You are viewing a single comment's thread from:
RE: ডাই পোস্ট || জঙ্গলে থাকা কয়েকটি প্রাণীর চাঁদ ধরার চেষ্টা করার মূহুর্তের ডাই প্রজেক্ট তৈরি
আপনি তো দেখছি চাঁদ, তাঁরা, জঙ্গল ও পশু সব কিছু পোস্টের মধ্যে নিয়ে এসেছেন। পাখি বাদ দিলেন কেন? এটা দিলে আরও পরিপূর্ণ হতো। সত্যিই ক্লে দিয়ে বানানো জিনিস খুবই সুন্দর হয়। ক্লে কে যেভাবে খুশি সেভাবেই শেপ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। আপনার বানানো প্রতিটা প্রাণী খুবই সুন্দর হয়েছে। আপনার এই ডাই পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
পাখি তো সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাই রাতের বেলা একটু রেস্টে থাকবে, সেটা ভেবেই পাখি বাদ দিয়েছি😂। যাইহোক ডাই পোস্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।