You are viewing a single comment's thread from:

RE: অসুস্থতার ডায়েরী

in আমার বাংলা ব্লগ8 months ago

প্রচন্ড গরমের পর হঠাৎ করে এভাবে কয়েকদিনের বৃষ্টি এসে পরিবেশ কে ঠান্ডা করে দিয়েছে ঠিকই কিন্তু এতে সুবিধা যেমন রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে ঘরে ঘরে বাচ্চাসহ সবাই জ্বর ঠান্ডা জনিত সমস্যায় ভুগছে। তাছাড়া বর্তমানের বৃষ্টির ফোঁটাও কেমন জানি মানুষের মতো পরিবর্তন হয়ে যাচ্ছে। ছোটবেলায় সারাদিন বৃষ্টিতে ভিজলেও জ্বর ঠান্ডা হতো না কিন্তু এখন ভিজতে হয় না একটু বৃষ্টির ফোঁটা মাথায় লাগলেই জ্বর চলে আসে। এই জ্বর স্বাভাবিক কোনো জ্বর নয় যে একদিনে ভালো হয়ে যাবে। একদম এক সপ্তাহের আগে ভালো হতে চায় না আর তখন যেন মুখের রুচি একদম চুষে নিয়ে যায়। যারজন্য সামনে যতই লোভনীয় খাবার থাক না কেন,খেতে ইচ্ছে করে না। যাই হোক ভাইয়া সাবধানে থাকবেন আর সময় মতো ঔষধ খাওয়ার চেষ্টা করবেন।‌ তাছাড়া খাবার খেতে ইচ্ছে না করলেও খেতে হবে,তা না হলে একদমই শক্তি পাবেন না। আপনার জন্য দোয়া রইল।

Sort:  
 8 months ago 

আপনার মতামতের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67