You are viewing a single comment's thread from:
RE: মোখা কারো জন্যে আনন্দের আর কারো জন্যে নিঃশেষ এর।
আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আমরা মনে করছি জানালার পাশে বসে বৃষ্টি দেখবো আর প্রচন্ড গরমের তাপ কমে আসবে। এতে আমরা শান্তি পাবো কিন্তু যারা এই ঘূর্ণিঝড়ের কবলের মধ্যে রয়েছে তাদের কথা আমরা একবারও চিন্তা করি না। কত মানুষ কত রকম ভাবে তাদের আনন্দ উপভোগ করে আর কিছু মানুষ জীবন বাঁচানোর জন্য এখানে ওখানে দৌড়াদৌড়ি করেছে। ঠিক বলেছেন আপু আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি সেই তুলায় প্রাকৃতিক দুর্যোগ দেখাই যায় না।
ওটাই,সৃষ্টিকর্তার রহমত আছে বলেই।