দিদি কলেজ স্ট্রিটের কফি হাউজের পরিবেশ সুন্দর ছিল না বলে আপনি নিউটন কফি হাউজে বাবা-মা এর সাথে গিয়েছেন কফি খেতে জেনে ভালো লাগলো। আপনার বাবা- মা যেহেতু প্রথমবার কফি হাউজে গিয়েছে তাহলে নিশ্চয়ই তারা খুব খুশি হয়েছে। নিউটন কফি হাউজের ভিতরের পরিবেশ সত্যি অসাধারণ। এখানে যেহেতু লাইব্রেরী রয়েছে তাহলে এই কফি হাউজে গিয়ে খুব ভালো সময় কাটানো যায়। কফি খাওয়া আর বই পড়া একসাথে দুটো কাজ করা যায় । আমার কাছে গন্ধরাজ চিকেন পকোড়া খুবই ইউনিক লেগেছে। আচ্ছা দিদি এই পকোড়ার নাম গন্ধরাজ কেন রাখা হয়েছে?
আসলে এই পকোড়ার মধ্যে গন্ধরাজ *লেবুর ফ্লেভার থাকে তাই ।