য শুভেচ্ছা এবং শুভ কামনা।

দিদি অনেক সুন্দর করে কবিতা লিখছেন ।অনেক ভালো লাগলে পড়ে আমার ।দিদি আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কবিতা টি খুবই সুন্দর হয়েছে একদম আমাদের জীবনের সাথে জরানো কিছু সংলাপ।
আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

চমৎকার উপস্থাপনা করেছেন কবি।
জীবন সম্পর্কে এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়
ভালো লাগলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

শুভকামনা অবিরাম। শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আগামী দিনগুলোর জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32