নিজের রচিত আর একটি কবিতা " তোমার জন্য "

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছে? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আর একটি কবিতা শেয়ার করবো। জীবনে প্রথম এই কবিতাটি লিখেছিলাম। প্রায় পাঁচ বছর আগে, ১০ই আগষ্ট সন্ধ্যায়। যে দিন আমি আমার প্রিয় মানুষটার সাথে প্রথম কথা বলেছিলাম। আজ সকালে ডায়েরী খুলতেই এই কবিতাটি আর আমার প্রিয় মানুষটা পুরনো একটা ছবি। আমার প্রথম ও শেষ ভালোবাসা এই প্রিয়মানুষটি। তারপর অনেক বাধা বিপত্তি পার হয়ে এক হওয়া। এখন থাক ওসব কথা। এই সব বলতে গেলে একটা উপন্যাস লেখা হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20210304_155038.jpg

তোমার জন্য

বাতাসে ভেসে বেড়ায় প্রেম প্রেম গন্ধ
ভাবনাতে শিহরিত - আছে যত রন্ধ্র।
নয়নে আঁকা তোমার প্রেম ময় ছবিটা,
শব্দের মালা গেঁথে লিখি আমি কবিতা।

ছন্দে ছন্দে আমি তোমাকে বলে যাই,
জুড়ী আমাদের যেন - কৃষ্ণ আর রাই।
সাত জন্ম ধরে রাখবো তোমার খেয়াল,
তোমার প্রেম আমার কাছে জানো স্বর্গীয় মায়াজাল।

অভিমানে ভার যদি হয় তোমার মুখটা।
হাসি ঠিকই আনবো ফিরিয়ে, পেরিয়ে ঝড় ঝাপটা,
অভিযোগ খুঁজতে হাঁপাবো তোমার জান,
সুযোগ দেবো না থাকতে এ প্রাণ,

পূরণ করব তোমার ইচ্ছে যত,
সুখের ভুবনে প্রেম বাড়বে শত।
দুঃখের স্পর্শ থেকে রাখবো দূরে,
সকল আনন্দেতে তোমাকে রাখবো আমি মুড়ে।

খুঁটিনাটি খুনসুটি দিনের শুরু,
স্পর্শে তোমার বুক করে দুরু দুরু।
অগোচরে কেটে যাবে দিন প্রতিদিন,
এভাবে বাসবো ভালো আমি তোমাকে চিরদিন।
তোমাকে কত ভালবাসি, এটা রেখো স্মরণ,
তোমার তরে হাসিমুখে মৃত্যু করবো বরণ।

Sort:  
 3 years ago 

অসাধারণ একটা কবিতা লেখেছেন।আসলে প্রেম একটা মানুষের জিবন পাল্টে দেয়।দুটি মানুষের মিল বন্ধন তৈরি করে।কিন্তু কেউ হয়তো সারাজীবন এক সাথে থাকতে পারে আবার কেউ থাকতে পারে।তবে আপনার ক্ষেত্রে জীবনটা সুন্দর। কারন আপনার জীবন সাথিকে পেয়েছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ❤️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ বৌদি অনেক চমৎকার হয়েছে আপনার কবিতাটি অনেক সুন্দর করে লাইন মিলিয়েছেন পুরো কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। এরকম একটি কবিতা আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পূরণ করব তোমার ইচ্ছে যত,
সুখের ভুবনে প্রেম বাড়বে শত।
দুঃখের স্পর্শ থেকে রাখবো দূরে,
সকল আনন্দেতে তোমাকে রাখবো আমি মুড়ে।

বৌদির কবিতাটা অসাধারন ছিল, বিশেষ করে উপরে উল্লেখিত চরণ গুলো আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর এবং গুছিয়ে কবিতা তৈরি করতে পারেন । ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। সাত জন্ম ধরে রাখবো তোমার খেয়াল,
তোমার প্রেম আমার কাছে জানো স্বর্গীয় মায়াজাল। কবিতার এই দুইটি লাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল বৌদি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। সময় নিয়ে আমার কবিতা টি পড়ার জন্য।

খুঁটিনাটি খুনসুটি দিনের শুরু,
স্পর্শে তোমার বুক করে দুরু দুরু।
অগোচরে কেটে যাবে দিন প্রতিদিন,
এভাবে বাসবো ভালো আমি তোমাকে চিরদিন।
তোমাকে কত ভালবাসি, এটা রেখো স্মরণ,
তোমার তরে হাসিমুখে মৃত্যু করবো

এই লাইনগুলো একদম মন ছুঁয়ে গেছে। ভালোবাসা সবকিছুর উপরে। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ। সময় নিয়ে আমার কবিতা টি পড়ার জন্য।

 3 years ago 

তোমাকে কত ভালবাসি, এটা রেখো স্মরণ,
তোমার তরে হাসিমুখে মৃত্যু করবো বরণ।

বৌদি আপনার লেখা কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে শেষের এই লাইন দুটো আমার কাছে বেশি ভালো লেগেছে। ভালোবাসার মানুষটির জন্য হাসিমুখে মৃত্যুবরণ করার মধ্যেও আনন্দ রয়েছে। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে বৌদি। আপনার প্রিয় মানুষটিকে নিয়ে লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে বৌদি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি।
বিশেষ করে একজনের প্রতি আর একজনের ভালোবাসা কবিটাটিতে ফুটে উঠেছে।
জন্ম জন্মন্তর এর সম্পর্কের কথা তুলে ধরেছেন।
আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

বাহ্!! আবারো এত সুন্দর একটি কবিতা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন তাই আপনার প্রতি অশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেইসাথে অফুরন্ত ভালোবাসা ভালো থাকবেন সব সময় দিদি মনি♥♥

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30