"বহু দিনের এলো মেলো কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বহুদিন পর আবার আপনাদের কাছে আসতে পেরেছি। বহু দিন ধরে ঘরে বসে আছি। বলা যায় ঘরে শুয়ে বসে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গেছি। তারপরও কিছুই করার নেই যাই হয়ে যাক কিছু দিন ঘরেই থাকতে হবে। দুর্গা পূজা থেকে শুরু করে এখনো পর্যন্ত ঘরেই আছি। যাই হোক ভাবলাম এখন তো একটু সুস্থ আছি তাই আপনাদের সাথে কিছু শেয়ার করা যাক। কিন্তু কি শেয়ার করবো বুঝতে পারছি না। তাই ভাবলাম বহু দিন আগে শখের বশে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেটাই শেয়ার করা যাক।

IMG-20240405-WA0007.jpg

IMG-20240405-WA0006.jpg
এই ছবিটি মার্চ - এপ্রিল মাসে ক্যামেরা বন্দী করা হয়েছিলো। বছরের প্রথম দিকে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি গাছে প্রচুর পরিমানে আম কাঁঠাল ধরেছে। সত্যি বলতে আমার গাছ গাছালি খুবই ভালো লাগে। তাই ছবি না তুলে থাকতে পারলাম না।

IMG-20241029-WA0004.jpg
দীপাবলি উপলক্ষ্যে বাবুর স্কুলে প্রোগ্রামে বাচ্চারা বিভিন্ন ধরনের ফুল ও প্রদীপ দিয়ে আলপনা এঁকেছে। যেহেতু দীপাবলি মানেই আলোর উৎসব।

IMG-20240718-WA0003.jpg
পড়ন্ত বিকেলে মেঘলা আকাশে সুন্দর রংধনু।

IMG-20240131-WA0083.jpg

IMG-20240131-WA0109.jpg

IMG-20240131-WA0098.jpg

IMG-20240131-WA0113.jpg
ফটোগ্রাফি গুলো দেখে আপনারা বুঝতেই পারছেন এগুলো আমার দেবরের বিয়ের সময়ের কিছু ছবি। যদিও এতটাই ব্যস্ত ছিলাম যে ঠিক ভাবে ছবি করা হয়ে ওঠেনি। তবে এই প্রথম দেবরের বিয়ের প্রতিটা প্রোগ্রামে আমি প্রচুর সেজে ছিলাম। এতটা আমি নিজের বিয়েতে সাজিনি।

IMG_20230827_174841.jpg
এই ফুলটিকে কাঠ গোলাপ ফুল নামে পরিচিত। এই ফুলটি বহুবার আমি ইকোপার্কে ও বিভিন্ন জায়গায় দেখেছি। ফুলটি দেখতে খুবই ভালো লাগে। তাই ক্যামেরা বন্দী না করে পারলাম না।
IMG-20221117-WA0008.jpg

IMG-20221117-WA0003.jpg
এই কসমস ফুলটি আমি শীতের সময় গ্যাংটক গিয়ে তুলেছিলাম। পুরনো অ্যালবাম ঘাটতে গিয়ে ছবিটি পেয়েছি। এই ফুলটি শীতের সময় দেখা যায়।

Sort:  
 2 months ago 

ওয়াও দিদি চমৎকার ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেকদিন পরে আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে অনেক ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 2 months ago 

বেশ দারুন দারুন কিছু ফটোগগ্রাফি দেখলাম আজ আপনার ফটোগ্রাফি পোস্টে। বিশেষ করে ছোট দাদার বিয়ের ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি কিন্তু দারুন ছিল। ধন্যবাদ এমন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Hi @tanuja,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 months ago 

অনেক দিন ঘরবন্দি হয়ে থাকলে খারাপ লাগারই কথা। তবে বৌদি আপনাকে আমাদের মাঝে আবারো পেয়ে বেশ ভালো লাগলো। আর আপনি সুস্থ আছেন জেনে অনেক ভালো লাগলো। বেশ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ছোট দাদার বিয়ের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল এবং বৌদি আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রত্যেকটি ছবি দারুন সুন্দর হয়েছে বৌদি। এমন সুন্দর ফটোগ্রাফ আপনি শেয়ার করলেন বলে ধন্যবাদ। ছোড়দার বিয়ের ছবিগুলি খুব ভালো লাগলো। সুন্দর করে সাজানো হয়েছিল। কিন্তু এমন বিয়ে বাড়ির ছবি দেখলেই আমার খিদে বেড়ে যায়। দিলেন তো খিদেটা বাড়িয়ে। হা হা হা।
বাকি সমস্ত ছবিগুলিও খুব ভালো হয়েছে। রাস্তায় যেতে যেতে আম-কাঁঠালের ছবিগুলিও ভালো তুলেছেন।

 2 months ago 

বহুদিন পরে বৌদি আপনার পোস্ট দেখলাম। আশা করি, টুনকু, টিনটিন, আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। এত ব্যস্ততার মাঝেও আপনি যে পোস্ট দিয়েছেন, এটাই কিন্তু আমাদের কাছে অনেকটা সৌভাগ্যের বিষয়। আপনাদের সকলের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 months ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে বেশ ভালো লাগলো। তবে বিয়ের ফটোগ্রাফি গুলা দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেকদিন পর পোস্ট শেয়ার করেছেন বৌদি। ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। আপনার মতো আমারও গাছগাছালি দেখতে খুব ভালো লাগে। কাঠগোলাপের ফটোগ্রাফিটা একেবারে ক্লিয়ার হয়েছে। তাছাড়া কাঠগোলাপ ফুলগুলো খুবই সুন্দর। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালো থাকবেন সবসময়।

 2 months ago 

বৌদি অনেক দিন পর আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো। বৌদি আপনি যে সময় পার করছেন তাতে ঘরে বসে থাকা ছাড়া উপায় নেই। তবে অনেক দিন পর আপনার কাছ থেকে এমন সুন্দর একটি পোস্ট পেয়ে খুব ভালো লাগলো। ছোট দাদার বিয়েতে আপনার সাজ কিন্তু চমৎকার হয়েছে। আপনাকে দেখতে রাণীর মতো লাগছে। তাছাড়া সবশেষের দুটো ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এককথায় আপনার প্রতিটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। ধন্যবাদ বৌদি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94038.90
ETH 3239.16
USDT 1.00
SBD 7.19