আপু ঠিক বলেছেন সকাল কিংবা দুপুরে একই রকম খাবার খেলেও বিকালের নাস্তায় একটু ভিন্নতার প্রয়োজন। তবে আপনার মতো আমারও এক কাপ দুপ চা ও মুড়ি হলে আর কিছু লাগে না। কিন্তু বাচ্চারা তো সব সময় ভিন্ন কিছু খেতে চায় আর আপনি তাদের জন্য খুবই মজাদার পাকোড়া তৈরি করেছেন। যদিও এভাবে কখনও পাকোড়া তৈরি করা হয়নি। আপনার পাকোড়া দেখে খুব খেতে ইচ্ছে করছে। একদিন অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।